ড. ইউনূসের বিরুদ্ধে মামলা শুনানিতে অপারগতা
০৫ জুন ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৩ এএম
নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া কর ফাঁকির মামলার শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে মামলাটি একবার শুনানির কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছিলো। বিচারপতি ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ অপরাগতা প্রকাশ করেন।
ড. মুহাম্মদ ইউনূসের ১১শ কোটি টাকা কর ফাঁকির মামলার শুনানির তারিখ ধার্য ছিলো গতকাল। শুনানি শুরুর আগে আদালত জানান, কনিষ্ঠ বিচারপতি (এসএম মনিরুজ্জামান) এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেছিলেন। কাজেই তারা এটি শুনতে পারবেন না। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে মামলাটি পাঠিয়ে দেয়া হয়। এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বেঞ্চ ঠিক করে দিলে ওই বেঞ্চে এ মামলার শুনানি হবে।
গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল ও অ্যাডভোকেট সরদার জিন্নাত আলী।
এর আগে গত ৭ মে ইউনূস ১১শ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন মর্মে হাইকোর্টকে জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হাইকোর্টকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ২০১২-১৭ এই পাঁচ বছরে ১১শ’ কোটি টাকা কর ফাঁকি দেয়া হয়েছে। এর আগে ড. ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে সরকারপক্ষ। তাদের বক্তব্য, সরকারের পাওনা অর্থগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম কর্মচারিদের কল্যাণে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ কোটি টাকা, গ্রামীণ কল্যাণের অন্য একটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীর টেলিকমের একটিতে ২১৫ কোটি টাকা। এরই মধ্যে ড. ইউনূসের ব্যক্তিগত ও তার প্রতিষ্ঠিত ৯টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠিও দিয়েছিল দুদক। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দপ্তরকে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছিলো। গত ৯ মে মামলাটি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) থেকে বাদ দেন আদালত। এ ধারাবাহিকতায় গতকাল মামলাটি শুনানির জন্য ওঠে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে