ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল

কমিশনের কারণে বিমানের এয়ারবাস কেনার সিদ্ধান্ত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ মে ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১১:৪০ পিএম

কমিশনের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারবাস কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ বিমান এমনিতে চলতে পারে না, পয়সা নেই, লস হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, বিমান চালানোর কোনো উপায় নেই।

এখন নতুন এয়ারক্রাফট কিনবে এয়ারবাস। আমি বিমান মন্ত্রণালয়ে কাজ করেছি। আমি জানি, এয়ারবাস কেন কিনতে চায়। কারণ বোয়িং ফিডব্যাক দেয় না, কমিশন দেয় না। এয়ারবাস কমিশন দেয়। আমি চ্যালেঞ্জ করছি, এয়ারবাস কমিশন দেয় কিন্তু বোয়িং কোনো কমিশন দেয় না। একারণে বোয়িং বাদ দিয়ে এয়ারবাস কেনা হচ্ছে। গতকাল সোমবার রাজধানীর বনানীতে গোল্ডেন টিউলিপ হোটেলে জ্বালানি বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে ‘দেশের জ্বালানি খাতে অমানিশা: লুটপাট আর অরাজকতার চালচিত্র’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ।

বিমান বাংলাদেশের পর্যদে সম্প্রতি বিদ্যমান বহরের সঙ্গে পর্যায়ক্রমে নতুন ১০টি এয়ারবাস কেনার নীতিগত সিদ্ধান্ত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংবাদমাধ্যমকে ফ্রান্সভিত্তিক এয়ারবাসের দুটি কার্গো উড়োজাহাজ কেনার বিষয়ে জানান। সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকেও কার্গো উড়োজাহাজ কেনার কথা বলা হয়।

এমন সরকারি পদক্ষেপের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিমানের এমডি বলছেন, দেশের স্বার্থ চিন্তা করে কেনা হচ্ছে। দেশের স্বার্থ চিন্তা করলে যেগুলো আছে সেগুলোকে এফিসিয়েন্টলি চালানোর চেষ্টা করেন। সেগুলো তো করছে না। নতুন ড্রিমলাইনার নিয়ে এসেছেন, এমন হ্যান্ডলিং করেন যে, অন্য প্লেন ওটাকে মেরে দিয়ে এক বছর পড়ে থাকে, দ্ইু বছর পড়ে থাকে। এটাই বাস্তবতা।

তিনি অভিযোগ করে বলেন, আজকে তাদের (সরকার) একটাই লক্ষ্য কীভাবে চুরি করবে, কীভাবে দুর্নীতি করবে। তারা গোটা বাংলাদেশকে লুট করে শেষ করে দিয়েছে। আরও পাঁচ বছর লুট করতে চায়। সেজন্য এখন তারা ভোট চাইতে শুরু করে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের যে বডি কেমিস্ট্রি সেই কেমেস্ট্রি থেকে দুইটা জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে যে, আওয়ামী লীগ মানে হচ্ছে সন্ত্রাসী আর আওয়ামী লীগ মানে হচ্ছে দুর্নীতিবাজ। এত দুর্নীতিবাজ যে, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৩-৭৪ সালে বলেছিলেন, আওয়ামী লীগের নাম পরিবর্তন করে এটার নাম হওয়া উচিত নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি।

দলীয় সরকারের অধীনে বিএনপি আর নির্বাচনে অংশ নেবে না জানিয়ে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ন্যাড়া বার বার বেল তলা যায় না। সুতরাং এবার বাংলাদেশের মানুষ এই ধরনের কোনো পাতানো নির্বাচন, দিনের ভোট রাতে করার নির্বাচন ৃ এ রকম নির্বাচনে বাংলাদেশের মানুষ পা দেবে না।

তিনি বলেন, গোটা বাংলাদেশকে লুট করে শেষ করে দিয়েছে। আরও পাঁচ বছর লুট করতে চায় এবং তারা ভোট চাইতে শুরু করে দিয়েছে। আর বলছে, নির্বাচনে আসেন। হাত-পা বাঁধা, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, মুখ বন্ধ। ইতোমধ্যে যে খেলা শুরু করে দিয়েছে, নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, অত্যাচার-নির্যাতন করছে, উৎপীড়ন করছে, মামলা-মোকাদ্দমাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আমরা মারামারি করতে চাই না, সংঘাতও চাই না। আমাদের দাবি মেনে নাও। নির্দলীয় সরকারের দাবি মেনে নাও, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। তত্ত্বাধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে ক্ষমতাসীনদের আবার হুঁশিয়ার করেন বিএনপি নেতা।

আগুন নিয়ে আওয়ামী লীগের বক্তব্য পরিকল্পিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গত কিছু দিন ধরে সরকারের মন্ত্রী-নেতারা বার বার করে একটা কথা বলছেন, ‘অগ্নি সন্ত্রাস হবে’, ‘আবার আগুন নিয়ে খেলবে বিএনপি’। এটা কিন্তু অত্যন্ত পরিকল্পিত একটি বক্তব্য। তারা (ক্ষমতাসীনরা) এটা করবে। সে জন্যই তারা কথাগুলো বলতে শুরু করেছে। কিছুটা সফলও হয়ে যাচ্ছে। বিভিন্ন দূতাবাস থেকে সতর্ক করা হচ্ছে তাদের নাগরিকদেরকে যে, নির্বাচন ঘনিয়ে আসছে, এখন হতে সংঘাত হতে পারে। সুতরাং তোমরা একটু সাবধানে থাকবে। সংঘাত সৃষ্টি করছে আওয়ামী লীগ, সংঘাতের ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ, হুমকি দিচ্ছে আওয়ামী লীগ এবং তারা সন্ত্রাস করছে।

বিএনপি নেতা বলেন, খুলনা, রাজবাড়ী, নেত্রকোনা, পটুয়াখালীতে যা করেছে, এর কারণটা হচ্ছে একটাই। এই প্রতিবাদকে বন্ধ করতে হলে সন্ত্রাসই একমাত্র পথ। এই সন্ত্রাস সৃষ্টি করে জনগণের যে দাবি সেই দাবিকে তারা দাবিয়ে দিতে চায়।

ওবায়দুল কাদের স্বমূর্তি ধারণ করেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুদিন ‘একটু ভদ্রলোকের মত’ কথা বললেও এখন ‘স্বমূর্তি’ ধারণ করেছেন। এখন আবার বলতে শুরু করেছেন- প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধ করা হবে। আমি আমার দাবির কথা বলব, রাস্তায় বলব, মিটিং-সভা করে বলব যে, আমি গণতন্ত্র চাই। আমাদের প্রতিরোধ করা হবে। প্রত্যেকদিন শান্তি সমাবেশ করছিলেন তারা। এর সমালোচনা হওয়াতে এখন বলছেন প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রতিরোধ গড়ে তোলার তো চেষ্টা করছেন। গত কয়েকবছর ধরে তো এই পুলিশ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছেন’- এই মন্তব্য করে তিনি বলেন, রাতের বেলা তুলে নিয়ে গেছে নেতাদেরকে, বাড়ি বাড়ি হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সবশেষ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সাংবাদিকদের মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। ঝানু-ঝানু, বাঘা-বাধা সব সম্পাদকের নামেও মিথ্যা মামলা দিয়েছৃ তারা কিন্তু ভীত সন্ত্রস্ত।

অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব কেএস আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর আফম ইউসুফ হায়দার, সম্মিলিত পেশাজীবী পরিষদের এজেডএম জাহিদ হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফরহাদ হালিম ডোনার, ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাদা দলের লুৎফর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সেলিম ভুঁইয়া, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, কৃষিবিদ অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম, অ্যাবের আশরাফউদ্দিন বকুল, একেএম জহিরুল ইসলাম, মোস্তফা-ই জামান সেলিম, এসএম আবদুর রাজ্জাক, মাহবুব আলম, শামীম রাব্বী সঞ্জয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার