সঙ্কট উত্তরণের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন
১৯ জুন ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়া দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি। এ সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবারের নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে মেরুকরণ হচ্ছে। বিভেদমূলক কার্যকলাপ গড়ে উঠছে। পরস্পরবিরোধী মতের প্রদর্শন হচ্ছে। আমরা আশা করবো দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু বিএনপির নেতৃত্বে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তিকে কাজে লাগাতে চায়। এ জন্য তারা ষড়যন্ত্র করছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উদ্যাগে নির্বাচন ব্যবস্থা অনেক কর্তৃত্বপূর্ণ, স্বাধীন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে বিরোধী দল বিএনপির নেতৃত্বে আসলে তারা জানে নির্বাচনটা শান্তিপূর্ণ হলে তাদের হেরে যাওয়ার ভয় আছে। তারা বোঝে শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়। এই অবস্থায় নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারবে না। কাজেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, বাধাগ্রস্ত করাই তাদের এখন কাজ। এ জন্য তারা প্রথমে বিদেশিদের কাছে নালিশে গেছে। এখন তারা পরিস্কারভাবে দেখতে পাচ্ছি, লবিস্ট নিয়োগ করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশে। সর্বশেষ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর অপপ্রচারের সাথে তাদের অপপ্রচার একাকার হয়ে গেছে। এবং অবশেষে তারা বাংলাদেশে যে বিষয়টি সম্মানের চোখে দেখা হয়, বাংলাদেশ থেকে যে শান্তিরক্ষিবাহিনী জাতিসংঘে মিশনে কাজ করে সেই মিশনকেও তারা প্রশ্নবিদ্ধ করার অপপ্রচার চালালচ্ছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে কাজে লাগাচ্ছে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টিআইবি ও বিএনপির অপপ্রচারে সব সময় মিলে। বিএনপি যেটা করে সেটাই তো টিআইবি করে।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। লড়াই করতে হবে অশান্তির বিরুদ্ধে। যাতে কেউ নির্বাচনে বাধা দিতে না পারে। অতীতের সন্ত্রাস, আগুন সন্ত্রাস করে বিএনপি যেন নির্বাচনি পরিবেশকে বিঘœ করতে না পারে সেজন্য আগামী নির্বাচন পর্যন্ত আমারা মাঠে থাকব। আমরা অশান্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ করব।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নিশ্চয়তা দিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিএনপির ব্যাপারটা হলো তারা না জিতলে এই নির্বাচন কোনদিন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। বিএনপির কথা হলো, নির্বাচনে হেরে আমাদের প্রমাণ করতে হবে যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
আগামী ২৩ জুন দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মাসব্যাপী উদযাপন করা হবে সাদামাটা ভাবে, স্বতঃস্ফূর্ত ও বহুমাত্রিকভাবে বলে এ সময় জানান ওবায়দুল কাদের। এ ছাড়া আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা আমাদের দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আগামী নির্বাহী কমিটির বৈঠকে সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠকে জেলা ও উপজেলায় দলের কিছু কর্মসূচি নেওয়া হবে। এবং কিছু জেলার নেতাদের সঙ্গে ঢাকার আমন্ত্রণ করে তাদের সমস্যা সম্পর্কে আমাদের নেত্রী অবহিত হবেন।
সম্পাদকমন্ডলীর সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য সম্পাদকবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শীতে কাহিল উত্তরাঞ্চল
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
ক্রিসমাসকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত স্পেন
সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১২ মাসে ১২ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
বেনাপোলে আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
গফরগাঁওয়ে বালুভর্তি লড়ি চাপায় যুবকের মৃত্যু
‘ধর্ম যার যার উৎসব সবার’ উক্তি সম্পূর্ণ ইসলামবিরোধী'
মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে সমালোচনা ট্রাম্পের
সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করতে হবে
জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন
অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন
লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
৭২ সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন শেখ মুজিব মাওলানা মামুনুল হক
নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: জয়শঙ্কর
ঠাকুরগাঁও সুগার মিলে মাড়াই কার্যক্রম উদ্বোধন
তাহেরির মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ
শিক্ষার্থীরা যেমন ছাত্ররাজনীতি চায়