জামালপুরে দুই বাহনের সংঘর্ষে নিহত ৪ পাঁচ জেলায় নিহত হলেন আরো ৬
০৯ জুন ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০২ এএম
দেশের বিভিন্ন জেলায় পৃথক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। এর মধ্যে জামালপুরে চার, কুষ্টিয়ায় তিন, চট্টগ্রামে এক, লালমনিরহাট এক, শ্রীপুরে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত গতকাল শুক্রবার দিনের বিভিন্নসময়ে দুর্ঘটনাগুলো সংঘঠিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠনো তথ্যে’র প্রতিবেদনে-
জামালপুর জেলা সংবাদদাতা জানান, জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত একটি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন আরও ৫ জন। গতকাল দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মুদিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে মো. সোলায়মান, সদর আলীর ছেলে আব্দুল মজিদ, সোবহান আলীর ছেলে জয়নাল মিয়া ও ফয়েজ উদ্দিনের ছেলে সাহেদ আলী।
স্থানীয় ও পুলিশের ভাষ্য মতে, শুক্রবার দুপুরে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা এলাকায় আসলে ট্রাকটি বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. সোলায়মান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।
এছাড়া বাকি আহতদের মধ্যে চালকসহ ৪ জনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অটোরিকশার চালক জয়নালসহ দুজনের মৃত্যু হয়। হতাহতরা ইটাইল থেকে অটোরিকশায় পার্শ্ববর্তী শেরপুরে যাচ্ছিলেন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, রেলওয়ের একটি তেলবাহী ওয়াগনের সঙ্গে হাইড্রোজেন পার-অক্সাইড ক্যাপসুল নিয়ে কন্টেনারবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোয়াজ্জেম হোসেন লাবলু নামে ওই ব্যক্তির বাসা নগরীর পূর্ব মাদারবাড়ীর হাজী আব্দুল গনি মিস্ত্রির বাড়িতে। দুর্ঘটনায় বিমানবন্দর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নগরীর বন্দর থানার সল্টগোলা রেলক্রসিং এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। দুটি দাহ্যপদার্থবাহী বাহনের সংঘর্ষ হওয়ায় বিপজ্জনক পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অবস্থান নেন। এলাকা থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩ জন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হাবিবা নামে এক শিশু রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়। নিহত শিশু মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের হাসান আলীর মেয়ে। সকালে শিশু হাবিবা তার বাবার সাথে মোটরসাইকেলের পিছনে চড়ে মিরপুরের একটি বেসরকারি ক্লিনিকে সদ্য জন্ম নেয়া ছোট বোনকে দেখে বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রিজের নিকট পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে শিশু হাবিবা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে। এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহী হাসেম বেপারী নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত হাসেম বেপারী খাজানগর উত্তপাড়া এলাকার গাজী বেপারীর ছেলে। তিনি রাইস মিলের মিস্ত্রি ছিলেন। এছাড়াও খোকসায় দুই মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সম্রাট নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে খোকসা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আমতলীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ, আহত ১৫
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরের বৃন্দাবন এলাকায় টেংরা-ছাতিরবাজার আঞ্চলিক সড়কে ব্যক্তিগত গাড়ি চাপায় ফয়সাল আহমেদ নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদ উপজেলার উত্তর পেলাইদ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন বলে তাঁর স্বজনরা নিশ্চিত করেছেন।
বরগুনা : বরগুনার আমতলীতে আঞ্চলিক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫। গুরতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নেয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি বাজার ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় পরিবহন এবং বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনোয়ার পরিবহন নামের অপর দ্রুত গতির পরিবহন বাসটি পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি ব্রিজ সংলগ্ন পৌঁছলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
লালমনিরহাট : লালমনিরহাটে কালীগঞ্জে-বুড়িমারী মহাসড়কে পাইপ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওমর আলী নামে একজন নিহত হয়েছে। এতে আরও ২ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি, নীলফামারীর আদর্শপাড়া জলঢাকার এলাকার মো. লুতফর রহমানের ছেলে ওমর আলী। আহত ব্যক্তিরা হলেন, নূরমোহাম্মদ, মামুনুর রশিদ সবাই নীলফামারীর আদর্শপাড়া জলঢাকা এলাকার বাসীন্দা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত