ডুবছে ফসলের ক্ষেত
২২ জুন ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
চিলমারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী সোনাহাট রেল সেতু পয়েন্টে দুধকুমার নদী বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এসব এলাকার মানুষ নৌকা-ভেলা করে চলাচল করছে। এছাড়াও পানিতে তলিয়ে গেছে সবজি, আমনের চারাসহ পাট ও অন্যান্য ফসল। এছাড়াও জেলার ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। দেশের বৃহৎ নদ নদীময় জেলায় ১৬টি নদ নদীর প্রায় সাড়ে পাঁচ শতাধিক এলাকার ৭ থেকে ৮ লাখ মানুষের বসবাস। পাহাড়ী ঢল আর টানা ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদী গুলোতে পানি বাড়ায় নদী অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়ায় গ্রামীণ সড়ক এবং নিম্নাঞ্চলের বাড়ি গুলো পানিবন্দি হওয়ায় প্রায় ১০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলিয়ানী পাড়ায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে তীব্র স্রোতে পানি লোকালয়ে ঢুকে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।
বামনডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবেদ আলী জানান, গত মঙ্গলবার বিকেল থেকে তেলিয়ানীতে তার বাড়ির পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে দুধকুমারের পানি লোকালয়ে ঢুকতে থাকে। ক্রমে মাটি ক্ষয়ে স্রোতের তীব্রতা বাড়তে থাকে। বড় বড় গর্ত হয়ে তলিয়ে যেতে থাকে বাঁধে থাকা জিও ব্যাগ। একসময় স্রোতের তীব্রতায় ভেঙ্গে যায় প্রায় ২৫০ মিটার বাঁধ।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা মর্জিনা বেগম, প্রায় তিন হলো বাড়িতে পানি উঠেছে। বুধবার বাধ্য হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছি। একই এলাকার সবজি চাষী বিপ্লব বলেন, প্রায় এক বিঘা জমিতে পটল আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে কিন্তু দুই তিন দিনের মধ্যে পানি এসে সবজি ক্ষেত তলিয়ে গেছে। পটলও নষ্ট হয়ে গেছে। যে কয়েকটা ভালো আছে রান্নার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি। কুড়িগ্রাম পাউবো’র নিবার্হী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদী বন্যা হওয়ার আশংকা নেই।
কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে। যেখানে প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হবে।
এদিকে চিলমারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চিলমারীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বিভিন্ন চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকালে উপজেলার চরবড়ভিটা, বজরা দিয়ারখাতা, চড়য়া পাড়া এলাকার পরিদর্শন ও ওই সব এলাকার অর্ধশতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আসমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমূখ। এদিকে, উজান থেকে নেমে আসা পানির ঢল ও থেমে থেমে কয়েকদিনের বৃষ্টিতে চিলমারীর ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে উপজেলার বিভিন্ন চরাঞ্চল সহ সমতল এলাকা পানিতে প্লাবিত হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাসের বরাত দিয়ে চিলমারী পয়েন্টের দায়িত্বরত জোবাইর হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে এখনো বিপদসীমার ৫২ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ পানি বৃদ্ধি কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
সরাইলে চকলেট ভেবে বিষ খেয়ে দুই বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চকলেট ভেবে বিষ খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত। তারা সম্পর্কে মামাত-ফুফাতো বোন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জান্নাত ও ফাতেমা ঘরে খেলা করছিল। এ সময় সকলের অজান্তে খাটের নিচে থাকা তেলাপোকার বিষ চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাদের সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জান্নাতকে জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর ফাতেমাকেও সরাইল স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা বিষ খেয়ে ফেলে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার আবেদন করবেন বলে জানতে পেরেছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ