গানে গানে নির্বাচনী প্রচারণা
১২ জুন ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০১ এএম
বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অনেকটা নিশ্চিত। কিন্ত সেই পথে কিছুটা বাধা হয়ে উঠছে জাপা প্রার্থী নজরুল ইসলাম বাবুল। নতুবা নৌকার জয় ছিল নির্বাচনী আনুষ্ঠানিকতা মাত্র। অনেকের ধারণা, নৌকার বিপক্ষে সাধারণ ভোটারা লাঙ্গলমুখী হয়ে উঠতে পারে। এমন হিসেব নিকেশ একেবারে অমুলক নয়। এই পরিস্থিতিতে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে জাপা প্রার্থীর এ ভিডিও ফাঁস ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে নগরীতে। ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনীতিক অঙ্গনের মানুষসহ বিভিন্ন শ্রেনীর লোকজন বাবুলের এহেন অবস্থায় বিব্রতবোধ করছেন। অনেকে মনে করছেন, পথের বাধা নিশ্চিতভাবে দূর করতে পরিকল্পিতভাবে জাপা প্রার্থীর ভিডিও ফাঁসের ঘটনা মূলত একটি ব্ল্যাকমেইলিং।
গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডর ভিডিওটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। কেউ কেউ আবার ধিক্কার জানিয়েছেন। এ নিয়ে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ অনেকেই তাদের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।
এদিকে, সিসিক নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। নির্বাচনের প্রচার-প্রচারণা এখন বেশ তুঙ্গে। গতানুগতিক প্রচারের বাইরে যুক্ত হয়েছে নানা কৌশল। পথসভার পাশাপাশি মাইকিং, পোস্টার, লিফলেট ও সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করছেন প্রার্থী ও তার কর্মী সর্মথকরা। প্রতিবারের মতো এবারো অধিকাংশ প্রার্থীর প্রচারে যুক্ত হয়েছে নির্বাচনী গান। গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। এতে বিনোদন পাচ্ছেন কর্মী-ভোটার সবাই। সব মিলিয়ে ভোটের গানে জমজমাট প্রচারণা। তবে এবার সেøাগানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়াসহ মার্কা ও দলের পরিচিতি তুলে ধরা হচ্ছে সুরে সুরে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় স্থান পেয়েছে নৌকার গুণগান। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলের প্রচারণায়ও চলছে ভিন্ন ভিন্ন গান। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের প্রচারে বাদ্যবিহীন সঙ্গীতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামেও নগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে নানা গান বাজছে। পাড়া-মহলা ও অলিগলিসহ প্রার্থীদের নির্বাচনী অফিসে সাউন্ড সিস্টেমে এসব গান বাজানো হচ্ছে। গান শুনতে ভিড় করছে উৎসুক জনতা।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। আগে ২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯.৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা