আমরাও পরিকল্পিত ‘এসটাবলিশড’ নির্বাচন চাই না
১৭ মে ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, কূটনীতিবিদরা সব সময় বলে আসছেন, এবার যেন সব দলের অংশগ্রহণে নির্বাচনটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হয়। ২০১৪ ও ২০১৮ সালের মতো পরিকল্পিত, ‘এসটাবলিশড’ নির্বাচন হোক এটা আমরা চাই না।’ তাদের মতো আমরাও (ওয়ার্কার্স পার্টি) পরিকল্পিত এসটাবলিশড (পত্তন করা, পাতানো, বিধিবদ্ধ করা বোঝায়) নয়, চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। গতকাল বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে অনেক অগ্রগতি হলেও দেশে এখন সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছে।
এর আগে ২০১৮ সালের নির্বাচনের পর রাশেদ খান মেনন বরিশালের এক সভায় বলেছিলেন, ‘আমি সাক্ষী দিয়ে বলছি, এই নির্বাচনে (২০১৮) আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। অথচ আজ সেই ভোটে সাধারণ জনগণ নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। এমনকি উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনেও ভোটের অধিকার হারাচ্ছে মানুষ।’
সাবেক মন্ত্রী মেনন বলেন, আজকে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে মুষ্টিমেয় ধনী আর সামরিক-বেসমারিক আমলার হাতে। এই অলিখিত শাসন প্রতিষ্ঠাই হলো মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক অভিযাত্রার ব্যর্থতা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়-বিচারের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তার বিপরীতে সমাজে বৈষম্য এখন চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বৈষম্যের সূচকে আমরা এখন ৪ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছে গেছি। (এই সূচক) ৫ হলে (বৈষম্য) চরম বিপজ্জনক পর্যায়ে চলে যায়। তিনি প্রশ্ন তুলে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও রাষ্ট্র কি সেই বৈষম্য দূর করবে, নাকি ওইক্ষুদ্র ধনিক গোষ্ঠীর হাতে দেশের ক্ষমতা তুলে দেবে? যারা কি না দেশের অর্থ পাচার করবে, আর বিপরীতে বৈষম্য পাহাড়সম হবে?
দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আজকে আমাদের দল যেন সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত না হয় সেজন্য প্রগতিশীল বামপন্থি ধারায় দল পরিচালনা করতে হবে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আমাদের বামপন্থী-কমিউনিস্টদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান