ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
প্রসঙ্গ সিটি করপোরেশন নির্বাচন

বরিশালে ৭ মেয়র প্রার্থীর ৫ জনই জামানত হারালেন

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১৩ জুন ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১১:৪২ পিএম

বহুল আলোচিত বরিশাল সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর ৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হল। ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের ২ লাখ ৭৫ হাজার ২৬৭ ভোটরের মধ্যে গত সোমবারের নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ১৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

২০০৩ থেকে বিগত ৪টি সিটি নির্বাচনের মধ্যে প্রধান বিরোধী দলহীন ৫ম নির্বাচনেই এযাবতকালের সর্বনিম্ন সংখ্যক, ৫১% ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেন।

যেকোনো স্থানীয় সরকার নির্বাচনেই প্রায় ৮০% ভোটারের উপস্থিতি অত্যন্ত স্বাভাবিক বিষয় বলে মনে করেন নির্বাচনী পর্যবেক্ষকগণ। বরিশাল নগর পরিষদের বিগত ৪টি নির্বাচনেও ভোটারের উপস্থিতিতে এ কথার সত্যতা মেলে।

তবে ইতোমধ্যে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য সবাই গত সোমবারের নির্বাচনে অনিয়মসহ নানা কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখান করেছেন। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস এ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখান করে অভিযোগ করে বলেছেন ‘বরিশালসহ বিশ্ববাসী দেখেছেন ভোটের নামে নির্বাচনী প্রহসন। তার মতে, ‘ইভিএম-এর কারিগরি ডাকাতির মাধ্যমে নৌকার পক্ষে যে খেলা ও তামাসা দেখাল, তাতে বরিশালবাসী লজ্জিত’। তিনি ‘মেরুদ-হীন সিইসি’র পদত্যাগের পাশাপাাশি অভিযোগ করেন, ‘ভোটারবিহীন নির্বাচনে ৫১% ভোট পড়ল কিভাবে?’

জাপা প্রার্থীর মতে, ‘সাজানো নাটক ও ডিজিটাল কারচুপির মাধ্যমে নির্বাচন কমিশন যে খেলা দেখালেন, তাতে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বরিশালে জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশ নেবে না’। গত সোমবার বরিশাল সিটির নির্বাচন নিয়ে প্রতিক্রীয়া ব্যক্ত করে গতকাল মঙ্গলবার দুপুরে জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

ইসলামী আন্দোলন গত সোমবার রাতেই তাদের প্রতিক্রীয়া ব্যক্ত করে বরিশাল ও খুলনা সিটির ফলাফল প্রত্যাখ্যান করে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘অনেক বিলম্বে হলেও অপর দুটি সিটির নির্বাচন বয়কটেরও ঘোষণা দেয়’।

এদিকে গত সোমবারের নির্বাচনে যে ৫১% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, তার ফলাফলে বিজয়ী আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থী ছাড়া সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ১/৮ অংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বাতিল হয়। সে নিরিখে মোট প্রদত্ত ১ লাখ ৪২ হাজার ১৮২ ভোটের মধ্যে ন্যূনতম ১৭ হাজার ৭৭৩ ভোট পেতে হবে। কিন্তু সে লক্ষে পৌঁছতে পারেননি অবশিষ্ট ৫ প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। আর সোমবারের সিটি নির্বাচনে প্রথম দুজন প্রার্থী ছাড়া অন্য ৫ প্রার্থীর সবার প্রাপ্ত ভোটই ৮ হাজারেরও নিচে।

এমনকি জাতীয় পার্টির প্রার্থী ভোটের দিন পর্যন্ত যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বীতায় থাকলেও তিনি পেয়েছে আলোচনার বাইরে থাকা স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপনের চেয়েও কম ৬ হাজার ৬৬৫ ভোট। আর রূপনের ভাগ্যে জুটেছে ৭ হাজার ৯৯৯ ভোট। জাপা প্রার্থীর এত কম সংখ্যক ভোট প্রাপ্তিতে হতবাক সাধারণ ভোটারসহ নির্বাচনী পর্যবেক্ষকগণও।

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, প্রধান বিরোধী দলহীন বরিশাল সিটির ৫ম নির্বাচন সরকার নির্বাচন কমিশন ও সাধারণ মানুষের জন্য অনেকগুলো বার্তা দিয়ে গেছে। এ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৫১%-এর মতো হলেও জাপা প্রার্থীর অভিযোগ ‘ভোটারবিহীন এ নির্বাচনে এত ভোট পড়ল কিভাবে’?

প্রশ্ন উঠেছে, যেসব ভোটার কেন্দ্রে আসেননি তারাই কি বিএনপির ভোটার? ফলে নির্বাচনে অংশগ্রহণ করা সবগুলোর দলের পক্ষে-বিপক্ষে ৫১% ভোট ধরলেও অবশিষ্ট ৪৯% ভোটারই কি বিএনপির ভোটার?

পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসধিককালে বরিশাল মহানগরীতে হাজার হাজার কর্মী বাহিনী নিয়ে প্রচারণা চালালেও তাদেরকে ২০০৮ সালের সংসদ নির্বাচনের প্রায় সমসংখ্যক ৩৫ হাজারের নিচে ভোট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। ভোট কারচুপির অভিযোগের সপক্ষে কেউ এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেন নি। সে হিসেব বাদ দিলে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিয়ে শুরু থেকেই যে সংশয় ছিল, তা সত্যি প্রমাণিত হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। পাশাপাশি যে প্রায় অর্ধেক ভোটার কেন্দ্রে গেলেনই না, তারা কোনো দল বা মতের ভোটর তার বিবেচ্য বিষয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

অপরদিকে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে বিএনপির যেসব নেতা-কর্মী এ নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন, তাদের অর্ধেকরও বেশি বিজয়ী হয়েছেন।

এসব কিছু বিবেচনায় গত সোমবার বরিশাল নগর পরিষদের ৫ম নির্বাচন সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দের জন্য অনেকগুলো বার্তা প্রদান করেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। পাশাপাশি এ নির্বাচনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাথে আওয়ামী লীগের ‘সখ্যতার যে সন্দেহ’ ছিল বিভিন্ন মহলে তা থেকে দলটি অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলেও মনে করছেন অনেক রজনৈতিক পর্যবেক্ষকগণ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন