ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
প্রাণিসম্পদমন্ত্রী

আধুনিক ৪৫০টি মৎস্যজীবী গ্রাম হচ্ছে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১১ জুন ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশের মৎস্য খাতে অভাবনীয় বিপ্লব হয়েছে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মৎস্য খাতকে আরও যুগোপযোগী করতে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট চলছে। এ প্রকল্পের আওতায় দেশে ১০০টি মডেল ভিলেজ ও ৪৫০টি আধুনিক মৎস্যজীবী গ্রাম উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির বাজার সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সুনীল অর্থনীতি সুফল অর্জনে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামীণ মৎস্য চাষি ও জেলেদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জেলে নিবন্ধন ও পরিচয়পত্র, স্মার্টকার্ড প্রদান এবং ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ১৫ হাজার মৎস্যজীবীকে ডিজিটাল আইডি কার্ড এবং এক হাজার মৎস্যজীবীকে স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়েছে। শ ম রেজাউল করিম বলেন, আমরা মৎস্যজীবীদের স্মার্টকার্ড দিচ্ছি। এতে তিনি ভারত বা মিয়ানমার যেখানে মাছ ধরতে যাক, কোনো সমস্যা হবে না। কোথাও তাকে ধরলে তিনি কার্ড দেখালেই ছেড়ে দেবে। আগে যেটা হতো, ভারত বা মিয়ানমার অংশে মৎস্যজীবী ধরা পড়লে তাকে কোর্টে চালান করে তার ট্রলার রেখে দিত। এতে তিনি নানা হয়রানির মধ্যে পড়তেন। তিনি বলেন, মৎস্য আহরণ ও বিতরণ বাড়ানোর জন্য দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠান দিয়ে নিয়মিত সার্ভে (সমীক্ষা) করাচ্ছি। কতটুকু মাছ আছে, ভবিষ্যতে কোন কোন মাছ নিয়ে গবেষণো করা যায় তা নিয়মিত দেখা হচ্ছে। একইসঙ্গে বিলুপ্ত ৩২টি দেশীয় মাছ ফিরিয়ে আনা হয়েছে, যা নিয়মিত চলমান। এসব কার্যক্রমের ফলে একসময়ের ইলিশের আকাল দেশ এখন ইলিশ উৎপাদনে অতীতের সব রেকর্ড ভেঙেছে।

মন্ত্রী বলেন, কক্সবাজারে শুঁটকি পল্লী বানানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই পল্লীটি হবে শতভাগ আধুনিক। এতদিন একটি অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি তৈরি হতো। এখন মাছ আহরণ থেকে শুরু করে একজন কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত হাতের কোনো কাজ থাকবে না। অর্থাৎ মৎস্য খাতকে পুরোপুরি আধুনিকায়ন করার জন্য যা যা করার তাই করা হচ্ছে। শ ম রেজাউল করিম জানান, আগামী ১৯-২১ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক একটি মৎস্য সম্মেলন হবে। সেখানে ২২-২৩ দেশের ফিশারিজ এক্সপার্টরা আসবেন। তারা মৎস্য চাষ, আহরণ, বিপণন নিয়ে আধুনিক পদ্ধতি ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় করবে। তাদের সেই অভিজ্ঞতা আমরা নেব। মাছকে আধুনিক খাবারের সঙ্গে কীভাবে সমন্বয় করা যায় তা নিয়ে কাজ করছি উল্লেখ করে তিনি বলেন, গতানুগতিক মাছ বাচ্চারা খেতে চায় না, কিন্তু সেই মাছকে যদি চিপস বা ফ্রাই করে দেন তাহলে খায়। তার মানে অন্য পদ্ধতিতে মাছ খাওয়া যায়। শরীরে আমিষ, প্রোটিনসহ অন্যান্য যেসব জিনিস প্রয়োজন তা আমি অন্যভাবে দিচ্ছি। মৎস্য খাতকে আধুনিক করার জন্য অতীতে কোনো পরিকল্পনা ছিল না। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টটি নেওয়া হয়েছে। কোন মাছ দ্রুত বেড়ে ওঠে, কোন মাছ কম গতিতে বাড়ে– এসব নিয়ে এ প্রকল্পের আওতায় গবেষণা চলছে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল আলীম জানান, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দেশের উপকূলীয় ১৬টি জেলার ৭৫টি উপজেলা এবং ১৫০টি ইউনিয়নে মৎস্যজীবীদের প্রশিক্ষণ, প্রণোদনা, মডেল জেলে গ্রাম নির্মাণসহ সমুদ্রে নিয়মিত মনিটরিং করার কাজ হচ্ছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের সহায়তায় প্রকল্পটি ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পটি ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. নাহিদ রশীদ, প্রকল্প এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা