আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

Daily Inqilab ইনকিলাব

২৯ মে ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ১২:০০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে গ্রেফতার ও বিচার দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ২৪ ঘন্টার মধ্যে মেয়রকে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সুপ্রিম কোর্ট অঙ্গনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয়।

গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শত শত আইনজীবী অংশ গ্রহণ করেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সুপ্রিম কোর্ট বার ভবন থেকে দুপুর সোয়া ১টায় বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র ব্যানারে এ মিছিল হয়। শত শত আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে রাস্তায় নামেন। মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে বাইরের রাস্তায় নেমে আসে। পরে এটি কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ মায়দান হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে জড়ো হয়। এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানববন্ধন শুরু করে। আইনজীবীরা সর্বোচ্চ আদালতের প্রবেশদ্বারের সামনে রাস্তার পাশে পশে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যান। ব্যানারে ‘বিচার বিভাগ সম্পর্কে কটুক্তি’, ‘সুশীলদের হত্যার হুমকি দাতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিচার চাই, ‘ বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে পদ্মাসেতু থেকে টুপ করে ফেলে দেয়া কি হত্যার চেষ্টা নয়?’ ইত্যাদি উৎকীর্ণ ছিলো। সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট সাবেক সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক ব্যারিস্টাার রূহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

মানববন্ধন চলাকালে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিনা ভোটে দখলদার মেয়র তাপস বিচার বিভাগের জন্য হুমকি স্বরূপ। তিনি সুশীলদের বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পনিতে নিক্ষেপ করার যে বক্তব্য দিয়েছেন তা পূর্ব পরিকল্পিত এবং ফৌজদারী অপরাধ। আমরা অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘একজন চীফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এমন বক্তেব্য দেয়ার পরও সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নেয়নি। আদালতের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপিল বিভাগ হল দেশের বিচার বিভাগের অবিভাবক। এখনো কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিচ্ছেন না ? আপনারা কি ভয় পান ? দয়া করে সাহস করুন।

পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। ঘোষিত কর্মসূচিতে রয়েছে, আগামিকাল বুধবার (৩১ মে ) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বারসহ দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে বিচার বিভাগ সম্পর্কে শেখ ফজলে নূর তাপসকে গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে মানব বন্ধন শেষ হয়।

এদিকে মানব বন্ধন কর্মসূচি শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার হয়ে আইনজীবী সমিতি ভবনে প্রবেশের সময় মুখোমুখি হন আওয়ামীলীগ সমর্থক আইনজীবীদের সঙ্গে। এ সময় উভয়পক্ষ পরষ্পরবিরোধী পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকেন। হ্যান্ড মাইকের কর্ণবিদীর্ণ করা শ্লোগানে কে কার কার বিরুদ্ধে কি শ্লোগান দিচ্ছেন-কিছুই বোঝা যাচ্ছিলো না। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা উভয়পক্ষের মাঝখানে দাঁড়িয়ে যান। তারা উভয়পক্ষকে নিবৃত রাখার চেষ্টা করেন। এ সময় বার ভবনে প্রবেশ দ্বার অন্তত: ১০ মিনিটের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ততোক্ষণে বেলা ২টা বেজে গেলে আদালত বসার সময় ঘনিয়ে আসে। পরে উভয়পক্ষ সুপ্রিম কোর্ট ভবনে প্রবেশ করে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজায় শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে না কাতার?

গাজায় শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে না কাতার?

মণিপুরী ছাত্র‌দের জন্য একটি আলাদা হোস্টেল তৈরির প্রতিশ্রুতি দিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

মণিপুরী ছাত্র‌দের জন্য একটি আলাদা হোস্টেল তৈরির প্রতিশ্রুতি দিলেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আবুধাবীতে চালু হলো ইউএস বাংলার ফ্লাইট

আবুধাবীতে চালু হলো ইউএস বাংলার ফ্লাইট

বিশ্বকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি তরুণদের

বিশ্বকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি তরুণদের

ইরানের হামলার বিষয়ে প্রশ্ন এড়িয়েই যাচ্ছেন ব্লিনকেন

ইরানের হামলার বিষয়ে প্রশ্ন এড়িয়েই যাচ্ছেন ব্লিনকেন

রাজশাহী পবায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

রাজশাহী পবায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য না হওয়ায় দুঃখ প্রকাশ আরব দেশগুলোর

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য না হওয়ায় দুঃখ প্রকাশ আরব দেশগুলোর

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

সিলেটের উপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া !

সিলেটের উপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ কি:মি বেগে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া !

আনোয়ারায় হিট স্ট্রোকে শাহজাদা ছালেহ আহমদ (৭৪) শাহর মৃত্যু

আনোয়ারায় হিট স্ট্রোকে শাহজাদা ছালেহ আহমদ (৭৪) শাহর মৃত্যু

দুবাই পানিতে তলিয়ে যাবার কারণ ক্লাউড সিডিং?

দুবাই পানিতে তলিয়ে যাবার কারণ ক্লাউড সিডিং?

জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জেলেনস্কির

জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জেলেনস্কির

নেতানিয়াহুকে গ্রেপ্তারি করার প্রস্তুতি নিচ্ছে আইসিসি, জরুরি বৈঠক তলব

নেতানিয়াহুকে গ্রেপ্তারি করার প্রস্তুতি নিচ্ছে আইসিসি, জরুরি বৈঠক তলব

বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানাজার কে চট্টগ্রামে বদলী

বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানাজার কে চট্টগ্রামে বদলী

মূল্যস্ফীতিই অর্থনীতিতে বড় সমস্যা

মূল্যস্ফীতিই অর্থনীতিতে বড় সমস্যা

খাদের কিনারে মধ্যপ্রাচ্য

খাদের কিনারে মধ্যপ্রাচ্য

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের প্রশংসনীয় বক্তব্য

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের প্রশংসনীয় বক্তব্য

রাঙ্গুনিয়ায় বলি খেলায় বিজয়ী রুবেল

রাঙ্গুনিয়ায় বলি খেলায় বিজয়ী রুবেল