ইউপি তথ্যসেবা কেন্দ্র পরিচালনা : বিধি নিয়ে হাইকোর্টের রুল
১৯ জুন ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০০ এএম

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোর (ইউআইএসসি) সেবার মান উন্নয়ন, কেন্দ্রগুলো সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত পরিপত্রের বিধি ২.৩ (ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন ও পরিচালনার বিষয়ে উদ্যোক্তার সঙ্গে চুক্তিপত্র সই) কেন অবৈধ হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো: বশির উল্লাহর ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার শেখ মো: সামিউল ইসলাম জুয়েল। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো: রাসেল চৌধুরী।
স্থানীয় সরকার সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, এ টু আই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর ও বিভিন্ন জেলার ডিসিসহ ৫২ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন মো: এমদাদুল হক, শেখ আবদুল্লাহ আল আমীন, মো: আব্দুস সবুর, মো: নোমান মিয়া ও সোলায়মান হোসেনসহ দেশের বিভিন্ন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ৩১৮ জন উদ্যোক্তা। রিটে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোর (ইউআইএসসি) সেবার মান উন্নয়ন ও কেন্দ্রগুলো সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত পরিপত্রের ২.৩ বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
পরে ব্যারিস্টার শেখ মো: সামিউল ইসলাম জুয়েল বলেন, প্রধানমন্ত্রীর এ টু আই প্রজেক্টের অধীনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা কাজ করে আসছিলেন। এসব উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ হয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে আইসিটি থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টার মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিসের পাশে ছোট একটি কক্ষে অফিস হিসেবে ব্যবহার হতো। তাদের উদ্দেশ্য হলো সরকারের ডিজিটাল প্রোগ্রামকে বাস্তবায়ন করবে। মূলত মাঠ পর্চা বের করা ও ভোটার আইডি কার্ড তৈরি করাসহ এ ধরণের কাজ করতেন তারা। পরবর্তী সময়ে দেখা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার কিছু কিছু ব্যক্তিকে সরাসরি ইউনিয়ন ডিজিটাল অফিসার হিসেবে নিয়োগ দিচ্ছেন। পরবর্তী সময়ে ২০১৩ সালে ইউআইএসসি সেবার মান উন্নয়ন ও কেন্দ্রগুলো সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত নীতিমালা করা হয়। এই নীতিমালার ২.৩ বিধিতে বলা আছে, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র স্থাপন ও পরিচালনার বিষয়ে উদ্যোক্তার সঙ্গে চুক্তিপত্র সই করা হবে। এই বিধির ফলে চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়ন ডিজিটাল অফিসার বা উদ্যোক্তাদের চুক্তি করতে বাধ্য করা হতো। এর মধ্যে কোনো কোনো জায়গায় উপজেলা নির্বাহী অফিসার মৌখিক পরীক্ষা নিয়ে ইউনিয়ন ডিজিটাল অফিসার নিয়োগ দিচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের