দীর্ঘদিন পর পিলারে উঠলো ফুটওভার ব্রিজের স্ট্রাকচার
১২ জুন ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০১ এএম
অবশেষে প্রতিশ্রুতি ও অপেক্ষার পালা শেষে উত্তরা বিমানবন্দর মহাসড়ক বিএনএস সেন্টারের সামনে মূল রাস্তায় পিলারে উঠলো প্রায় ২০৫ ফিট লম্বা এবং ১৫ ফিট চওড়া লোহার তৈরি ফুটওভারব্রিজের স্ট্রাকচার। নান্দনিক এ ব্রিজটির রয়েছে ৩টি অংশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বড় এ ব্রিজটির ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন মাইসা কনস্ট্রাকশন কোম্পানি।
কতো দিনের মধ্যে এই ফুটওভারব্রিজের স্ট্রাকচারটি পূর্নাঙ্গ ব্রিজে রুপ নিবে এবং মানুষ চলাচল করতে পারবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী সুজা উদ্দীন বলেন, প্রকল্প পরিচালকের নির্দেশে দ্রুত গতিতে কাজ চলছে, আশা করছি এক মাসের মধ্যে সকল ফিটিংস ব্রিজে সংযুক্ত হয়ে যাবে এবং চলাচলের উপযোগী হবে।
এ বিষয়ে মাইসা কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, ভিতর বাইরে এখনো অনেক কাজ বাকি রয়েছে। মানুষ উঠা নামার জন্য সিঁড়ি, রেলিং ও ভিতরে টাইলসের কাজ সহ অন্যান্য কাজ শেষ করতে তাদের দুই মাস সময় লাগবে। তিনি আরো বলেন, এই ব্রিজের প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ তাদের বেরীবাঁধস্থ ওয়ার্কশপে রেডি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব এটিকে তারা চলাচলের উপযোগী করে তুলবেন।
এই ফুটওভার ব্রিজ নিয়ে জনস্বার্থে পাঠক প্রিয় দৈনিক ইনকিলাব গত ২ মাস যাবত সিটি করপোরেশন কর্তৃপক্ষ, প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলে কয়েক ধাপে বিভিন্ন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করার পর ১০ জুন শনিবার ভোর রাতে কর্তৃপক্ষ ব্রিজের ডেক সøাব উত্তোলন করে রাস্তায় দাঁড়িয়ে থাকা পিলারে স্থাপন করেছেন। এই ফুটওভার ব্রিজটি চালু হলে এই এলাকায় সড়ক দুর্ঘটনা,প্রাণহানী ও জনদূর্ভোগ কমবে।
গত বৃহস্পতিবার রাত ১২টা হতে ভোর ৬টা ও শনিবার বি আর টি লেনের পশ্চিম ও এয়ারপোর্ট অভিমুখী যানবাহন চলাচলের জন্য ভোর ৬টা পর্যন্ত ট্রাফিক ডাইভারশান দিয়ে উত্তরা বিএনএস সেন্টার সংলগ্ন বিমানবন্দর মহাসড়কের নির্মাণাধীন ফুটওভারব্রিজের ডেক সøাব উত্তোলন করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অল্প সময়ের মধ্যে ব্রিজের চার পাশে উঠা নামার সিঁড়ি লাগানো হবে। এছাড়াও ব্রিজের ভিতর বাহিরের অনান্য প্রয়োজনীয় যত্রাংশ সেট করে এটিকে ত্রুটিমুক্ত করে নাট বল্টু চেক করে চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে গুরুত্বপূর্ণ এই ফুটওভারব্রিজটি দীর্ঘদিন চালু না থাকায় এখানকার হাজার হাজার পথচারী, কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এ অঞ্চলের ব্যবসায়ীরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনএস সেন্টারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবত এখানকার ফুটওভারব্রিজটি বন্ধ থাকায় মার্কেটে লোকজন আসতে না পারায় তাদেরকে লোকসান গুণতে হয়েছে। উত্তরা রাজউক কলেজ,মাইলস্টোন কলেজ, ইউনাইটেড কলেজ ও উত্তরা হাইস্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে বাচ্চাদের নিয়ে টেনশনে থাকতেন। ফুটওভারব্রিজের কার্যক্রম দেখে তারা খুশি। ব্যবসায়ী বি এম আলমগীর বলেন, প্রায় তিন মাস যাবৎ রাস্তার পাশে পড়ে থাকা ফুটওভার ব্রিজের অংশবিশেষ পিলারে স্থাপন হয়েছে ভালো কথা, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ পথচারীরা এর সুফল পাবে।
উত্তরা বিমানবন্দর মহাসড়ক বিএনএস সেন্টারের সামনে পিলারের উপর দাঁড়িয়ে থাকা মূল সড়কের মাঝ রাস্তায় ফুটওভারব্রিজের স্ট্রাকচার দেখে স্থানীয় দোকানদার, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, ব্যবসায়ী সমাজ ও পথচারীদের চোখে মুখে আনন্দের ছাঁপ দেখা যায়। তাদের দাবি খুব দ্রুত এটিকে নান্দনিক করে তোলা এবং চলাচলের উপযোগী করা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মারা গেলেন 'মুজিব' বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগাল
মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ
ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর
চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু