খোঁজখবরও নিচ্ছে না স্বদেশি দূতাবাস খাবার ও পানীয় চরম অভাব প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা

সুদান থেকে দেড় শতাধিক বাংলাদেশির ফেরার আকুতি

Daily Inqilab শামসুল ইসলাম

১৭ জুন ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০২ এএম

যুদ্ধকবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে খোলা আকাশের নীচে তাবুতে আশ্রিত দেড় শতাধিক বাংলাদেশি নারী পুরুষ দেশে ফেরার অপেক্ষায় চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। এসব বাংলাদেশিরা পানীয় ও খাবারের অভাবে অনাহার অনিদ্রায় রাত কাটাচ্ছেন। স্থানীয় বেকারির সুদানী মালিক মানবিক কারণে এক দিন পর পর একটি করে রুটি ও ডাল সরবরাহ করছেন। পোর্ট সুদানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা একদিনও এসব আশ্রিত বাংলাদেশিদের খোঁজ খবর নিতে যায়নি।

গত ১৫ জুন স্থানীয় আধা সামরিক বাহিনীর সহযোগিতায় আশ্রিত কয়েকজন বাংলাদেশি তিন মাইল দূরে বাংলাদেশ দূতাবাসে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা একজন কর্মকর্তাকে অবহিত করলে তিনি বলেন, এখানে কোনো স্যার নেই। এ সময় ক্ষুধার্ত প্রবাসীরা খাবারের পানি চাইলে ওই কর্মকর্তা দরজা লাগিয়ে ওপরে উঠে যায়। ফলে তাদের ভাগ্যে খাবারের পানিও ওই দিন জুটেনি। পরে স্থানীয় এক সুদানী নাগরিক এসব প্রবাসী বাংলাদেশিদের খাবার ও পানির ব্যবস্থা করে দেন। পরে তারা তিন মাইল পায়ে হেঁটে পোর্ট সুদানের তাবুতে ফিরে যায়।

পোর্ট সুদানের তাবু থেকে গতকাল শনিবার কান্না জড়িত কন্ঠে যশোরের মো. সেলিম রেজা, ফারুক হোসেন, কুমিল্লার আমিনুল ইসলাম, তার স্ত্রী পারভীন আক্তার ও ছেলে ওমর ফারুক ফাহিম , মাকসুদুর রহমান, সোলায়মান ও ফেনীর সুফিয়ান এতথ্য জানান। তারা জানান, গত ৪৮ ঘন্টায় দু’টি রুটি খেয়ে বেঁচে আছি। গতকাল শনিবার কখন কে খাবার দিয়ে যাবে তা’ এখনো জানি না। ক্ষুধার্ত আশ্রিত বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পোর্ট সুদানে ভারতীয় আশ্রিতদের তাদের দূতাবাস থেকে প্রতিদিন খাবার পানীয় সরবরাহ করছে। তাদের যেকোনো সমস্যার কথা দূতাবাসের কর্মকর্তারা মনোযোগ দিয়ে শুনছেন। ভারতীয় কর্মকর্তারা কোনো বিরক্ত হচ্ছেন না। পোট সুদানে আশ্রিত এসব প্রবাসীরা যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে তাদের জীবন বাঁচাতে দ্রুত দেশে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছেন।

সদ্য দেশে ফেরত আসা বাংলাদেশ কমিউনিটি সুদানের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান দানেস আলী গতকাল ইনকিলাবকে জানান, সরকারের সহযোগিতায় গত ২৪ মে আমরা ১৭৬জন দ্বিতীয় ধাপে বাংলাদেশি প্রবাসী সুদান থেকে দেশে ফেরত এসেছি। এনিয়ে সুদান থেকে দেশে প্রত্যাগত প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯শ’। এক প্রশ্নের জবাবে সুদান প্রত্যাগত প্রবাসী নেতা সুলতান দানেস আলী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির পোর্ট সুদানের লবনাক্ত পানির সমুদ্রের তীরে খোলা আকাশের নীচে তাবুতে আশ্রিত শতাধিক বাংলাদেশি নারী পুরুষ ও শিশু দেশে ফেরার জন্য প্রহর গুনছে। তাদের মাঝে খাদ্যাভাব চরম আকার ধারণ করছে। প্রবাসী নেতা সুলতান পোর্ট সুদানে আশ্রিত বাংলাদেশিদের মানবিককারণে খাবার ও পানীয় সরবরাহ এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।

সম্প্রতি সুদানের প্রবাসী নেতা সুলতান দানেস আলী সুদানে আটকে পড়া প্রবাসীদের সমস্যা নিরসন এবং তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সাথে তার দপ্তরে সাক্ষাতের জন্য গেলে মন্ত্রীর কর্মকর্তারা মন্ত্রীর সাথে দেখা করতে দেননি। পরে তিনি নিরাশ মনে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে ফিরে যান। গতকাল শনিবার পোর্ট সুদানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তারেক আহমদের সাথে মোবাইলে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বর্তমানে সুদানের চলমান গৃহযুদ্ধে ১৪ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত এপ্রিলে শুরু হওয়া এই সংঘাতের কারণে দেশটির মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ ধারণ করছে। গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক রিপোর্টে আফ্রিকান দেশটির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে সুদান থেকে ফেরত বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের স্বাগত জানান।

সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে বলেও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশিদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক বাস করতো। তাদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনার জন্য সউদীতে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সব প্রস্তুতি নিয়েছিল। সুদানে দেশটির সামরিক এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাতের মধ্যে গত ২ মে প্রায় ৭০০ বাংলাদেশিকে ১৩টি বাসে খার্তুম থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেছিলেন, সুদান থেকে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। সুদানের ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ মে পর্যন্ত গৃহযুদ্ধে অন্তত ৭৩০ জন নিহত এবং প্রায় ৫৫০০ জন আহত হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন মানবিক কর্মী ও আটজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন সুদানে।

গত মাসে জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়, এই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে সুদানের কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছিল। এছাড়া সুদানে আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দক্ষিণ সুদানও ইরিত্রিয়ার শরনার্থীরাও। আবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকেও বহু মানুষ সুদানে আশ্রয় নিয়েছিল। এবার নিজেরাই উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন সুদানের নাগরিকরা। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, সুদানের জনগণ যুদ্ধ এড়াতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে সামরিক বাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এরপর ১০ লাখেরও বেশি মানুষ দেশের মধ্যেই উদ্বাস্তুতে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে, গত পাঁচ সপ্তাহে যত মানুষ উদ্বাস্তু হয়েছে তা ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে উদ্বাস্তু হওয়া মানুষের থেকেও বেশি। এছাড়া সুদান ছেড়ে প্রতিবেশী মিশর, চাদ ও ইথিওপিয়ায় পালিয়ে গেছেন আরও ৩ লাখ ৪৫ হাজার মানুষ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা
দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন
আরও

আরও পড়ুন

শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল

শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল

ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি

গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি

গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড

গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন  থেকে  রাজনৈতিক দলগুলো শিক্ষা  নেয়নি  ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের

ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের

নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র

নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র

প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি

প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি

রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও

রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও

‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’

‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব

এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে

এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে

এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ

এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ

কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর

কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর

খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ

চোখের চিকিৎসায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগ

পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে: প্রধান উপদেষ্টা

১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দেয়ার ঘোষণা বেস্ট হোল্ডিংস লিমিটেডের

১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দেয়ার ঘোষণা বেস্ট হোল্ডিংস লিমিটেডের

এনআরবিসি ব্যাংকের বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত