সাত জেলায় সড়কে নিহত ১১, আহত ৯
১১ জুন ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও আরো নয়জন আহত হয়েছে। এরমধ্যে লালমনিরহাটের কালীগঞ্জে দুই বন্ধুসহ ৩ জন, টাঙ্গাইলে ২, গাজীপুরে ২, ঠাকুরগাঁয়ে ২ ও পটুয়াখালী এবং রাজবাড়ীতে একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে কাকিনা মহিপুর তিস্তা শেখ হাসিনার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলী ছেলে মো. শাহ আলম এবং কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজেরা বেগমের ছেলে মো. ওয়াজেদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করছিলেন তারা। পথে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। এর আগে একই দিন পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম নামের আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ট্রাকটি থানার হেফাজতে রয়েছে। তবে চালক ও হেলপার দুজনই পালিয়ে গেছেন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলা এলাকায় সড়ক দুঘর্টনায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে রাজবাড়ী-ফরিদপুর সড়কের কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফুন নাহার রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকায় আব্দুল লতিফের মেয়ে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, সকালে ওই নারীকে গাড়ীতে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ীটি আটকের চেষ্টা চলছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে আরো তিনজন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক সোবাহান উপজেলার রক্তিপাড়া এলাকার মৃত কানছের শেখের ছেলে। আহতরা হলেন, মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার আশরাফুলের ছেলে বিপ্লব ও ঘাটাইল উপজেলার আঞ্জুমসহ অজ্ঞাত আরো একজন।
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, রক্তিপাড়ার বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে অটোভ্যানের চালক মারা যান। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন ও ভ্যানে থাকা একজনসহ তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও আরো ৪ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কমীরা জানান, গতকাল বেলা সাড়ে ১২টা দিকে উপজেলার বালিয়াডাঙ্গী পেট্রোল পাম্পের সামনে ভটভটি ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও গুরুতর আহত হয়েছে আরো দু’জন। গতকাল রোববার সকালে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বেতারকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব ও শাহিনকে শনাক্ত করেছে ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। পরে আহতদের হাসপাতালে পাঠান স্থানীয়রা।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল মোল্লা জানান, নিহতরা ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। ট্রাকটিকে জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাডায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিক্স লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা বেগমের বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজাপাডা গ্রাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তার স্বামী ও মেয়েকে নিয়ে কলাপাড়া শহর থেকে বাড়িতে ফেরার পথে সিক্স লেন সড়কে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ফাতেমা বেগমকে ধাক্কা দেয়। এসময় সিটকে সড়কের ওপর পরে গুরুতর আহত হয়। পরে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ বিষয় কোন অভিযোগ না থাকায়, পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক গাড়ীর পেছনে ধাক্কা দিলে ট্রাকের হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর ৫টার দিকে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির নাটোর জেলার বাসমারা গ্রামের বাসিন্দা। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে
ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা
'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'
সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ