বর্ষার শুরুতেই সড়কে দুর্ভোগ
২২ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
চট্টগ্রামে উন্নয়নে ধীরগতি সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি
ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা
বর্ষার শুরুতেই সড়কে নেমে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উন্নয়ন কাজে ধীরগতি, সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি এবং সংস্কারের অভাবে মহানগরীর ও জেলায় বেশিরভাগ সড়কের অবস্থা এখন বেহাল। সড়কজুড়ে বড় বড় গর্ত, খানাখন্দ। তাতে আটকা পড়ছে যানবাহন, বাড়ছে যানজট, নাকাল হচ্ছে যাত্রীরা। এ অবস্থায় ঈদ যাত্রায় জনভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বেশিরভাগ এলাকায় পাইলিং ও গার্ডার বসানোর কাজ শেষ হলেও সড়ক রয়ে গেছে ভাঙাচোরা। বিশেষ করে নগরীর নিমতলা বিশ^রোড থেকে ফকিরহাট হয়ে বারিক বিল্ডিং, আগ্রাবাদ, দেওয়ানহাট এবং লালখান বাজার অংশের অবস্থা বেহাল। ফকিরহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কের দুইপাশে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই গর্তে পানি জমে ডোবার আকার নিচ্ছে। বন্দরের আমদানি-রফতানি পণ্যবাহি ভারি যানবাহন চলাচল করায় এ সড়কের অবস্থা আরও নাজুক হচ্ছে। যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। প্রধান সড়কের ওই অংশে যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কেও।
যানবাহন চালকেরা বলছেন, সড়কে সৃষ্ট বড় বড় গর্ত ভরাট করলে এমন দুর্ভোগে পড়তে হতো না। দীর্ঘ কয়েক মাস ধরে ওই অংশে সড়কের বেহাল অবস্থা হলেও নির্বিকার সিডিএ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধান সড়কের ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত অংশে গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। কিন্তু একপাশে এখনও নর্দমা নির্মাণের কাজ শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। সড়কের একপাশে পানি জমে রীতিমত খালের রূপ নিচ্ছে।
বিগত ২০১৯ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। তিন দফায় সময় এবং বাজেট বাড়িয়ে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন মাস পর্যন্ত করা হয়েছে। সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হলেও সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহানগরীর ব্যস্ততম মুরাদপুর জংশনের অবস্থাও বেহাল। সিডিএর পানিবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে সেখানে কালভার্ট নির্মাণের কাজ চলছে। দেড় মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট ধরা হলেও চার মাসেও কাজ শেষ হয়নি। সড়কের একপাশ বন্ধ রেখে কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর সাথে উত্তর চট্টগ্রামের বিভিন্ন রুটের সাথে সংযোগ সৃষ্টিকারী ওই জংশনে এমন বেহাল অবস্থায় আশপাশের সড়কে যানজট স্থায়ী রূপ নিয়েছে। বন্ধ সড়কের পাশে ফুটওভার ব্রিজ দিয়ে পথচারীদের পার হতে হচ্ছে। সকালে অফিস শুরু এবং বিকেলে ছুটির সময় ফুটওভার ব্রিজকে ঘিরে সেখানে তীব্র জনজটের সৃষ্টি হয়। বৃষ্টি হলে সড়কজুড়ে কাদা পানির প্লাবন দেখা দেয়। তাতে যানবাহন চলাচল ব্যাহত হয়। মহানগরীর আরও কয়েকটি সড়কে চলছে উন্নয়নের খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের জন্য রাস্তা কাটার পর যথাসময়ে তা ভরাট ও সংস্কার না করায় সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে বেহাল সড়কে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।
মহানগরীর প্রবেশপথগুলোতে সড়কের অবস্থা আরও বেহাল। সংস্কারের অভাবে সড়কজুড়ে গর্ত। তাতে যানবাহন আটকা পড়ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ এ অঞ্চলের আঞ্চলিক মহাসড়কগুলোর অবস্থাও একই রকম। সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে, উঠে গেছে ইট-কংকর। আর ক’দিন পরেই শুরু হবে ঘরমুখো মানুষের যাত্রা। সড়কে বেহালদশায় যানজট এবং যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ