কমছে শিফট
১৭ জুন ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০২ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তিযুদ্ধ শেষ হবে। তবে ‘সি-১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হবে। বিগত বছরের মতো এবারের ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রয়েছে। তবে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এতে শিফট ‘বৈষম্য’ কিছুটা কমবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৩৬ জন পরীক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘বিতর্কিত’ শিফট পদ্ধতি বাতিলের দাবি দীর্ঘদিনের। ভর্তিচ্ছুদের দাবি, ভর্তি পরীক্ষায় কোন শিফটের প্রশ্ন কঠিন, আবার কোন শিফটের প্রশ্ন তুলনামূলক সহজ হয়।
ফলে বৈষম্য রয়েই যায়। তার প্রেক্ষিতে শিফট পদ্ধতি বাতিল করে এক শিফট ও এক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয় বিশ^বিদ্যালয় প্রশাসন। সে ক্ষেত্রে বিশ^বিদ্যালয়ের আশেপাশের স্কুলগুলো পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হতো। তবে ভর্তিচ্ছুদের ভোগান্তি ও প্রশ্ন ফাঁসের কথা চিন্তা করে বিশ^বিদ্যালয়ের বাইরে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেননি শিক্ষকরা। ফলে শিফট পদ্ধতি বহাল রাখা হয়।
জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটের অধীনে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে অংশগ্রহণ করছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনে লড়বে ১৩৬ জন ভর্তিচ্ছু। এবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৮৬৪ জন, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ জন, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৫৫ জন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৫ জন, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৬৪ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৯৭ জন এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫০টি আসনের বিপরীতে পাঁচ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হবে। তবে বিগত বছরে ইউনিটভিত্তিক সবগুলো শিফটে ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করতেন। সে হিসেবে এ বছর শিফটের সংখ্যা অর্ধেক কমেছে। এদিকে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা এক শিফটে এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হবে। ফলে সেখানে ছাত্র ও ছাত্রীদের একসঙ্গে পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ^বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। তবুও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সেই ঘটনাগুলো যাতে না ঘটে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া জালিয়াতি চক্রের সদস্যদের ধরতে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. নূরুল আলম বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর শিফট পদ্ধতি না রাখার উদ্যোগ নিয়েছিলাম। তবে একাডেমিক কাউন্সিলে শিক্ষকরা বাইরে পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেননি। আবার বিশ^বিদ্যালয়ে একইসঙ্গে সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সামর্থ্য নেই। ফলে শিফট পদ্ধতি রাখতে বাধ্য হয়েছি। তবে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার শিফট কিছুটা কমেছে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন