৫১ বছরে কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের ঘটনা ঘটেনি
১৭ মে ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার বৃহৎ দেশের কূটনীতিকদের বিশেষ নিরাপত্তা এসকর্ট বা প্রটোকল প্রত্যাহার করেছে।
গত ৫১ বছর বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। তার অর্থ হচ্ছে, এই সরকার কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে আজকে পাগলের মতো আচরণ করছে। দেশে-বিদেশে আর এই সরকারের কোনো সমর্থন নেই। গতকাল বুধবার রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকায় এই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে টানা ১০ দিনের কর্মসূচি শুরু করল বিএনপি।
ঢাকায় পদযাত্রার আগে সমাবেশে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বর্তমান সরকারের বিরুদ্ধে ‘গণ-অভ্যুত্থান’ সৃষ্টি করতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে বিদায় করতে গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে সংকট সামনে, এই সংকটের ফয়সালা করতে হলে রাজপথেই করতে হবে। অতএব এই রাজপথে এর ফয়সালা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে জনগণের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে এই সরকারকে বিদায় করব, এটাই আমাদের শপথ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে না। তারা দেশের অর্থনীতি লুটপাট করে বিদেশে পাচার করে যে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, সেই অর্থনীতি পুনরুদ্ধার করতে পারবে না। যারা এ দেশের আইনী ব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে, তারা এ দেশের বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না। যারা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, তারা দ্রব্যমূল্য কমাতে পারবে না।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা সরকারকে বার্তা দিতে চাই, জনগণের চোখের ভাষা বুঝুন। আগের মতো আর ভোট হতে দিবো না। আগামী নির্বাচন কোনোভাবে এই সরকারের অধীনে হবে না। করতে দিবো না। শরীরে একফোঁটা রক্ত থাকতে জনগণ এই সরকারের অধীনে ভোট দিতে দিবে না।
সরকারকেও ওই লাল দালানে ঢুকতে হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের কাছে জেলখানা এখন পান্তা ভাত। আমরা আর ভয় করি না। আপনারা ভয় পাবেন না। এবার সরকারকে টেনেহেঁচড়ে নামাবো। জনগণ নামিয়ে ছাড়বে। যতই জেল আর মিথ্যা মামলার রায় দিক, কোনো লাভ হবে না। সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এখনও সময় আছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিন।
বেলা তিনটায় উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরুর ঘোষণা থাকলেও একটা থেকে নেতা-কর্মীরা সেখানে সমবেত হতে থাকেন। এসময় ওই এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
সুবাস্তু টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর ঢাকা মহানগর উত্তরের হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে পদযাত্রা শুরু করেন। মালিবাগের আবুল হোটেলের কাছে গিয়ে পদযাত্রা শেষ হয়। মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্ব সমাবেশ পরিচালনা করেন সদস্যসচিব আমিনুল হক। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির তাবিথ আউয়াল, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচির আগে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গ্যাসের দাম আবার না কি বৃদ্ধি করবে। মনে হচ্ছে এই সরকারের সকলের ‘ডিমেনশিয়া’ (স্মৃতিভ্রংশ) রোগ হয়েছে। এই কয়েকদিন আগে গ্যাসের দাম যে বাড়ানো হয়েছে এরা হয়ত এটা ভুলে গেছে, এই কয়েকদিন আগে তেলের দাম বাড়ানো হয়েছে, ওরা হয়ত ভুলে গেছে। দেশে যেভাবে লুটপাট হচ্ছে ওটা ওরা ভুলে গেছে। ভোট চুরি করে নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এটাও তারা ভুলে গেছে। এরা সব ভুলে যায়, এদের স্মৃতিভ্রংশ হয়েছে। দিনের ভোট রাতে করছেন, লুটপাট করেছেন, রিজার্ভ চুরি করেছেন, হলমার্ক কেলেঙ্কারিৃ সব লুট করেছেন এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন। এটা মানুষ আর কখনও হতে দেবে না। এই দেশ রক্ত দিয়ে অর্জন করা দেশ, এদেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ বিনা রক্তপাতে কখনও কেউ নিতে পারবে না।
এ পদযাত্রার মাধ্যমে সরকারের পতন হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, এছাড়া আমাদের কোনো কাজ নেই। বাসাবো ও শাহজাহানপুর এলাকায় বিএনপির সময়ে স্থাপিত শিশু-কিশোরদের একাধিক খেলার মাঠ দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কঠোর সমালোচনা করেন তিনি।
পদযাত্রা উপলক্ষে বেলা ২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাসাবো বালুর মাঠের কাছে নেতাকর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয় যা মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির নবী উল্লাহ নবী, হাবিবুর রশীদ হাবিব, তানভীর আহমেদ রবিন, মোশাররফ হোসেন খোকন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন, উলামা দলের শাহ নেছারুল হক, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার উপস্থিত ছিলেন।#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান