সিদ্ধান্তের অপেক্ষায় আইনজীবীরা
০৩ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০১:০১ এএম
প্রধান বিচারপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সিনিয়র আইনজীবীরা। বিচার বিভাগ সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে-এই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।
গত ২৩ মে ‘একজন চীফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ শীর্ষক বক্তব্য প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। তার এ বক্তব্য পরদিন ২৪ মে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর দৃষ্টিতে আনেন বর্ষীয়ান আইনজ্ঞ ব্যারিস্টার এম.আমীর উল ইসলামের নেতৃত্বে বেশ ক’জন সিনিয়র আইনজীবী। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে বিষয়টি তিনি তুলে ধরেন। প্রতিবেদনের অংশ বিশেষ পাঠ করে তিনি বলেন, সংক্ষুব্ধ! বাংলাদেশের জনগণ বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে। মেয়র বলেছেন একজন চীফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম, মানবজমিনে এসেছে। গর্ব করে, যা দুর্ভাগ্যজনক।
প্রতিবেদন উদ্ধৃত করে ব্যারিস্টার এম.আমীর-উল ইসলাম বলেন, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে।...মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুও দেয়ার সেটিও জানি। একজন চীফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনে সাব কমিটির প্রধান ) মনে করতাম ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে ! সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস এমন মন্তব্য করেন বলে উল্লেখ করেন ব্যারিস্টার এম.আমীর-উল ইসলাম। পরে তিনি প্রতিবেদনের পুরোটা পড়তে শুরু করেন। তখন
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা একটু দেখি। এখন কোর্টের কাজ করি। আমীর-উল ইসলাম জানতে চান, বিষয়টি কি ‘ফুল কোর্টে আসবে?’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘আমরা পড়ি, পড়ে দেখি। কী করতে হবে না হবে, সিদ্ধান্ত নিতে হবে না?’
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল, সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন , সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজউদ্দিন ফকীরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আদালত থেকে বেরিয়ে সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য আমীর-উল ইসলাম বলেছিলেন, এটি বড় রকমের অবক্ষয়। এ জন্য আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম। আদালত বলেছেন, তাঁরা দেখবেন। আমরা প্রত্যাশা করছি পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বক্তব্যে বিচার বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ মন ক্ষুন্ন হয়েছে। সারা দেশের মানুষ বিচারব্যবস্থার দিকে তাকিয়ে থাকে। বিচারকদের কথা শুনলে গ্রামের একজন চাষীও মনে করেন, সেখানে ন্যায়বিচার পাব।’
এ ঘটনার পর ১০ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু আপিল বিভাগ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একটি সেমিনারে যোগ দিতে চলে যান দক্ষিণ কোরিয়া। এ সপ্তায় তাঁর ফিরে আসার কথা। সিনিয়র অ্যাডভোকেট মো: জয়নুল আবেদীন বলেন, আমরা আশায় আছি। দেখি তিনি (প্রধান বিচারপতি) কী করেন !
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১৬ দিন
সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক অনুষ্ঠিত
পিলখানা হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি ও ৩ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
ইরানের নতুন আত্মঘাতী ড্রোনে আতঙ্কে ইসরাইল!
চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবি ডিসিকে স্মারক লিপি
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে “আমরা -৮৪”-বন্ধুদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ
সরকারী ট্রেনের শিডিউল বিপর্যয়ের সুবিধা নিচ্ছে বেসরকারি ট্রেন কোম্পানি
একযুগ পর জাপান প্রবাসী দূলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আহত ৫
নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের
সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীন বরণ সম্পন্ন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন