ঢাকা   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১ আশ্বিন ১৪৩০

মেয়র প্রার্থীরা নির্বাচনে কে কত টাকা খরচ করছেন

Daily Inqilab খুলনা ব্যুরো

৩০ মে ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম


খুলনা সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা রাতদিন প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। সারা শহরে চলছে, মাইকিং, মিটিং মিছিল, লিফলেট-হ্যান্ডবিল বিতরণ। নগরী ভরে গেছে পোস্টারে পোস্টারে। নির্বাচনে মেয়র প্রার্থীরা কত টাকা খরচ করছেন-এ প্রশ্ন রয়েছে জনমনে। দৃশ্যত নির্বাচনী প্রচারণার আর প্রায় ১২ দিন বাকী থাকলেও এরই মধ্যে প্রতিদিন কর্মীদের খরচ, মাইকিং খরচ, পোস্টার লিফলেট ছাপানোর খরচ, গাড়ি খরচ, অস্থায়ী ক্যাম্প স্থাপন ইত্যাদিতে কোনো কোনো মেয়র প্রার্থীর মোটা অংকের টাকা খরচ হয়ে গেছে। তবে নির্বাচন কমিশনে সম্ভাব্য যে খরচের হিসাব মেয়র প্রার্থীরা দিয়েছেন, তার সাথে বাস্তব খরচের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন পাঁচ প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ও জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেনের প্রচার প্রচারণা সেভাবে এখনো চোখে পড়ছে না। মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আউয়াল। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ব্যপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। তার হয়ে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করবেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। মেয়র পদের সম্মানী ও ভাতা’র টাকা দিয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অন্যদিকে শ্বশুরালয়ের সহযোগিতায় নির্বাচন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আ. আউয়াল। নিজের আয় ও ভাই- বোনের সহযোগিতায় নির্বাচন করবেন জাকের পার্টির এসএম সাব্বির হোসেন। নির্বাচনি ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণীতে প্রার্থীরা এসব তথ্য দিয়েছেন।
সূত্রে জানা যায়, জাতীয় পার্টির প্রার্থী মধু মেয়র পদের নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় করবেন ২৪ লাখ ৫০ হাজার টাকা। যা চার প্রার্থীর নির্বাচনি ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি। তার অর্থের উৎস নিজ ব্যবসা। তিনি আত্মীয়স্বজনের কাছ থেকে কোনো ঋণ বা স্বেচ্ছাপ্রণোদিত দান নিচ্ছেন না। সম্ভাব্য ব্যয়ের খাতে তিনি উল্লেখ করেছেন, ৩০ হাজার পোস্টারে ৯০ হাজার টাকা, পাঁচটি নির্বাচনি ক্যাম্প/অফিস স্থাপন ও কর্মীদের খরচ এক লাখ ২৫ হাজার টাকা, প্রার্থীর কেন্দ্রীয় ক্যাম্পে খরচ ১৫ হাজার টাকা, প্রার্থীর যাতায়াত খরচে ৬০ হাজার টাকা, ঘরোয়া বৈঠক/সভায় ৭০ হাজার টাকা, লিফলেট খরচ এক লাখ পাঁচ হাজার টাকা, হ্যান্ডবিল খরচ এক লাখ ১৫ হাজার টাকা, ডিজিটাল ব্যানারে ৭৯ হাজার ৭৫০ টাকা, পথসভা খরচে এক লাখ টাকা, মাইকিং খরচ এক লাখ ৯৭ হাজার ৫৫০ টাকা, অফিস আপ্যায়ন খরচ ৩০ হাজার টাকা, কর্মী বাবদ খরচ পাঁচ লাখ ৬০ হাজার টাকা, টেলিভিশন বা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার বাবদ ৫০ হাজার টাকা, পুলিং এজেন্ট বাবদ দুই লাখ ২৯ হাজার ৬০০ টাকা খরচ করবেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচনের সম্ভাব্য ব্যয় করবেন মেয়র পদে থাকা অবস্থায় পাওয়া সম্মানী ও ভাতার আয়ের উৎস থেকে। তার নির্বাচনের সম্ভাব্য ব্যয় ২০ লাখ টাকা টাকা। তিনিও কোনো ঋণ বা অনুদান নিচ্ছেন না। নির্বাচনের জন্য তিনি এক লাখ পোস্টারের জন্য ব্যয় করবেন সাড়ে পাঁচ লাখ টাকা, পাঁচটি থানার নির্বাচনি ক্যাম্পের জন্য এক লাখ ৫৪ হাজার টাকা, প্রার্থীর কেন্দ্রীয় ক্যাম্পের জন্য এক লাখ ২৪ হাজার টাকা, প্রার্থীর যাতায়াত ব্যয় ৮৫ হাজার টাকা, ঘরোয়া বৈঠকের জন্য ৩৭ হাজার টাকা, লিফলেট বাবদ এক লাখ ৫০ হাজার টাকা, হ্যান্ডবিলে এক লাখ টাকা, ব্যানারের জন্য ৬৯ হাজার ৭৫০ টাকা, ডিজিটাল ব্যানারে ৫২ হাজার ৭০০ টাকা, পথসভায় ৬২ হাজার টাকা, মাইকিংয়ে এক লাখ ৭২ হাজার ৮০০ টাকা, ৩১টি পোট্রেটে খরচ ৪৬ হাজার ৫০০ টাকা, নির্বাচনি প্রতীক খরচ ৪৯ হাজার ৬০০ টাকা, অফিস আপ্যায়ন খরচ ১৯ হাজার ২০০ টাকা, কর্মী বাবদ খরচ দুই লাখ ৯৭ হাজার ৬০০, মিডিয়ায় প্রচারের জন্য ১০ হাজার টাকা, বিবিধ খাতে ১৫ হাজার টাকা খরচ করবেন।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. আ. আউয়ালের নির্বাচনের সম্ভাব্য ব্যয় ছয় লাখ ৮৫ হাজার টাকা। এ টাকার মধ্যে এক লাখ টাকা তার শিক্ষকতা ও ব্যবসা থেকে, এক লাখ টাকা শ্বশুর আ. ওহাব এবং এক লাখ টাকা শ্যালক আবু উবায়দার কাছ থেকে ঋণ, এক লাখ ২০ হাজার টাকা দুই ভাইয়ের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত প্রদত্ত দান, এক লাখ ৫০ হাজার টাকা আত্মীয় ব্যতীত দুই ব্যক্তির কাছ থেকে ধার, ৭০ হাজার টাকা আত্মীয় ব্যতীত স্বেচ্ছাপ্রণোদিত দান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা থেকে স্বেচ্ছায় দান ৪৫ হাজার টাকা নিয়ে নির্বাচন করবেন।
জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেনের নির্বাচনি ব্যয় পাঁচ লাখ ৩৫ হাজার টাকা। এর মধ্যে প্রার্থীর নিজ ব্যবসা থেকে ৬৫ হাজার টাকা, ভাই ফারুক হোসেনের কাছ থেকে দুই লাখ টাকা ও বোন মরিয়ামের কাছ থেকে ৫০ হাজার টাকা, আত্মীয় ছাড়া এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা, জাকের পার্টির খুলনা মহানগর সদস্যদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা দান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। মেয়র প্রার্থীদের সঙ্গে আলাপকালে তারা জানান, নির্বাচন কমিশনে যে ব্যয় উল্লেখ করা হয়েছে সেটা সম্ভাব্য ব্যয়। নির্বাচনের পর নির্বাচন কমিশনকে ব্যয়ের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাকিরের বিবর্ণ অভিষেক, ফিরলেন তানজিদও

জাকিরের বিবর্ণ অভিষেক, ফিরলেন তানজিদও

যে দোকানে ১০ টাকায় পাবেন গরুর মাংস, ৪৫ টাকায় ইলিশ!

যে দোকানে ১০ টাকায় পাবেন গরুর মাংস, ৪৫ টাকায় ইলিশ!

পদোন্নতি ও বৈষম্য সমাধানের দাবি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ইউনিটের

পদোন্নতি ও বৈষম্য সমাধানের দাবি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ইউনিটের

নোয়াখালীতে ডিটারজেন্ট-কলমের মেশিনসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ, মালিক পলাতক

নোয়াখালীতে ডিটারজেন্ট-কলমের মেশিনসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ, মালিক পলাতক

কোরআন শরীফ পোড়ানোয় বন্দীকে মারধর, ছেলের জন্য গর্বিত কাদিরভ

কোরআন শরীফ পোড়ানোয় বন্দীকে মারধর, ছেলের জন্য গর্বিত কাদিরভ

কারাবাখে অভিযান চালাতে আজারবাইজান ‘বাধ্য’ হয়েছে: এরদোগান

কারাবাখে অভিযান চালাতে আজারবাইজান ‘বাধ্য’ হয়েছে: এরদোগান

লন্ডন পুলিশে ‘বিদ্রোহ’, সংঘাতের আশঙ্কায় তৈরি সেনাবাহিনী

লন্ডন পুলিশে ‘বিদ্রোহ’, সংঘাতের আশঙ্কায় তৈরি সেনাবাহিনী

২ শিক্ষার্থী খুন! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত মণিপুরে

২ শিক্ষার্থী খুন! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত মণিপুরে

কুখ্যাত নাৎসিকে পার্লামেন্টে সম্মান! এবার রাশিয়ার রোষের মুখে কানাডা

কুখ্যাত নাৎসিকে পার্লামেন্টে সম্মান! এবার রাশিয়ার রোষের মুখে কানাডা

বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায়: ১২ জনের ১০ বছর, ৪ জনের ৭ বছর সাজা: ৩ জনের বেকসুর খালাস

বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায়: ১২ জনের ১০ বছর, ৪ জনের ৭ বছর সাজা: ৩ জনের বেকসুর খালাস

পোল্যান্ডের সেনা আধুনিকীকরণে ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

পোল্যান্ডের সেনা আধুনিকীকরণে ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে অনিয়ন্ত্রিত সিম কার্ড পাবেন বিদেশি পর্যটকরা

ইরানে অনিয়ন্ত্রিত সিম কার্ড পাবেন বিদেশি পর্যটকরা

হ্যাঙজুতে ইতিহাস গড়ে খুশি ইরানি নারী সাইক্লিস্ট পারতোজার

হ্যাঙজুতে ইতিহাস গড়ে খুশি ইরানি নারী সাইক্লিস্ট পারতোজার

বৃদ্ধদের বয়সীরা আক্রান্ত হচ্ছে আলজাইমার রোগে

বৃদ্ধদের বয়সীরা আক্রান্ত হচ্ছে আলজাইমার রোগে

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক

ঝিনাইদহে রোডমার্চের উদ্বোধনী সভায় জনতার ঢল

ঝিনাইদহে রোডমার্চের উদ্বোধনী সভায় জনতার ঢল

মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই তিন ভারতীয় ক্রীড়াবিদ

মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই তিন ভারতীয় ক্রীড়াবিদ

নর্ড স্ট্রিম বিস্ফোরণ: তদন্ত রিপোর্টে চমকপ্রদ তথ্য

নর্ড স্ট্রিম বিস্ফোরণ: তদন্ত রিপোর্টে চমকপ্রদ তথ্য

নাগোর্নো-কারাবাখ ছেড়েছে ছয় হাজার জাতিগত আর্মেনীয়

নাগোর্নো-কারাবাখ ছেড়েছে ছয় হাজার জাতিগত আর্মেনীয়

ফের ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!

ফের ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন!