চট্টগ্রামে শিল্প কারখানায় উৎপাদনে ধস স্থবির ব্যবসা-বাণিজ্য আমদানি রফতানি কার্যক্রম : মিলছে না চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ

লোডশেডিংয়ে ওষ্ঠাগত প্রাণ

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৫ জুন ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৩ এএম

বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। যখন তখন ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং চলছে। তার উপর অস্বাভাবিক অসহনীয় গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। রাতে-দিনে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শিশু এবং বৃদ্ধ ও অসুস্থদের অবস্থা কাহিল। বিদ্যুতের অভাবে এ অঞ্চলের ভারি, মাঝারি থেকে শুরু করে ক্ষুদ্র শিল্পের উৎপাদনে ধস নেমেছে। বিকল্প উপায়ে কারখানার চাকা সচল রাখতে গিয়ে লোকসান গুণছেন শিল্প মালিকেরা। নজিরবিহীন বিদ্যুৎ সঙ্কটে দেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামের সার্বিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে মার্কেট, বিপণিকেন্দ্র, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম।

চট্টগ্রামে গত কয়েকদিনে চাহিদার এক তৃতীয়াংশ বিদ্যুৎও মিলছে না। প্রচ- তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। কিন্তু পানি ও জ্বালানির অভাবে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় উৎপাদনও কমে গেছে। তাতে লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি প্রতিদিনই রেকর্ড অতিক্রম করছে। চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা প্রায় ১৬শ’ মেগাওয়াট। দিনের বেলায় এর বিপরীতে সরবরাহ মিলছে সর্বসাকুল্যে ৬০০ মেগাওয়াট। বিশেষ এলাকায় সরবরাহ দেয়ার পর যা অবশিষ্ট থাকছে তা দিয়ে পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না।

পিডিবির কর্মকর্তারা বলছেন, জ্বালানি সাশ্রয় করতে দিনের বেলা ডিজেল ও ফার্নেস অয়েল চালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হচ্ছে। আর এ কারণে উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। ফলে দিনের বেলায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে বেশি বিপাকে পড়েছে শিল্পাঞ্চলগুলো। একসময় ভারি শিল্প এলাকাগুলোকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখা হতো। কিন্তু বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এতটাই নাজুক যে শিল্পাঞ্চলগুলোতেও লোডশেডিং করতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিল্প কারখানার উৎপাদন মারাত্মক বিঘিœত হচ্ছে। জেনারেটর দিয়েও উৎপাদনের চাকা সচল রাখা যাচ্ছে না। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়ছে। তাতে লোকসানের মুখে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। অন্যদিকে বৈশি^ক মন্দার কারণে কাঁচামালের দাম বেড়েছে, বিদেশে রফতানিও কমে গেছে। তাতে দান-দেনা বাড়ছে শিল্প মালিকদের। বকেয়া পড়ছে শ্রমিকদের বেতন-ভাতা। ফলে শ্রম অসন্তোষের আশঙ্কা করা হচ্ছে।

ভারি শিল্প কারখানার পাশাপাশি মাঝারি এবং ছোটখাটো কল-কারখানাগুলো অস্তিত্বের সঙ্কটে পড়েছে। বেশিরভাগ ছোট কারখানা সচল রাখার বিকল্প ব্যবস্থা নেই। ফলে বিদ্যুৎনির্ভর এসব কারখানায় রীতিমত ধস নেমেছে। নগরীর মার্কেট, বিপণিকেন্দ্রগুলোতে ক্রেতার হাহাকার চলছে। অসহনীয় গরম তার উপর তীব্র লোডশেডিংয়ে ক্রেতারা মার্কেটমুখি হচ্ছে না। বিদ্যুৎ নেই, তবুও ক্রেতার আশায় জেনারেটর চালিয়ে মার্কেট খোলা রাখছেন ব্যবসায়ীরা। কেনাকাটা নেই, উল্টো ডিজেলের খরচা গুণতে হচ্ছে তাদের। অনেকে পুঁজি ভেঙে খাচ্ছেন। বেকার হতে চলেছে দোকান কর্মচারীরা। এ অবস্থা অব্যাহত থাকলে পথে বসতে হবে ব্যবসায়ী ও দোকান মালিকদের। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্থবির হয়ে পড়েছে।

ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জেনারেটর এবং আইপিএস দিয়েও পরিস্থিতি স্বাভাবিক রাখা যাচ্ছে না। আইপিএস রিচার্জ হওয়ার মত বিদ্যুৎ সরবরাহ মিলছে না। এতে অনলাইন ব্যাংকিংসহ ব্যাংকের যাবতীয় কার্যক্রম বিঘিœত হচ্ছে। তীব্র গরম সেইসাথে নজিরবিহীন লোডশেডিংয়ে শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ চরম বিপাকে পড়েছেন। কাজ করতে গিয়ে গরমে হাঁপিয়ে উঠছেন। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতেও লোডশেডিং চলছে, তাতে রোগীদের অবস্থা আরও কাহিল হয়ে পড়ছে। বিদ্যুতের অভাবে চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগারগুলোর উৎপাদনে ধস নেমেছে। চাহিদার অর্ধেকের কম পানি সরবরাহ করায় নগরজুড়ে রীতিমত হাহাকার চলছে। তীব্র গরম আর লোডশেডিংয়ের সাথে পানির কষ্ট মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রয়োজনীয় গোসলও সারতে পারছেন না অনেকে।

গতকাল সোমবার সকাল থেকে নগরীর সব এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দেয়া হয়। কোন কোন এলাকায় টানা দেড় ঘণ্টা থেকে দুই ঘণ্টা লোডশেডিংয়ের পর আধা ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়। কোথাও আবার আধা ঘণ্টার বেশিও স্থায়ী হয়নি বিদ্যুৎ। তাতে মানুষের জীবন হাঁসফাঁস হয়ে উঠে। তীব্র গরমে নগরজুড়ে ছিল অসহনীয় যানজট। যানজটে আটকা পড়া লোকজনের প্রাণ ওষ্ঠাগত হয়। রাতের বেলায়ও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দেয়া হচ্ছে। প্রচ- গরমে ঘুমাতে পারছে না মানুষ। তাতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। রাতে ঘুম নেই, দিনে কর্মস্থলে গিয়ে গরমে হাঁসফাঁস। এমন দুর্বিষহ জীবন আগে কখনো দেখেনি এ অঞ্চলের মানুষ।

চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলিয়ে ২৫টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুই হাজার ৬০৫ মেগাওয়াট। এসব কেন্দ্রগুলো চালু রাখা গেলে দুই হাজার ৫৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। কিন্তু নানা কারণে উৎপাদন ৮০০ থেকে ১২শ’ মেগাওয়াটের মধ্যে সীমিত থাকছে। পিডিবির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে দিনের বেলায় ৮৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আর পিকআওয়ারে পাওয়া যায় এক হাজার ২৯৪ মেগাওয়াট। অনাবৃষ্টির কারণে কাপ্তাই লেকের পানি অস্বাভাবিকভাবে কমে গেছে। কাপ্তাই পানি বিদ্যুৎ মহাপ্রকল্পের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি বন্ধ হয়ে গেছে। একটি চালু আছে নামমাত্র। শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ। একই এলাকায় বন্ধ আরও একটি বিদ্যুৎকেন্দ্র। রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটও বন্ধ। ফার্নেস অয়েল ও গ্যাসচালিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানি সাশ্রয়ের জন্য বন্ধ রাখা হচ্ছে।

ফলে এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অতীতের সকল রেকর্ড ভেঙে শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। মহানগরীতে রাতে-দিনে ২৪ ঘণ্টায় প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ দেয়া যাচ্ছে না। জেলা-উপজেলায় পরিস্থিতি আরও শোচনীয়। গ্রামের মানুষ বলছে, বিদ্যুৎ এখন যায় না মাঝেমধ্যে আসে। বিগত দেড় দশকে বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে এ অঞ্চলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু তার সুফল পাচ্ছে না গ্রাহকেরা। বিদ্যুৎ খাতে এ নাজুক অবস্থায় রীতিমত ক্ষুব্ধ, বিক্ষুব্ধ সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম, অফিস-আদালতের আড্ডায়, আলোচনায় মানুষ তাদের ক্ষোভ ঝাড়ছে। পরিস্থিতির উন্নতি কবে হবে তা খোদ পিডিবির কর্মকর্তারাও বলতে পারছেন না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি
আরও

আরও পড়ুন

৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী

৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী

আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু

মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?

মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?

পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ

পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ

ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!

ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!

মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ

মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ

৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের

৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি

বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি

ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের

ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের

কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড

কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড

নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা

চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা

পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!

ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির

সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত

সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত

কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন

কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন

রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি

‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি

কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত