আগামী সপ্তাহে চালু হতে পারে রামপাল ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র
১৫ মে ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
কয়লা সঙ্কটের কারণে গত চার মাসে তিন বার বন্ধ হওয়া বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানাধীন বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র (বিআইএফপিসিএল) আগামী সপ্তাহে চালুু হতে পারে। ইতিমধ্যে গত ১৩ মে তিনটি লাইটারেজ জাহাজে করে ৯ হাজার মেট্রিক টন কয়লা আনা হয়েছে। ১৬ মে আরো ৩০ হাজার মেট্রিক টন কয়লা আসার কথা রয়েছে। এরপরই কেন্দ্রটি চালু হবে। কয়লার অভাবে গত ২৩ এপ্রিল রাত থেকে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে।
বাংলাদেশ-ইন্ডিয়া পার্টানারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) এর উপ ব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছিল। নিয়মিত উৎপাদনের জন্য কেন্দ্রটি দৈনিক পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। কিন্তু কয়লা সঙ্কটে গত ২৩ এপ্রিল রাত থেকে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা বাংলাদেশের পতাকাবাহী ‘বসুন্ধরা ইমপ্রেস’ নামের জাহাটি গত ৯ মে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। সেখান থেকে ১৯ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা ছোট লাইটারে খালাস হয়। খালাসকৃত কয়লার ৯ হাজার মেট্রিক টন ১৩ মে রামপালের বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে গেছে। বাকি ১০ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা দু একদিনের মধ্যেই মোংলার বঙ্গবন্ধু-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আনা হবে।
অন্যদিকে, ১৬ মে মোংলা বন্দরে ৩০ হাজার মেট্্িরক টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ আসবে। কয়লা আসার পর যত দ্রুত সম্ভব রামপাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই উৎপাদন আবার শুরু হবে।
সূত্র জানায়, গত চার মাসে তিনবার বন্ধ হয়েছে রামপালের এই তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে এসময় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি কেন্দ্রটি। গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদনে যাওয়ার ২০ থেকে ২২ দিন পরই আমদানিকৃত কয়লার স্বাভাবিক মজুদ শেষ হয়ে যায়। ডলার সঙ্কটে এলসি খুলতে না পারায় রিজার্ভ কয়লা দিয়ে আরও পাঁচদিন উৎপাদন চালু রাখা হয়। পরে রিজার্ভ কয়লার মজুদ শেষ হয়ে গেলে গত ৪ জানুয়ারি সকালে বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র ২৭ দিনের মাথায় বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। তবে কয়লা সরবারহ স্বাভাবিক হলে এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে রামপাল বিদ্যুৎকেন্দ্র। গত ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিন দিন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল সচল হলেও কয়লা সঙ্কটে ২৩ এপ্রিল রাত থেকে ফের উৎপাদন বন্ধ রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এক বছরে ১৫০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮৬
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে আটক ৭
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরলে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা
২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা