মাটি ভরাট জটিলতায় রাউজান বিসিক স্থবির
১৯ জুন ২০২৩, ০৯:০১ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম

রাউজানের বিসিক শিল্পাঞ্চলের ভূমি ও অবকাঠামো উন্নয়ন কাজ কর্তৃপক্ষের উদাসিনতায় স্থবির হয়ে পড়েছে। রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বেকারত্ব নিরসনে বিসিকের এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে কাজ করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও দুই দফায় সময় বাড়ানো হয়। প্রকল্প এলাকায় মাটি ভরাট জটিলতায় কাজের গতি হারিয়ে স্থবির হয়ে পড়ে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন কিন্তু কাউন্সিলরের অভিযোগ বিসিক কর্তৃপক্ষের উদাসিনতায় এখন প্রকল্প কাজের গতি হারিয়েছে। প্রকল্পের মাটি ভরাটের কাজে নিয়োজিত আছে মেসার্স বোস্তামী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জমির উদ্দিন পারভেজ বলেন, বিসিক কর্তৃপক্ষ মাটি ভরাট কাজের জন্য যে প্রাক্কলনে টেন্ডার করেছিল, তা ভুলে ভরা। ভুলের ওপর তৈরি করা টেন্ডারের সিডিউল অনুসরণ করে তিনি মাটি ফেলেছেন। এর বাইরে সংশ্লিষ্টদের কাছ থেকে পুনঃপ্রাক্কলনের রি-সিডিউল করার আশ্বাসে অতিরিক্ত মাটি ভরাট করেছেন। এই খাতে তার বিশাল অঙ্কের টাকা আটকে আছে দীর্ঘদিন। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ও বিসিককে বার বার চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
সংশ্লিষ্ট অপর একটি সূত্রে জানা যায়, রাউজানের বিসিক শিল্পনগর প্রকল্পের কাজের ধীর গতির মধ্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ২০২২ সালের ৩ আগস্ট মাটি ভরাট কাজের জটিলতা নিরসনে একটি অনুরোধপত্র পাঠিয়েছিলেন। এমপি’র অনুরোধপত্র পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ চার দিনের মাথায় বিসিক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত নির্দেশ দিয়েছিলেন।
জানা যায়, মন্ত্রী-এমপি’র এই নিদের্শ পালনে বিসিক কর্তৃপক্ষ অনিহা দেখাচ্ছে। রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর মন্ত্রণালয়ের পাঠানো সুপারিশ পত্রে বলা হয়েছে, রাউজান প্রথম শ্রেণির পৌরসভায় বিসিক শিল্পনগরী প্রকল্প কাজ চলমান আছে। প্রকল্পটির মাটি ভরাট কাজে কিছু স্থানে বেশি মাটি ভরাট কাজ করতে হয়েছে যা কার্যালয় কর্তৃক কার্য-পূর্ব প্রাক সৃজনকৃত প্রাক্কলনে ধরা হয়নি। তাছাড়া প্রযোজ্য আইটেম হিসেবে ম্যানুয়েল কম্পেকশন পূর্ব প্রাক-প্রক্কলনে ধরা হয়নি। যা বাস্তব ক্ষেত্রে প্রযোজ্যতা একান্ত আবশ্যক। যে সকল আইটেমসমূহ বাস্তব ক্ষেত্রে কাজ করতে হয়েছে সে সকল আইটেম ও পরিমাণ সংযুক্ত করে সংশোধিত প্রাক্কলন প্রস্তুত করা একান্ত প্রয়োজন। তিনি তার অনুরোধপত্রে মাটি ভরাট কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মন্ত্রণালয়ে পাঠানো একটি এদতসংক্রান্ত আবেদনও সংযুক্ত করে দেন তার পত্রের সাথে। সংসদ সদস্যের এই পত্র হাতে পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী চারদিনের মাথায় সংসদ সদস্যের পত্রের ওপর জরুরি ব্যবস্থা নিতে নিদের্শ প্রদান করেছিলেন বিসিক চেয়ারম্যানকে। এতে কাজের কাজ কিছুই হয়নি। মুঠেফোনে প্রকল্প পরিচালক মিজান উদ্দিনের কাছে জানতে বারবার ফোন করেও পাওয়া যায়নি। উল্লেখ্য, রাউজান শিল্পনগরী প্রতিষ্ঠা পাচ্ছে ৩৫ একর জায়গার ওপর। এতে সরকার ব্যয় করছে ৮০ কোটি টাকার বেশি। এই শিল্পনগরে ক্ষুদ্র ও মাঝারি ১৮৪টি শিল্পপ্লট করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

করুণারত্নের বিদায়ী টেস্টে চান্দিমাল-মেন্ডিসে রক্ষা শ্রীলঙ্কার

বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

স্বৈরাচারের প্রেতাত্মা অভিনেত্রী শাওন আটক, সামাজিক মাধ্যমে নেটিজেনদের স্বস্তি প্রকাশ

ছাত্রদলের শাকিলের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবসে ইন্ডোর প্লান্টে সেজেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার

মতলবে অবৈধ ইট ভাটায় অভিযান,৬লাখ টাকা জরিমানা

একজনের পুঁজি আরেকজনের ব্যবসা প্রসঙ্গে।

দলিল লেখক সমিতির সমাবেশ বন্ধে ডিএমপিতে আবেদন

ফ্যাসিস্ট হাসিনার দোসর প্রবাসী সচিব প্রতিবেশি দেশের স্বার্থ হাসিলে মরিয়া: মতবিনিময় সভায় বায়রার নেতৃবৃন্দ

দর্শনায় রূপমের বদলির প্রতিবাদে বিক্ষোভ, উৎপাদন বন্ধ

বিএনপি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়: আমিনুল হক

তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ডাক, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সন্ত্রাসী ছাত্রলীগের বিচারে মার্চ ফর জাস্টিসে জবি ছাত্রদলের স্মারকলিপি

কুলাউড়ায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ভাঙ্গলো শেখ মুজিবের ম্যুরাল

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আ.লীগ আবার ফিরে আসবে: রাশেদ খাঁন

নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ

আশুলিয়ায় ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

স্বৈরাচার,ফ্যাসিবাদ মুক্ত হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে

অটিজম ও এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে লাকসামে আলোচনা ও পুরস্কার বিতরণ

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী শাওনকে

ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধ আড়াআড়ি বাঁধ অপসারণ