কক্সবাজারে মজুদ ১ লাখ ৫১ হাজার ৬২২ কোরবানির পশু
১৯ জুন ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের খামার মালিক ও গৃহস্থরা। কোরবানির ঈদকে সামনে রেখে বাজার ধরতে প্রস্তুত প্রায় ১ লাখ ৫১ হাজার ৬২২ গবাদিপশু। জেলায় রয়েছে ১ লাখ ৪০ হাজার ৯২৩ চাহিদা থাকলেও খামারীদের হাতে রয়েছে চাহিদার অতিরিক্ত পশু। এবার ঈদে অতিরিক্ত পশুর সাথে ভালো দামেরও আশা করছেন খামার মালিক ও গৃহস্থরা।
জেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, খামারগুলোতে যাতে নিরাপদ পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজাকরণ করা হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কক্সবাজার জেলায় কোরবানিযোগ্য ১ লাখ ৫১ হাজার ৬২২ বাদিপশু রয়েছে।
এই পশুগুলোর মধ্যে গরু (ষাঁড়, বলদ, গাভী) ১ লাখ ৪৫২, মহিষ ৫ হাজার ৯৪, ছাগল ৩৫ হাজার ৪০৭ ও ভেড়া ১০ হাজার ৬৬৯। জেলায় স্থায়ী হাটের সংখ্যা ১৪ ও অস্থায়ী ৩৫ হাট আছে। সর্বমোট ৪৯ হাট প্রস্তুত রয়েছে। আর মেডিকেল টিম রয়েছে ২৭টি। এসব হাটে কোরবানিযোগ্য পশুগুলো বিক্রির জন্য তোলা হবে। ইতোমধ্যে স্থায়ী কিছু হাটে পশু বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যেই জেলার বিভিন্ন হাটে কোরবানিযোগ্য পশু বিক্রিয় করার জন্য তোলা হচ্ছে। কাঙ্খিত দামে বিক্রিও করছেন অনেকে। এছাড়াও হাটে বিভিন্ন জেলা থেকে আগত কোরবানিযোগ্য পশু কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। আবার বাইরে থেকে বিভিন্ন ব্যাপারিরা কোরবানিযোগ্য পশু কিনে আনছেন হাটে। এদিকে গবাদিপশু মোটাতাজাকরণে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার রোধে কক্সবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। খামারি ও পশু পালনকারী ব্যক্তিদের মধ্যে প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি তাদের পৌঁছে দেওয়া হয়েছে সচেতনতামূলক বার্তা। সব মিলিয়ে এ বছর কোরবানির পশু কোনো সংকট পড়বে না। দেশি পশুতেই কোরবানি সম্পন্ন করতে পারবেন এমনটি আশাবাদী কক্সবাজারবাসী।
টেকনাফে হ্নীলা এগ্রো ফার্মের মালিক তারেক মাহমুদ রনি বলেন, এবছর প্রচুর পরিমান পশু খামারে মজুদ করা হয়েছে। তাদের খামারে ছোট বড় ও মাঝারী ধরনের একদম ঘরোয়া পশু পাওয় যাবে। ইতোমধ্যে তিনি হ্নীলা ফিলিং স্টেশনের পাশে পশু প্রদর্শন ও বিক্রি করছেন।
কক্সবাজার সদরের বৃহৎ হাট খরুলিয়া বাজারে কথা হয় শাহ আলম নামে এক ক্রেতার সাথে। তিনি জানান, এবছর তুলনামূলকভাবে দাম একটু কম মনে হচ্ছে। মানুষ পছন্দের পশু প্রথমে দেখছেন দামে আর সুন্দরে পছন্দ পশু ক্রয় করছেন। তাই তিনিও দুটি গরু ক্রয় করলেন ১ লক্ষ ৬০ হাজার টাকায়।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডা. মোহাম্মদ সাহাবউদ্দিন ইনকিলাবকে জানান, কক্সবাজারে গত বছরের চেয়ে চলতি বছর অনেক পশুর যোগান রয়েছে। যা চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলোতে পাঠানো সম্ভব হবে।
গবাদিপশু কোন প্রকার রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করে সেজন্য আমরা খামারি এবং ব্যক্তি পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদুল আযহার হাট পুরোদমে শুরু হলে প্রতি হাটে মেডিকেল টিম বসানো হবে বলে জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

রংপুরে শেখ মুজিবের ৩টি ম্যুরাল ভাঙচুর

ইন্টারনেটের অপব্যবহার থেকে ছাত্ররা নিজকে বিরত রেখে পড়ার পরিবেশে ব্যস্ত থাকা উচিৎ : কুতবুল আলম

বিমান টিকিটের মূল্যবৃদ্ধিতে জড়িতদের চিহ্নিতকরণে কমিটি গঠন

সুন্দরগঞ্জে পরকীয়ার বলি মামাতো ভাই, অভিযুক্ত ফুফাতো ভাই-ভাবী আটক

কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর ও অগ্নিসংযোগ

তিন দিনেই কারামুক্ত ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক

সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

মির্জাপুরে স্কাউটস নির্বাচনে সহিনুর-ফরহাদ- সেলিম নির্বাচিত

পাবনায় আওয়ামী লীগ কার্যালয় নামফলক বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

সাইফের আততায়ী নিয়ে নতুন ষড়যন্ত্র, সামাজিক মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

শাওনের আস্ফালন থামাতে যে ফর্মুলা দিলেন পিনাকী

কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল

মানিকগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা

শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস

‘কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা উচিত হবে না’

মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা এম এ মান্নান (রহ.)

সরকারের তিনটি মূল অগ্রাধিকার: বিচার, সংস্কার ও নির্বাচন : রিজওয়ানা হাসান

করুণারত্নের বিদায়ী টেস্টে চান্দিমাল-মেন্ডিসে রক্ষা শ্রীলঙ্কার

বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ