জাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ, আজ সকালেই ফলাফল
১৮ জুন ২০২৩, ১১:০০ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গতকাল রোববার প্রথম দিন অনুষ্ঠিত ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ। এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার যথাক্রমে ৭০ ও ৮০ শতাংশ। সংশ্লিষ্ট ইনস্টিটিউট পরিচালক ও অনুষদের ডিন এসব তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার ফলাফল আজ সকালের মধ্যে প্রকাশিত হবে বলেও জানান তাঁরা।
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‹পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হারও সন্তোষজনক। ‘সি-১’ পাঁচ হাজারের মধ্যে সাড়ে তিন হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আর ‘সি’ ইউনিটে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।›
এর আগে, সকাল ৯টায় আইবিএ’র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এই ভর্তি পরীক্ষা শুরু হয়। গতকাল সকালে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. নূরুল আলম। সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‹চমৎকার সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।›
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
আজ সোমবার প্রথম চার শিফটে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদ এবং শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ