যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে গণগ্রেফতারের অভিযোগ
২০ মে ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
আগামী ২৭ মে যশোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে গণগ্রেফতার চালাচ্ছে। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক প্রেস কনফারেন্স এই অভিযোগ করেন তিনি। সরকারের দমন নীতির অংশ হিসেবে গত ১৭ মে রাত থেকে এ পর্যন্ত যশোরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১২০ জন নেতাকর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। আটকের পর এসব নেতাকর্মীদের পুলিশ পেন্ডিং মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করছে। তবে পুলিশ বলছে, কোন গণগ্রেফতার না। যাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।
প্রেস কনফারেন্সে জানানো হয়, গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
আগামি ২৭ মে অনুষ্ঠিতব্য এই সমাবেশের জন্য যশোর টাউন হল ময়দান বা কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন দেয়া হয়েছে। তবে আর সমাবেশের ৬ দিন সময় থাকলেও প্রশাসন এখনোও অনুমতি দেয়নি। এই সমাবেশ সফল করতে জেলা বিএনপি বিভিন্ন ইউনিয়ন ও উপজেলাতে প্রস্তুতি সভা করছে। কিন্তু বিএনপির বিক্ষোভ সমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেফতার চালাচ্ছে। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে। গত ১৭ মে রাত থেকে দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১২০ জন আটক করা হয়েছে অভিযোগ নেতাকর্মীদের। গ্রেফতারকৃতদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহমেদ, সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাছুম, যশোর জেলা আইনজীবী ফোরামের সহ সভাপতি আ্যড. আব্দুল রাজ্জাক, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। বাকীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। গ্রেফতারকৃত নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এই সমাবেশ বানচাল করতে সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে গণগ্রেফতারে নেমেছে। এর কারণ হলো সরকারের দুর্বল অবস্থা রয়েছে। সরকারের প্রতিপক্ষকে ঘায়েল ও দলীয় কর্মসূচি বানচাল করতে সরকার এমন ষড়যন্ত্রমূলক কর্মকা- ঘটাচ্ছে। তিনি বলেন, বিনা অপরাধে যাদের গ্রেফতার করা হচ্ছে তারা বেশির ভাগ দিনমজুর বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ফলে সেই ব্যক্তি বিনা কারণে কারাগারে থাকাতে তার পরিবারের সদস্যরা আজ না খেয়ে রয়েছে। সরকারের এই আচারণে আমরা হতাশ। রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিক ভাবেই না করে আওয়ামী লীগ পুলিশি রাজত্ব কায়েম করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারণ নেতাকর্মীদের প্রতি এমন হিংস্রভাব প্রকাশ করছে। পুলিশের এমন গণগ্রেফতারে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেউ রাতে বাড়িতে ঘুমাতে পারছে না। এমনকি নেতাকর্মীরা এতোটাই ভিতকর পরিস্থিতির মধ্য রয়েছে যে আজকের প্রেস কনফারেন্সে আসতে সাহস পায়নি। তার পরেও সরকারের এই অপকৌশল ব্যর্থ হবে। সকল প্রতিবন্ধকতা দূর করে হাজার হাজার নেতাকর্মী সকল কর্মসূচি সফল করবে। এসময় পুলিশ-প্রশাসনের প্রতি এই গণগ্রেফতার বন্ধ এবং সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে না। ভাঙচুর ও অন্যান্য মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। হঠাৎ করে সমাবেশের আগে অভিযানের চালানো হচ্ছে কেন এসন প্রশ্নে তিনি বলেন, এটা কোন সমাবেশকে টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ , সিউলে ব্লিংকেনের উপস্থিতির মাঝে উত্তেজনা বৃদ্ধি
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
ফুলকপি উৎপাদন খরচ ১৫ টাকা বিক্রি ৫ টাকা: মাঠেই কেটে ফেলে রাখছে চাষিরা
ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল
পঞ্চগড়ে শিবিরের নেতৃত্বে জুলফিকার-রাশেদ
নির্মাণের ৩৬ বছরে মেরামত হয়নি ভোলা বাস টার্মিনাল
সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম
মাসুদ-বাবরের রেকর্ড জুটি
ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার
বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার
‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু
ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি
ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন