হজের মাধ্যমে মানুষ জান্নাতি মানুষে রুপান্তরিত হয়
১৯ মে ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ১১:৪৩ পিএম
ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম পবিত্র হজ। প্রত্যেক সমর্থবান মুসলমানের উপর হজ পালনকে আল্লাহ রাব্বুল আলামীন ফরজ করছেন। মুসলিম উম্মাহর সর্ববৃহত্ত সম্মেলন ও মিলন মেলা পবিত্র হজ। হজ পালনের গুরুত্ব ও ফযিলত অপরিসীম। যার মাধ্যমে মানুষ পূর্বের গুনাহ্সমূহ থেকে মুক্ত হয়ে নেককার ও জান্নাতি মানুষে রূপান্তরিত হয়। সভ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। হজের মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। গতকাল মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে জুমার খুৎবা পূর্ব পূর্ব বয়ানে খতীব মুফতী মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন।
পবিত্র হজে গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করতে গিয়ে তিনি কোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন- মানুষের মধ্যে যারা সেখানে (বাইতুল্লাহ) পৌঁছার সামর্থ রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ফরজ। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তায়ালা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন (সূরা আল ইমরান : ৯৭)।
আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন- হে মানবসকল! আল্লাহ তায়ালা তোমাদের উপর হজ ফরজ করেছেন। সুতরাং তোমরা হজ করো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! প্রতি বছর কি হজ করতে হবে? তিনি চুপ রইলেন এবং লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে তা (প্রতি বছর হজ করা) ফরজ হয়ে যেতো, কিন্তু তোমাদের পক্ষে তা করা সম্ভব হতো না (সহীহ মুসলিম : ১৩৩৭)। অপর এক হাদিসে বর্ণীত আছে আবু হুরায়রা (রা.) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকল সে ঐ দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়েছিল (সহীহ বুখারী : ১৫২১)। খতীব বলেন, এসকল আয়াত ও হাদীস দ্বারা আমরা বুঝতে পারি হজের হুকুম কি এবং এর গুরুত্ব ও তাৎপর্য কতখানি। আমাদের সমাজে অনেকেই আছে যারা লোক দেখানো ইবাদাত করে, মানুষের প্রশংসা ও সহানুভুতি প্রাপ্তির জন্য। তেমনি হজ পালনের মাধ্যমে সমাজে খ্যাতি ও সম্মান প্রাপ্তির আশা করলে উক্ত হজের মাধ্যমে ঐ ব্যক্তি কখনই আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত হবে না। বরং দুনিয়া ও আখিরাতে বিভিন্নভাবে অপদস্ত ও অপমানিত হবে। সুতরাং হজ কেবল আল্লাহর রাজি-খুশির নিমিত্তে পালন করতে হবে। হজের মাধ্যমে যে শিক্ষা পেয়ে থাকি তা পারিবারিক ও সামাজিক পর্যায়ে প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তী সময়ে সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইসলামি মূল্যবোধ উপলব্ধি করে ইবাদাত বন্দেগীর মাধ্যমে নিজের জীবন সাজাতে হবে। তাহলেই হজে পরিপূর্ণ সাওয়াব ও দুনিয়া-আখিরাতে কামিয়াবি লাভ করা সম্ভব।
প্রসঙ্গক্রমে খতীব বলেন, আজ সমাজের যে দিকেই তাকাবেন অন্যায় অত্যাচার, অনৈতকতা যেন মামুলি ব্যাপার। দ্বীনি শিক্ষা তথা ইসলামি মূল্যবোধ থেকে ক্রমশ মানুষ দূরে সরে যাওয়ায় সারাবিশ্ব বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। হৃদয়ে আল্লাহর ভয় ও রাসূল (স.) এর ভালবাসা না থাকায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ, সন্তানের কাছে পিতা মাতা অসহায় সর্বপরি ভ্রাতৃত্ববোধ লোপ পাচ্ছে। কোরআন হাদিসের অনুকরণে জীবন পরিচালনা না করায় অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলছে অবিরাম। পত্রপত্রিকা খুললেই গুম, খুন, ধর্শন, ছিনতাই এর খবরে হৃদয় কেঁপে উঠে। ইদানিং সন্তনের দ্বারা পিতা-মাতা হেনস্তা, খুন, যুলুম, অত্যাচারের খবর বারবার আলোচনায় আসছে। অথচ আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে ইরশাদ করেন- আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না। আর তাদের সাথে সম্মানজনক কথা বল। আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন (সূরা বনী ইসরাইল ২৩-২৪)। খতীব উপস্থিত কিশোর ও যুবকদের উদ্দেশ্যে বলেন- মনেরেখ সন্তানের সাফল্যের পেছনে যেমনিভাবে পিতা-মাতার দুয়া অবধারিত, ঠিক তেমনিভাবে তাঁদের একটি দীর্ঘশ্বাস আপনার পতনের কারণ হতে পারে। তাই আল্লাহর নির্দেশনা অনুযায়ি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের জন্য পিতামাতার অনুগত থাকতে হবে। কখনই এমন কোন আচরণ করা যাবে না যাতে, তারা কষ্ট পায়। একই সাথে পিতামাতাগণের উচিত তাঁর সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। কেননা আল্লাহর ভয় ও রাসূল (সা.) এর প্রতি ভালবাসা থাকলে, ইসলামি শিক্ষায় শিক্ষিত হলে, কোরআন হাদিস চর্চা করলে কখনই সন্তান পিতামাতাসহ বয়জেষ্ঠ্যদের সাথে দুর্ব্যাবহার, অসদাচরণ করার দুঃসাহস করবে না। কেননা তখন তারা এর ভয়াবহ পরিণতি সম্বন্ধে ওয়াকিফাল থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ