সরকার পতনে এক দফা আন্দোলন জোরদার করা হবে
৩০ মে ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চলমান সরকার পতনের এক দফা আন্দোলন জোরদার করার অঙ্গীকারের মধ্যদিয়ে চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম মাজার ও নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। এ সময় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের রাজপথে আছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মামলা-হামলা নির্যাতন নিপীড়ন করে বিএনপিকে এই স্বৈরাচার সরকারের পতন আন্দোলন থেকে সরিয়ে রাখা যাবে না। আমাদের আন্দোলন সংগ্রাম চলমান আছে।
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর দিনটি জাতীয় জীবনে খুবই শোকাবহ উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে দেশি বিদেশি ঘৃণ্য ষড়যন্ত্রে বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নির্মমভাবে শাহাদতবরণ করেন। জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সততার প্রতীক। জাতি যখন নেতৃত্বশূন্য দিশেহারা তখনই জিয়াউর রহমান উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। হানাদার বাহিনীর অতর্কিত হামলায় নেতৃত্বহীন হয়ে পড়ে দেশের জনগণ। এমনি এক অনিশ্চয়তার মধ্যে ষোলশহর বিপ্লব উদ্যানে তিনি পাক বাহিনীর বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে প্রতিরোধের মশাল জ্বালিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, এসএম সাইফুল আলম, এসকে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, হারুন জামান, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি প্রমুখ। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

প্রধান বিচারপতিকে তরবারি দেয়াকে নজিরবিহীন বললেন রিজভী

এবার হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে মিলবে এআই চ্যাটবট পরিষেবা

এ কেমন ‘প্রেগন্যান্সি শুট’! হবু মায়ের পরনে শোকের পোশাক!

হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬

ভালো মানুষের সংখ্যা দেশের রাজনীতি থেকে কমে যাচ্ছে : ওবায়দুল কাদের

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

আমজনতা বাংলাদেশ’র ৭১ সদস্যবিশিষ্ট কমিটি, প্রেসিডেন্ট তামিজী, সেক্রেটারি শিহাব

ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর : গবেষণা

বেইজিংয়ের উচ্চভিলাসী লক্ষ্য নিয়ে দিল্লিতে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন

পানির নিচে নতুন এক মহাদেশ আবিষ্কার

কক্সবাজারে ছাড়ের ঘোষণা দিয়ে তিন থেকে পাঁচগুণ বেশি ভাড়া আদায়

আজ ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট

পেছানো হবে না ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা : প্রাণিসম্পদমন্ত্রী

ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার

নাগোর্নো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের

বিয়ের পর ভক্ত আরও বেড়েছে: তাসনিয়া ফারিণ

ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত

সংসদ সদস্য শাহজাহান কামালের মৃত্যুতে প্রেসিডেন্টের শোক

বাঁধনের ‘খুফিয়া’য় শাহরুখ খানও রয়েছেন!

পুলিশি নজরদারিতে বিশ্বের প্রভাবশালী কোম্পানি এভারগ্রান্ডের চেয়ারম্যান