লেট ক্লিয়ারিংয়ে যাতে ড্যামারেজ দিতে না হয়
১৬ জুন ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
অবিলম্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। লেট ক্লিয়ারিংয়ের জন্য যাতে অনেক ড্যামারেজ দিতে না হয়, সে বিষয়ে ইতিহাসের শিক্ষা থেকে সরকারের সতর্ক হওয়া উচিৎ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছেন আওয়ামী শাসকগোষ্ঠী। অবৈধ লুটের মালের প্রতি লালসা লুটেরারা কখনোই ত্যাগ করতে পারে না। অক্লেশে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন ক্ষমতাসীনরা। তাই অবৈধ ক্ষমতার প্রতি গণতান্ত্রিক শক্তির যেকোন চাপেই তাদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ দেখা যায়। ইতোমধ্যেই পরিবর্তনের দ্রুততা এতটাই প্রখর হয়ে উঠেছে যে, অবৈধ সরকারের মনে বিভিষিকা বিস্তার লাভ করেছে। শেখ হাসিনার উন্নয়নের ইন্দ্রজালে কোন কাজ হচ্ছে না দেখে এখন পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করছেন। একমাত্র শেখ হাসিনার একগুঁয়েমির কারণেই রাজনীতির ময়দান স্থিতিশীল, নিরাপদ, শান্ত হয়ে উঠছে না।
তিনি বলেন, গত ৯ জুন কুমিল্লায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার গ্রেফতারসহ নানা জনদাবিতে কুমিল্লা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে আসার পথে পুলিশ বাধা দিয়ে তাদের ফিরে যেতে বলে। যেকোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে যুবদল নেতৃবৃন্দ তাদের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে মিছিলের পেছন দিক থেকে হামলা চালায়। এ সময় পুলিশ যুবদলের নেতাকর্মীসহ পথচারীদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। নিরাপদে আশ্রয় নিলে ১০ জনের অধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। নিরীহ, নিরপরাধ ও শান্তিপূর্ণ বিক্ষোভকারিদের ওপর অপরাধজনক আক্রমণ পরিচালনাকারি পুলিশ সদস্যদেরই একজন এসআই খাজু মিয়া বাদী হয়ে ভিকটিম বিক্ষোভকারিদের মধ্যে ১৮ জনকে এবং অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে আসামী করে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মিথ্যা মামলা রুজ্জু করে। পুলিশের এহেন আচরণ গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নিশিরাতের সরকারের একটি হিং¯্র রসিকতা।
রিজভী আরো জানান, গত ১৪ জুন চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশ শেষে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে মীরসরাই ইছাখালী শাহাজি বাজার এলাকা থেকে রাত ৯টার দিকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে প্রায় ৩/৪ ঘন্টা পর জোরারগঞ্জ থানায় সোপর্দ করে এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করে। এখন সে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারান্তরীণ আছে। এটি মর্মস্পর্শী, বেদনাদায়ক ও নির্দয় নিষ্ঠুরতার এক নজীরবিহীন ঘটনা। সভ্যতা ও মানবাধিকার লঙ্ঘনের এক কুৎসিত ঘটনা।
তিনি বলেন, শেখ হাসিনা যুবলীগ-ছাত্রলীগকে উগ্রতা, নির্মমতা, হিং¯্রতা, বর্বরতা এবং রক্তারক্তির চেতনায় লালন করেছেন। ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশুর ওপর নির্যাতনের বীরত্বে শেখ হাসিনার সরকার দারুণ উল্লসিত। এজন্য এদের আমলে জনপদের পর জনপদ নারীরা লাঞ্ছিত, নির্যাতিত এবং হত্যার শিকার হচ্ছে। নারী ও শিশুদের জন্য সবচেয়ে মারাত্মক আতঙ্কের নাম ছাত্রলীগ-যুবলীগ। শেখ হাসিনার নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে যারা সোচ্চার তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য যুবলীগ-ছাত্রলীগ রক্তপিপাসু কিলিং স্কোয়াড হিসেবে কাজ করছে। নারীর কান্নায় বাংলাদেশ এখন এক শোকার্ত জনপদে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়া এবং আইনের আওতা থেকে বারবার রেহাই পাওয়ার জন্য এরা নারীর ওপর নির্যাতন করাকে বৈধ ম্যান্ডেট হিসেবে মনে করছে। জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল ইসলাম যদি আইনসম্মত দায়িত্ব পালন করতেন তাহলে নাদিয়া নির্যাতিত হতো না। বরং আওয়ামী সন্ত্রাসীদের কথায় তিনি নাদিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী দুস্কর্মের সহযোগী। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি