হাত পাখা বিহীন ভোটের মাঠে নতুন সমীকরণ
১৬ জুন ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণায় একপেশে হয়ে যায় সিলেটের নির্বাচন পরিস্থিতি। প্রতীক বরাদ্দের পর পরিবর্তন আসে ভোটের মাঠে। নৌকাবিরোধী ভোটাররা ঝুঁকতে থাকেন জাতীয় পার্টির লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখায়। ফলে গড়ে ওঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু বরিশালে মুফতি ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় সিলেট ও রাজশাহীতে ইসলামী আন্দোলন নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ায় নতুন হিসাব এখন সিসিকে। গত সিটি নির্বাচনে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র পদে প্রার্থী দিলেও দলটি ছিল আলোচনার বাইরে। কিন্তু এবার বিএনপি বিহীন নির্বাচনে ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করে নেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দৌড়ঝাঁপ চালান ভোটের মাঠে। এতে মোটামুটি জনসমর্থন তৈরিতে সক্ষম হন তিনি।
সিলেটে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের সাংগঠনিক অবস্থা শক্তিশালী নয়। সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের এক তৃতীয়াংশে দল দুটির কমিটিই নেই। কিন্তু কর্মী-সঙ্কটে ভোগা দল দুটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছিল। মূলত সরকার বিরোধী ভোটাররা নৌকার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ঝুঁকতে থাকেন লাঙ্গল ও হাতপাখার দিকে। ফলে শুরুতে যেখানে একতরফা নির্বাচনের আভাস মিলছিল, সেখানে জমে ওঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কাউন্সিলর প্রার্থীদের কারণে দলটির কর্মী-সমর্থকরাও ভোটের মাঠে রয়েছেন সরব। তাদের কারণেও নৌকা বিরোধী ভোট হিসেবে লাঙ্গল ও হাতপাখার পালে ইতিবাচক হাওয়া লাগে।
গত সোমবার রাতে সংবাদ সম্মেলন ডেকে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন বয়কটের ঘোষণা দেন। এরপর থেকে নির্বাচনের ভোট নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। অনেকের মতে, হাত পাখার সমর্থকদের বড় অংশ লাঙ্গলের পক্ষে যাওয়ারই সম্ভাবনা বেশি। আবার অনেকের মতে, মাওলানা মাহমুদুলের বর্জনের কারণে ভোটার উপস্থিতি কমবে। হাতপাখার অনেক সমর্থক কেন্দ্রে নাও যেতে পারেন। আর হাতপাখার ভোটারদের নিজের দিকে টানতে পারলে নির্বাচনে চমক দেখানোর সুযোগ রয়েছে জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলাম বাবুলের।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই। আশা করি সচেতন সিলেটবাসীও ভোট বর্জনের মাধ্যমে সরকারের অনিয়ম-দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তাদের রায় দেবেন।
জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, মানুষ এ সরকার কিংবা সরকার দলীয় প্রার্থীকে পছন্দ করে না। বরিশালে চরমোনাই পীরের ওপর যেভাবে ন্যক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ তারা নিশ্চই নৌকার বিপক্ষে ভোট দেবেন। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ২১ জুন সিলেটের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে তাদের রায় দেবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে