মুদ্রানীতি ঘোষণার দিনে সূচকে মিশ্রপ্রবণতা
১৮ জুন ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ ব্যাংক থেকে আগামী অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করার দিন শেয়ারবাজারে মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের গতি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এতে দুই মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস দরপতন হয়। সেই সঙ্গে কমে যায় লেনদেনের গতি। এ পরিস্থিতিতে গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্টে বেড়ে যায়।
তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষ হওয়ার আগেই শেয়ারবাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে নতুন মুদ্রানীতিতে ঋণে সুদহারের সীমা প্রত্যাহার করা হচ্ছে। এতে এক শ্রেণির বিনিয়োগকারী শেয়ারবাজারে বিক্রির চাপ বাড়িয়ে দেন। এতে শেয়ারবাজারে বেশ অস্থিরতা দেখা যায়। শেয়ারবাজারের লেনদেন হওয়ার অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন মুদ্রানীতির ঘোষণা আসে। সেখানে সুদহারের ফর্মুলায় পরিবর্তনের কথা জানানো হয়। সব ধরনের ব্যাংকঋণের ক্ষেত্রে সুদহারের সীমা প্রত্যাহার করে এর পরিবর্তে বাজারে সুদের চাহিদা অনুযায়ী বেঞ্চমার্ক ভিত্তি বা রেফারেন্স রেট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে এমন ঘোষণা আসার দিনে ডিএসইতে সব খাত মিলে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ৮৮টির দাম কমেছে। আর ১৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হলেও ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচকের মিশ্র প্রবণতার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে চলতি বছরের ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ টাকা। গত ১৩ এপ্রিল লেনদেন হয় ৪১৪ কোটি ১৩ লাখ টাকা। এরপর ডিএসইতে আর এত কম লেনদেন হয়নি।
টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ, সি পার্ল বিচ রিসোর্ট, পেপার প্রসেসিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত