ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতায় বরিশাল সিটি নির্বাচন

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০২ জুন ২০২৩, ১০:৪০ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১০:৪০ পিএম

নানা অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে এখনো মোটামুটি সহনীয় পরিস্থিতিতে বরিশাল সিটি নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ১২ জুন যতই ঘনিয়ে আসছে, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের স্নায়ুচাপ বৃদ্ধির সাথে প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। সাথে রয়েছে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের প্রতিযোগীতাও। আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে এ নগরী থেকে নির্বাচনী আচরণ বিধিকে অনেক আগেই নির্বাসনে দিয়েছেন প্রার্থীরা। বিভিন্ন আচরণ বিধি ভঙ্গের পরে নতুন করে গত ৩দিন ধরে নগরী জুড়ে মোটর সাইকেলের মহড়া নগরবাসীকে আতঙ্কিত করার সাথে নির্বাচন কমিশনের ভ‚মিকা নিয়েও প্রশ্ন তৈরি করছে। আচরন বিধিকে পাশে সরিয়ে রেখে মূল মেয়র প্রার্থীদের সকলেই নগরীর প্রতিটি ওয়ার্ডেই নির্বাচনী অফিস খুলে বসেছেন। কোন কোন ওয়ার্ডে একাধিক অফিসও করেছেন মেয়র প্রার্থীগন। অথচ নির্বাচনী আচরন বিধি অনুযায়ী কোন মেয়র প্রার্থীরই গোটা নগরীতে ৩টির বেশি নির্বাচনী অফিস করার বিধান নেই। এ ধরনের আরো অনেক বিধি বিধান ইতোমধ্যে পাশে সরিয়ে রেখেছেন মূল প্রার্থীরা। কাউন্সিলরদের চেয়ে মূল ৩ মেয়র প্রার্থীই আচরন বিধি ভঙ্গের প্রতিযোগীতায় লিপ্ত বেশি বলে অভিযোগ রয়েছে। কিন্তু এসব কিছু দেখেও অনেকটা স্বেচ্ছা অন্ধত্বে ভুগছেন নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচনী প্রচারনায় ধর্মীয় অনুভ‚তিতে আঘাত হানার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত করতে রিটার্নিং অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৩ মহিলা কাউন্সিলর প্রার্থীসহ ১৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একইভাবে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপনকেও নোটিশ দেয়া হয়েছে। তিনি সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামালের পুত্র।

এদিকে গতকাল জুমাবার বিভিন্ন মেয়র প্রার্থীগন নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে সবার কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে, ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিম ২৮ নম্বর ওয়ার্ডের সিদ্দিকিয়া জামে মসজিদে এবং জাতীয় পার্টি প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নগরীর ২২ নম্বর ওয়ার্ডের নজরুল সড়কের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ইসলাম সবসময় শান্তির বার্তা দেয়। দলাদলি, দুর্নীতি, ত্রাসের রাজনীতি এবং জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ লোপাট করার শিক্ষা ইসলাম দেয় না। সুতরাং আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি সেহেতু আমি মেয়র হিসেবে বিজয়ী হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য অনুযায়ী বরিশালের দল ও মতের মানুষের জন্য বরিশালকে নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। মুফতী ফয়জুল করীম বরিশাল সদরের বাসিন্দা হয়ে হঠাৎ সিটিতে ভোট ট্রান্সফার করে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন কেন? গণমাধ্যম কর্মীদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে আমিই বরিশাল সদরের বাসিন্দা। সে হিসেবে এখানে নির্বাচন করার অধিকার সবার থাকলেও আমার প্রায়োরিটি অন্যদেও তুলনায় বেশি হবার কথা।

গতকাল শুক্রবার নথুল্লাবাদ সিদ্দীকি জামে মসজিদে জুমার সালাত আদায়ের পর মসজিদ প্রাঙ্গনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। বিকেলে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল ২৪নং ওয়ার্ড দাবারি বাড়ি এলাকা, ২৫নং ওয়ার্ড গাউছিয়া সড়ক ও কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড, রজ্জব আলী খান মসজিদ এলাকা, রূপাতলী বাসস্ট্যান্ড এবং ভ‚ঁইয়া বাড়ী জামে মসজিদ এলাকায় গণসংযোগ করেন।

এদিকে গত ৫ বছরে বরিশাল সিটি করপোরেশন থেকে বিধি বহিভর্‚তভাবে যেসব কর্মকর্তা ও কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের প্রায় সবাই জোটবদ্ধভাবে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে প্রচারনায় নেমেছেন। গত পাঁচ বছরে বরিশাল সিটি করপোরেশনের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে কোন ধরনের নোটিশ বা যথাযথ আইনী প্রক্রিয়া ব্যতিরকেই চাকুরিচ্যুত করা হয়েছে। আরো অন্তত ২৫ জনকে ওএসডি করা হয়েছে। যাদের বেশিরভাগের বেতন-ভাতা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিধি বহিভর্‚তভাবে। অথচ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোন সরকারিÑআধা সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ৬ মাসের বেশি ওএসডি রাখা যাবে না। কিন্তু বরিশাল সিটি করপোরেশনে অনেক কর্মকর্তা-কর্মচারীকে বছরের পর বছর ওএসডি করে রাখার পাশাপাশি বেতন-ভাতা প্রদান বন্ধ রাখা ছাড়াও কিছু কর্মকর্তাকে ওএসডি না করে বেতন-ভাতা প্রদান করা হলেও অফিসে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে ইতোমধ্যে আদালতে একাধিক মামলা দায়েরের পরে কৈফিয়ত তলব করা হয়েছে। তবে তার বেশিরভাগেরই জবাব দেয়নি নগর ভবন।

নির্বাচনী পর্যবেক্ষকদের মতে, আসন্ন নগর পরিষদকে এসব কর্মকর্তা-কর্মচারীদের ওএসডি করে রাখার সাথে বেতন বন্ধসহ চাকুরিচ্যুতির বিষয় নিয়ে যথেষ্ঠ বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হতে হবে।
এদিকে ১২ জুনের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বরিশাল মহানগরী এখন প্রচারনায় ব্যস্ত। ভোট গ্রহনের দিন এগিয়ে আসার সাথে প্রার্থী ও কর্মীদের সাথে ভোটারদের মধ্যেও এতদিনের কৌতুহল ধীরে আলোচনায় রূপ পাচ্ছে। তবে মূল বিরোধী দলহীন এ নির্বাচনে এখনো ভোটারদের মনে তেমন কোন প্রভাব না ফেললেও আগ্রহ কিছুটা বেড়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী দলহীন এ নির্বাচনে ভোটারদের আগ্রহ গাজীপুরের চেয়ে বেশি নাও হতে পারে। ফলে ৫০ ভাগের বেশি ভোটারকে এ নির্বাচনে ভোটের দিন কেন্দ্রে নেয়া সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন নির্বাচনী পর্যবেক্ষকগনও। এখনো নির্বাচন কমিশনের সাথে কাউন্সিলরদের কাছেও ভোটারদের কেন্দ্রে নেয়াটা অন্যতম দুঃশ্চিন্তার বিষয় হয়ে আছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর