শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
০৯ জুন ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০২ এএম
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বনানী থানাধীন শাহরিয়ার কবিরের মহাখালীর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে রাত থেকেই গুজব ছড়িয়ে পড়ে এই ঘটনার শিকার অভিনেত্রী সাফা কবির। কারণ সাফা ‘কবির’ ও শাহরিয়ার ‘কবির’-এই নামের মিল রয়েছে। অনেকের ধারণা, সাফা কবির শাহরিয়ার কবিরের কণ্যা। আসলে সাফা কবিরের বাবার নাম হুমায়ুন কবির সবুজ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো.শহিদুল্লাহ জানান, ৪১ বছর বয়সী মুমুর লাশ বাসার বাথরুমের জানালার সঙ্গে ঝুলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্পিতা কবির ফ৭অস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে শাহরিয়ার কবিরের পরিবারও মুখ খোলেনি।
২০২০ সালের জানুয়ারিতে স্ত্রী হারান শাহরিয়ার কবির। মায়ের মৃত্যুতে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন অর্পিতা কবির। এরপর থেকে তিনি দেশেই বসবাস করছিলেন।
এদিকে লেখক শাহরিয়ার কবিরের বাসা থেকে তার মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় শিকার হয়েছেন মডেল- অভিনেত্রী সাফা কবির। খবর প্রচার করা হয় সাফা কবিরের নাম দিয়ে। ফেইসবুকে ওই তথ্য ভাইরাল হয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফেইসবুকে সাফা লেখেন, “না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।”
সোশাল মিডিয়ায় ট্যাগে ট্যাগে নাজেহাল সাফাকে ব্যাখ্যা দিতে হয়েছে যে, তিনি ‘সুস্থ আছেন’।
গতকাল শুক্রবার দুপুরে সাফা কবির তার ফেইসবুক পেইজে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই ঘটনায় বিব্রত। সাফা লেখেন, “একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। সুস্থ আছেন জানিয়ে সাফা লেখেন, ্রআমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাফা কবির সম্পর্কে ‘বাবা ও মেয়ে’- এমন একটি কথা কয়েক বছর আগে ছড়ায় এক ধর্মীয় বক্তার কথায়।
সেই বক্তা দাবি করে বসেন, শাহরিয়ার কবির, খুশি কবির, সাফা কবির সবাই এক পরিবারের সদস্য। পরে তিন জনই তাদের কোনো পারিবারিক সম্পর্ক না থাকার কথা নিশ্চিত করেন।
বিভিন্ন গণমাধ্যমে সাফা কবিরের জন্ম সাল উল্লেখ করা হয়েছে ১৯৯৪ সাল। সে হিসেবে তার বয়স এখনও ৩০ হয়নি। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি