থানায় ছাত্রকে নির্যাতন মামলায় সিআইডির ফাইনাল রিপোর্ট
১৫ মে ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
চারদিনের ছুটি নিয়ে প্রায় ৮০দিন ‘অনুপস্থিত’ থাকার পর কর্মস্থলে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ। এক যুবককে গ্রেফতার করে থানা হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের বর্ধিত ফি-বিরোধী বিক্ষোভ থেকে সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিম (২৩) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। মামলার পর থেকে ওসি নাজিম এবং এসআই আব্দুল আজিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি গত ১১ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর রোববার ওই দুই কর্মকর্তা থানায় কর্মস্থলে যোগ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মো. শাহনেওয়াজ খালেদ সাংবাদিকদের বলেন, তদন্তে ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সার্বিক সাক্ষ্যপ্রমাণে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এজন্য তথ্যগত ভুল মর্মে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, পাঁচলাইশ থানার কর্মস্থলে যোগ দিয়েছেন। আমি যোগদানপত্র পেয়েছি। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন ও এসআই আব্দুল আজিজ গত ২১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। কেন তারা কর্মস্থলে অনুপস্থিত, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখাও দেয়নি নগর পুলিশ।
কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে গত ১০ জানুয়ারি চমেক হাসপাতালের প্রধান গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রোগী ও তাদের স্বজনেরা। কিডনি রোগী মাকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোস্তাকিম। বিক্ষোভের এক পর্যায়ে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। ওসি নাজিম ঘটনাস্থল থেকে মোস্তাকিমকে আটক করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকিয়ে মারধর করেন। পরবর্তী সময়ে থানায় নিয়ে তাকে ফের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এরপর আটক মোস্তাকিমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমান। ওই মামলায় পাঁচদিন কারাভোগের পর ১৫ জানুয়ারি মোস্তাকিম জামিনে মুক্ত হন। এরপর মোস্তাকিম ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৫ (১) (ক) ধারায় মোস্তাকিমের অভিযোগ লিপিবদ্ধ করার আদেশ দেন। অভিযুক্তদের পদমর্যাদা বিবেচনায় পুলিশ সুপারের নিচে নয় এমন কোনো কর্মকর্তার মাধ্যমে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন। এরপর ২১ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে চারদিনের ছুটির আবেদন করেন ওসি-এসআই। মঞ্জুর হওয়া ছুটির সময় শেষ হওয়ার পরও তারা আর কর্মস্থলে যোগ দেননি।
এদিকে মোস্তাকিমের আইনজীবী মানবাধিকার নেতা জিয়া হাবীব আহসান বলেন, তদন্ত প্রতিবেদন দেয়ার আগে বাদির মতামত নিতে হয়। কিন্তু বাদিকে না জানিয়ে সিআইডি ফাইনাল রিপোর্ট দিয়েছে শুনেছি। আমরা এর বিরুদ্ধে আদালতে নারাজি পেশ করব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরলে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা
২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা
মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে
২৪ এর আন্দোলনেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে- মাহমুদুল হক রুবেল
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা