শান্তি সমাবেশে ওবায়দুল কাদের

বাংলাদেশে এবার হবে ঐতিহাসিক নির্বাচন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৯ মে ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ১১:৩৭ পিএম

বাংলাদেশে আগামী নির্বাচন ঐতিহাসিক হবে বলে বিদেশী কূটনৈতিকদের আশ্বস্থ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিদেশী কূটনীতিকদের উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দেশে অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন এবং অংশগ্রহণমূলক একটা ঐতিহাসিক নির্বাচন হবে। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিদেশী কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশি বন্ধুদের বলবো, বিএনপি যতই নালিশ করুক, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার দেশে অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন এবং অংশগ্রহণমূলক একটা ঐতিহাসিক নির্বাচন হবে। আপনাদের কারও এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হাঁটু ভাঙা, কোমর ভাঙা (বিএনপি) দল যতই কাকুতি-মিনতি করুক এদের প্রলাপ শুনে লাভ নেই। যদি কথা বলেন, জনগণের সঙ্গে গিয়ে কথা বলুল।

বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা বলেও আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পদযাত্রা উপরে পদযাত্রা আর তলে তলে সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। এ পদযাত্রা অন্তিমযাত্রায় পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুলশানে একটা গুজবের কারাখানা গড়েছে, সেই কারখানা থেকে শেখ হাসিনা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা গুজব ছড়াচ্ছে। অচিরেই এই গুজবের কারখানা বদ্ধ করতে হবে। তারা নয়াপল্টনে মিথ্যাচারের কারখানা খুলেছে। সারাদিন মাইকের সামনে দাঁড়িয়ে মিথ্যাচার করছে। যা অচিরে বন্ধ করতে হবে।

মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, মির্জা ফখরুল, জনতার রোষানলে কারা পড়েছে, যারা রাস্তা দখল করে পদযাত্রা করছে, জনগণের রোষানলে তাদের উপরেই। দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ। মানুষ কাকে ভোট দিবে? যারা রাস্তা করেছে তাদের ভোট দিবে। ঘরে ঘরে যারা বিদ্যুৎ দিয়েছে তাকে ভোট দিবে।
এখন ওয়ার্মআপ চলছে, ফাইনাল খেলা এখনও বাকী এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সে দিন আর বেশি দূরে নয়, হবে, ফাইনাল খেলা হবে। এখন যে খেলা চলছে সেগুলো ওয়ার্ম আপ। এবার বিএনপি আন্দোলনের নামে যে হাতে ভাঙচুর করবে সেই হাত আমরা ভেঙে দেবো।

দলীয় নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা হতাশ হবেন না। দেশের মানুষ এখনও শেখ হাসিনার সঙ্গে আছে। একজন প্রধানমন্ত্রী প্রতিদিন তিন ঘন্টা ঘুমান। জনগণের ভাগ্য উন্নয়নে যেখানে এ রকম একজন প্রধানমন্ত্রী আছে, সেই দেশে আন্দোলনের ডাক দেয়া যাবে, আন্দোলনে মানুষ সারা দেবে না।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব, যত লাফালাফিই করেন, আন্দোলনের দিন শেষ। মানুষ আর আসবে না। যত পদযাত্রা- মানববন্ধন করে মানুষ আসবে না। মানুষ বুঝে গেছে কোমরভাঙ্গা দল বিএনপিকে দিয়ে কিছুই হবে না। বিএনপির কর্মীরা এখন একজন আরেকজনকে বলে, কি আন্দোলন করবে এতো হাটুভাঙ্গা দল ! আর পেট্রল বোমা যদি করতে যায় আর তা আমরা এবার রুখে দাঁড়াবো।
তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনে ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দিবে না। বিএনপি হাঁটুভাঙা দল, আন্দোলনে পরাজিত। ভোটে গেলেও শেখ হাসিনার ধারে কাছে যেতে পারবে না।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে, ঐক্যবন্ধ থাকতে হবে। নির্বাচনও ঘনিয়ে আসছে, তারা যত চেষ্টাই করুক। সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। সংবিধান ও নির্বাচনও কারও জন্য বসে থাকবে না।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা দ্রব্যমূল্য সম্পর্কে জানেন। রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে দেশে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে। সারাবিশ্বেই সংকট, সুদানে দুই জেনারেলের লড়াই চলছে। দেশে দেশে সংকট, সারা দুনিয়ায় মুদ্রাস্ফিতি।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুম ইসলামবলেন, তত্ত্বাবধায়ক সরকার মৃত ডেড ইস্যু, এদেশের জনগণ আর তত্ত্বাবধায়ক সরকার চাই না।

কামরুল ইসলাম বলেন, ২০০৬ সালের মত ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে আবার ধ্বংসের দিকে নিতে ষড়যন্ত্র চলছে। তারা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১৯৭১ সালে তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। ৭১ ও ১/১১ এর কুশিলবরা আজকে একত্রিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড