ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

অস্ত্রের মহড়ায় প্রার্থিতা বাতিল হলো কাউন্সিলর প্রার্থীর

Daily Inqilab সিলেট ব্যুরো

১৪ জুন ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ অপর প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। তাছাড়া উক্ত ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী সায়িদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেছেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন যেখানে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। তিনি আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ের বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল অথবা তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে গতকাল বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেয় ইসি। পরবর্তিতে শুনানি করে তার প্রার্থীতা বাতিল করে ইসি।

আ. লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জাপা প্রার্থীর
সিলেট থেকে বিশেষ সংবাদদাতা জানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৬ দিন আগে সংবাদ সম্মেলন ডেকে রিটার্নিং কর্মকর্তা ও সরকারদলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলাম বাবুল। গতকাল বিকাল ৪ টায় মহানগরের কুমারপাড়াস্থ লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করে বাবুল বলেন, সিলেটের প্রস্তুত করা মাঠে নানা আশঙ্কা থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। বরিশালের ঘটনার পর আতঙ্কিত হয়ে মাঠ ছেড়ে দিয়েছেন ইসলামী আন্দোলনে প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। এখন সিলেটে টার্গেটে আমি। বিভিন্নভাবে আমাকে চাপে রাখা হচ্ছে। কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ছিড়ে ফেলা হচ্ছে ব্যানার-ফেস্টুন। ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে। কিন্তু আমি কিছুতেই ভোটের মাঠ ছাড়বো না।

লিখিত বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এবারের সিসিক নির্বাচনে আমার হাতে তুলে দিয়েছেন লাঙল প্রতীক। এরপর থেকে আমি মাঠে আছি। কিন্তু আপনারা দেখছেন নির্বাচনের মাঠে কী ঘটছে। এতে আমি শঙ্কিত। মাঠে থাকা নেতাকর্মীদের চোখ রাঙানি দেওয়া হচ্ছে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে। তবে জীবন গেলেও আমি আমার প্রিয় নগরবাসীকে ছেড়ে, ভোটের মাঠ ছেড়ে চলে যাবো না। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা স্বত্বেও জনতার জোয়ারে এবার সিসিক নির্বাচনে লাঙলের জয় হবে। তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে হেনস্থা করতে ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের বিষয়টি অনুধাবন করে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সিলেটে এ নগ্ন খেলায়ে মেতে উঠেছে। রিটার্নিং অফিসার ও তার অফিসে বার বার ধর্ণা দিয়ে একাধিক অভিযোগ করলেও কোনো লাভ হচ্ছে না। মাঠে থাকা প্রশাসন আমাদের উপরই কড়াকড়ি আরোপ করছে। অন্যদিকে নৌকার প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোররাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখেও না দেখার ভান করছে। বরিশালের ঘটনার পর সিইসির বক্তব্য শুনে আমি আতঙ্কিত। সিইসির নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা থাকলেও সরকার দলীয় প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন তিনি।

তিনি নির্বাচন কমিশনে যেসব অভিযোগ উপস্থাপন করেছেন এর মধ্যে উল্লেখ যোগ্য হলো- সিলেটের নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারী দলীয় প্রার্থী ক্রমাগত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোররাত পর্যন্ত নির্বাচনী সভা, পথসভা, গণসংযোগ, মিছিল-মিটিং অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশন প্রচারণার যে নিয়ম বেধে দিয়েছেন তার কোনো তোয়াক্কা করছেন না। জাতীয় পার্টির ব্যানার, পোস্টার ও নির্বাচনী সরঞ্জামাদি ছিড়ে ফেলা হচ্ছে। আড়াল থেকে হুমকি দেওয়া হচ্ছে মাঠে থাকা নেতাকর্মীদের। কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এসব কর্মকাÐে স্পষ্ট প্রমানীত হচ্ছে তারা আমাদের গৃহবন্দি করে রাখতে চায়। কিন্তু নির্বাচনী কর্মকর্তা আমাদের দাবি আমলে না নিয়ে আমাদের উপর বেশি পরিমান কড়াকড়ি করছেন।
বাবুল বলেন- ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেছেন। হলফনামায় দেওয়া তার তথ্যর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গতকাল দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমসহ সব মাধ্যমে এসেছে আওয়ামী লীগ প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিলা এলাকার বাসিন্দা এ কে এম আবু হুরায়রা (সাজু)।

বাবুল বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি উজ্জল হবে। এতে আগামী জাতীয় নির্বাচনে দেশের রাজনৈতিকসব দল অংশগ্রহণের আস্থা খুঁজে পাবে। নতুবা সিলেটের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে এবারের সিটি নির্বাচন।

এদিকে, সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে হলফনামায় জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগকারী এ কে এম আবু হুরায়রা (সাজু) সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে জড়িত রয়েছেন যুবলীগ রাজনীতিতে। সিলেট নগরীর নরসিংটিলা এলাকার বাসিন্দা তিনি। গত সোমবার সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। এই অভিযোগপত্রে আনোয়ারুজ্জামানের প্রার্থীতা বাতিলেরও আবেদন করেছেন সাজু।

মাতারাবাড়ি গভীর সমুদ্র বন্দরে কয়লাবাহী আরো একটি জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে মাতারবাড়ীতে ভিড়েছে ২২৯ মিটার লম্বা পানামা পতাকাবাহী জাহাজ জিসিএল প্যারাদীপ। এ জেটিতে বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে শতাধিক জাহাজ ভিড়লেও কয়লা নিয়ে আসা চতুর্থ জাহাজ এটি। গতকাল বুধবার সকালে জাহাজটি বহির্নোঙরে আসে। পরে চট্টগ্রাম বন্দরের পাইলট ক্যাপ্টেন কামরুল আলমের নেতৃত্বে জাহাজটি কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনা হয়। সকাল ৯টায় জাহাজটি জেটিতে ভিড়ে। এ কাজে সহায়তা করে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট কাÐারী ২ ও ৩।

গত ১৯ মে ৬৫ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ি এসেছিল আরেকটি বড় জাহাজ। এর আগে ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে গত ২৫ এপ্রিল ২২৯ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের গভীরতা) পানামার পতাকাবাহী এমভি ‘অউসো মারো’ মাতারবাড়ি সমুদ্রবন্দরে আসে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ। একই সঙ্গে কয়লাবিদ্যুৎ কেন্দ্রটির জন্য প্রথম কয়লা নিয়ে আসা জাহাজ। সমুদ্র থেকে ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ ও ৩৫০ মিটার চওড়া কৃত্রিম চ্যানেলের মধ্য দিয়ে জাহাজগুলো জেটিতে আনা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের জেটিতে এখন সর্বোচ্চ ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার লম্বা জাহাজ আনার সুযোগ আছে। পায়রাবন্দরেও ভিড়েছে ১০ দশমিক ১০ মিটার ড্রাফটের জাহাজ। মাতারবাড়ি বন্দরে এখন পর্যন্ত দুইটি বড় জাহাজ ভিড়েছে। এ সাফল্য মেরিটাইম ওয়ার্ল্ডে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বলতর করেছে। এখন একের পর এক জাহাজ আসবে কয়লা নিয়ে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে অপারেশন চললেও মাতারবাড়ীতে সমুদ্র বন্দর প্রকল্পের আওতায় ৩০০ মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস জেটি এবং ৪৬০ মিটার দীর্ঘ একটি কনটেইনার জেটি নির্মিত হবে।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল