এবারও পানিবদ্ধতায় দুর্ভোগ
১২ জুন ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমছে। তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। পানির সাথে নালা-নর্দমার আবর্জনা উপচে পড়ছে সড়ক, অলিগলি, হাট-বাজার, মার্কেট, বিপণীকেন্দ্র, বসত-বাড়ির আঙ্গিনায়। পানিবদ্ধতার দুর্ভোগ থেকে এবারও রেহাই মিলছে না। অথচ প্রতি বছর বর্ষার আগে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানা আশার বাণী শোনানো হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহানগরীর প্রধান সমস্যা পানিবদ্ধতা। এই সমস্যা থেকে নগরবাসীকে রক্ষায় চারটি প্রকল্পে এ পর্যন্ত ব্যয় হয়েছে পাঁচ হাজার ১৯২ কোটি টাকা। তবে এর সুফলও মিলছে না। মহানগরীর বেশিরভাগ খাল, নালা-নর্দমা এখন আবর্জনার ভাগাড়। খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ফলে বৃষ্টি হতেই রাস্তায় পানি জমছে, আর খালে পানি যাচ্ছে না। দেখলে মনে হয় রাস্তা যেন খাল আর নর্দমা যেন কোন গ্রামের সড়ক। কয়েকটি খালে চলছে সংস্কার ও উন্নয়ন কাজ। কাজের জন্য এসব খালে বাঁধ দেওয়া হয়েছে। তাতে স্বাভাবিক পানি প্রবাহ বিঘিœত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নগরীর অনেক এলাকা।
সর্বশেষ গত শনিবার মাঝারি ধরনের বৃষ্টিতে নগরীতে পানিবদ্ধতার সৃষ্টি হয়। তার আগে ৩১ মে এবং ১ এপ্রিলও অনেক এলাকা তলিয়ে যায়। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিতে পানিবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। এ অবস্থায় সামনে বর্ষায় টানা বর্ষণে পরিস্থিতি আরো নাজুক হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পানিবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন না হওয়া, নগরীর নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নির্বিচারে পাহাড় কাটার ফলে মহানগরীতে পানিবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। মহানগরীর খালগুলোর মুখে সøুইস গেইট নির্মাণ শেষ না হওয়ায় জোয়ারের পানি ঢুকছে নগরীতে। গতকাল দিনভর নগরীতে বৃষ্টি ছিল না। তবে প্রবল জোয়ারে হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, বাকলিয়া, শুলকবহরসহ অনেক এলাকা তলিয়ে গেছে।
বন্দরনগরী চট্টগ্রামের পানিবদ্ধতা নিরসনে চারটি প্রকল্প চলমান আছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ দুটি, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। এ পর্যন্ত খরচ হয়েছে পাঁচ হাজার ১৯২ কোটি টাকা। এসব প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে শুধু দুর্ভোগই বাড়ছে। নগরীতে পানিবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালের এপ্রিলে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকা। বিগত ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজে অগ্রগতি না হওয়ায় তিন দফায় সময় বাড়ানো হয়। এখন মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে ৭৬ শতাংশ। আর ব্যয় হয়েছে তিন হাজার ১৮ কোটি টাকা। সিডিএর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
পানিবদ্ধতা নিরসনে দুই হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। এ প্রকল্পের আওতায় মহানগরীর চাক্তাই থেকে শুরু করে কালুরঘাট পর্যন্ত কর্ণফুলীর তীর ঘেঁষে একটি সড়ক নির্মাণ এবং ১২টি খালের মুখে সøুইস গেইট নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে এর মধ্যে এক হাজার ১৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে। আর প্রকল্পের অগ্রগতি হয়েছে প্রায় ৭০ শতাংশ। ১২টি খালের মুখে সøুইচ গেইট নির্মাণ কাজ শেষ না হওয়ায় এসব খাল দিয়ে আসা জোয়ারের পানিতে মহানগরীর বিস্তীর্ণ এলাকায় পানিবদ্ধতা হচ্ছে। নয় বছরেও বহদ্দারহাট-বারইপাড়া থেকে বলিরহাট পর্যন্ত একটি নতুন খাল খননের কাজ শেষ করতে পারেনি সিটি কর্পোরেশন। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৬২ কোটি টাকা। খরচ হয়েছে এক হাজার ১৭৫ কোটি টাকা। কিন্তু খাল খনন কাজ শেষ না হওয়ায় মহানগরীর ষোলশহর ২নং গেইট, মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট-বারইপাড়া, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, চাক্তাই এলাকায় পানিবদ্ধতা সমস্যা প্রকট আকার নিয়েছে।
নগরীর ২৩টি খালের মুখে সøুইস গেইট এবং পতেঙ্গার ১৫ নম্বর ঘাট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত নদীর পাড়ে প্রতিরোধ দেওয়াল নির্মাণ প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক হাজার ৬২০ কোটি টাকার এ প্রকল্পে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯৭ কোটি টাকা। প্রকল্পের কাজ চলছে শম্ভুক গতিতে। পানিবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পগুলোর ধীরগতির কারণে সুফল পাচ্ছে না নগরবাসী। সিটি কর্পোরেশন মহানগরীর খাল-নালাগুলো যথাসময়ে সংস্কার করছে না। এর ফলে সামান্য বৃষ্টিতেই মহানগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। তাতে জনদুর্ভোগ চরমে উঠছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ
ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর
চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র