পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীকে ১০ বিলিয়ন রুপির মানহানি নোটিস
৩০ মে ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেলকে মানহানির নোটিস পাঠিয়েছেন। তার অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির তাকে নিয়ে অন্যায়, ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, ভুল এবং মানহানিকর মন্তব্য করেছেন। এ জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে তিনি মন্ত্রীর বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করবেন।
জানা গেছে, গত ২৬ মে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের মেডিকেল রিপোর্ট নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেন আব্দুল কাদির। ইমরান খানের দাবি, তার মেডিকেল রিপোর্ট পুরোপুরি তার ব্যক্তিগত গোপনীয়তার বিষয়। সেটিকে প্রকাশ্যে এনে মিথ্যাচার করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সেদিন স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ইমরান খানের পায়ে কোনো ক্ষত নেই। তার রক্ত পরীক্ষা করতে গিয়ে এতে এলকোহল এবং অবৈধ মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি ইমরান খানের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন স্বাস্থ্যমন্ত্রী। ওই ঘটনাতেই ক্ষিপ্ত হয়েছেন ইমরান খান। তিনি নোটিসে বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি যেভাবে সংবাদ সম্মেলন করে আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন, তার ক্ষমা চাওয়ার ধরনও একদম সেরকমই হতে হবে। তাকে স্বীকার করতে হবে যে, তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন। আর যদি তিনি তা না করেন, তাহলে তার বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করা হবে।
ইমরান খান আরও জানান, ওই অর্থ তিনি শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করে দেবেন। ভবিষ্যতে যাতে আব্দুল কাদির এ ধরণের অবমাননাকর বিবৃতি দেয়া থেকে বিরত থাকেন সেই কথাও বলা হয়েছে ইমরানের ওই নোটিসে। মন্ত্রীকে ইমরান খান ১৫ দিন সময় দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। এরপরই তিনি আইনি ব্যবস্থা নেবেন।
এদিকে, সোমবার টাইমস অব লন্ডনকে দেয়া সাক্ষাতকারে ইমরান খান জোর দিয়ে বলেছিলেন যে, তার হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা এবং সামরিক আদালতের বিচারের ভয়ঙ্কর হুমকি সত্ত্বেও, তার রাজনৈতিক আন্দোলন আগের চেয়ে শক্তিশালী হয়েছে। ‘আমি দুর্বল অবস্থানে আছি বলে আলোচনা করতে চাইছি বলে মনে করবেন না,’ তিনি ক্ষমতা ফিরে পাওয়ার লড়াই শেষ করার কথা ভাবছেন কিনা জানতে চাইলে বলেছিলেন। তিনি আরও বলেন, ‘আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কি পিছিয়ে যাবো এবং যারা ক্ষমতায় আছে তাদের দাস হয়ে বেঁচে থাকব? আমি এমন একজন ব্যক্তি যে সবসময় স্বাধীন।’ সূত্র : টাইমস অব লন্ডন, ডন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

প্রধান বিচারপতিকে তরবারি দেয়াকে নজিরবিহীন বললেন রিজভী

এবার হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে মিলবে এআই চ্যাটবট পরিষেবা

এ কেমন ‘প্রেগন্যান্সি শুট’! হবু মায়ের পরনে শোকের পোশাক!

হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬

ভালো মানুষের সংখ্যা দেশের রাজনীতি থেকে কমে যাচ্ছে : ওবায়দুল কাদের

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

আমজনতা বাংলাদেশ’র ৭১ সদস্যবিশিষ্ট কমিটি, প্রেসিডেন্ট তামিজী, সেক্রেটারি শিহাব

ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর : গবেষণা

বেইজিংয়ের উচ্চভিলাসী লক্ষ্য নিয়ে দিল্লিতে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন

পানির নিচে নতুন এক মহাদেশ আবিষ্কার

কক্সবাজারে ছাড়ের ঘোষণা দিয়ে তিন থেকে পাঁচগুণ বেশি ভাড়া আদায়

আজ ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট

পেছানো হবে না ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা : প্রাণিসম্পদমন্ত্রী

ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার

নাগোর্নো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের

বিয়ের পর ভক্ত আরও বেড়েছে: তাসনিয়া ফারিণ

ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির প্রথম জানাজা অনুষ্ঠিত

সংসদ সদস্য শাহজাহান কামালের মৃত্যুতে প্রেসিডেন্টের শোক

বাঁধনের ‘খুফিয়া’য় শাহরুখ খানও রয়েছেন!

পুলিশি নজরদারিতে বিশ্বের প্রভাবশালী কোম্পানি এভারগ্রান্ডের চেয়ারম্যান