লিফলেট বিতরণকালে জাপা কর্মীর ওপর হামলা
০২ জুন ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১০:৩৯ পিএম
প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক প্রচারণার নেমেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকাল সকাল ১০টায় সিলেট জালালাবাদ গ্যাস মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন। প্রথমে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করা ৭ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। এরমধ্যে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক (গোলাপফুল)। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) এবং মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করবেন নির্বাচনে।
প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীর। নগরীতে মাইকিং করে জানান দিতে শুরু করেছেন। কোন কোন ওয়ার্ডে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল-মিটিং-উঠান বৈঠকে নেমেছেন। এছাড়া তাদের সমর্থনে বেশ কয়েকটি ওয়ার্ডে মোটরসাইকেলের শোভাযাত্রা করেন। প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিকদের জানান, আচরণবিধি মেনেই ২১ জুনের নির্বাচনের প্রচারণা করবেন তিনি। জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল আগামীতে সিলেট সিটিকে সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়তে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান। পরে নগরীর মেন্দিবাগ ও শাহজালাল উপশহর এলাকায় লিফলেট বিলির মাধ্যমে প্রচারণা শুরু করেন বাবুল। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান জানান, নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স ২০ শতাংশ কমানো ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পেতে বিড়ম্বনা থেকে মুক্তি দিতে উদ্যোগ নেওয়ার কথা।
সিসিক নির্বাচনে চ‚ড়ান্ত লড়াইয়ে মোট ৭ জন মেয়র এবং ৩৭২ জন কাউন্সিলর প্রতিদ্ব›িদ্বতা করছেন। ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি। ২০০২ সালে সিসিক প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ।
এদিকে, জাতীয় পাটি মনোনিত প্রার্থী নজরুল ইসলাম বাবুলের সর্মথক রাইয়ান আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লিফলেট বিতরণকালে এ হামলার ঘটনা ঘটে। গতকাল জুম্মার নামাজের পর নগরীর শামীমাবাদ এলাকায় প্রচারণা করছিলেন বাবুল সমর্থক রাইয়ান। মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বসির জানান, লিফটলেট বিতরনের সময় ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরুজ মিয়া প্রথমে বাধা দেন। এসময় তুষারের নেতৃত্বে তার উপর হামলা চালায়। এসময় লিফলেট নিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এব্যাপারে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরুজ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। আহত রাইয়ান আহমদ বলেন, আমি লিফলেট বিতরনের সময় তুষারের নেতৃত্বে ১০-১২ জন এসে আমার উপর হামলা চালিয়ে আমার মোবাইল, নগদ টাকা, লিফট ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা মারপিঠ করে আমাকে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন