স্যাংশনে ভয় পাই না
১৭ মে ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্যাংশনকে আমরা ভয় পাই না। কাজেই হুমকি ধামকী দিবেন না। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাবেক, মোশাররফ সাহেব, আমরা জানি এখন কোথায় তাকিয়ে আছেন। কখন স্যাংশন আসে! ইউ আর রঙ মিস্টার ফখরুল, মিস্টার মোশাররফ। আমাদের শক্তি জনগন। ওই স্যাংশনকে আমরা ভয় পাই না। কাজেই হুমকী ধামকী দিবেন না।
একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি নেতাদের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনাদের মনে চাইলে আসবেন। ইলেকশন হতে দেবেন না, এটা কারও বাপ দাদার সম্পত্তি? এত বড় আস্ফালন পেলেন কোথায়?
নেতা-কর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, দল যারা করবে, দলের নিয়ম মেনে চলতে হবে। এটা আওয়ামী লীগ, বিএনপি না। এটা বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল। এখানে পাল্টাপাল্টি চলবে না। আমরা পাল্টাপাল্টিতে নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শান্তির সমাবেশ করি। শেখ হাসিনার নির্দেশে।
তিনি বলেন, নির্বাচন কয়েকমাস পরে। এখনি কেউ কেউ এমন পাল্টাপাল্টি শুরু করেছে! চা দোকানে বসে একে অন্যের গিবত শুরু করেছে। এগুলো বন্ধ করতে হবে। এসিআর আছে, এসিআর দেখে তিনি মনোনয়ন দেবেন। ব্যক্তি স্বার্থে দলের ইমেজ নষ্ট করা যাবে না বলে এ সময় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেন তিনি।
তিনি বলেন, আজ ঐতিহাসিক ১৭মে। আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমাদের ইতিহাসে বাক পরিবর্তনের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। আমাদের ইতিহাসের মোড় পরিবর্তনের এক ঐতিহাসিক মাইন ফলকের নাম ১৭ মে। শেখ হাসিনা, আপনাকে আজ জাতির পক্ষ থেকে সেলুট জানাতে চাই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব, মোশাররফ ঘরে আর ফিরবেন না। কাকে হটিয়ে? কমিউনিটি ক্লিনিক হটিয়েছেন। এই কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘের সাধারণ পরিষদ সর্ব সম্মতি ক্রমে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ১৯৯৬ থেকে ২০০১ এই কমিউনিটি ক্লিনিক তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এ দেশের মানুষের জন্য। কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপির আর আশা নেই জানিয়ে কাদের বলেন, আন্দোলন তো! পথ হারিয়ে পদযাত্রা। লোকে বলে পতন যাত্রা। মানুষ বলে পতন যাত্রা। বিএনপির আর আশা নাই। পাবলিক নাই। পাবলিক না থাকলে কিসের আন্দোলন।›
তিনি বলেন, ‹জ্বালা! বড় জ্বালা! কেন এত অর্জন? শেখ হাসিনার অর্জন বিএনপির অন্তর জ্বালা। জ্বালায় জ্বালায় এরা মরে। আছে গলাবাজী। আন্দোলনে গিয়ে হোচট খেয়ে গেছে। দাপট দেখিয়ে লোটা, কম্বল, বালিশ, কর্মীদের ক্ষমতার লোভ দেখিয়ে এসে বসিয়ে রাখলো।
ওবায়দুল কাদের বলেন, আর নাকি ঘরে ফিরবে না। আমরাও দেখব কই থাকে। ফখরুল উত্তরায় থাকত, এখন গুলশানে আসছে। এসে গেছে সব একসাথে লড়াই করবে! লাভ নাই। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, ড. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সুজিত রায় নন্দি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামিমসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা