আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না, এমনিতেই পায় : শেখ হাসিনা
২২ জুন ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৪২ পিএম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। এমনিতেই ভোট পায়। তিনি আরো বলেছেন, আমরা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ হতে পারে এবং এর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারে না। গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স¤প্রতি অনুষ্ঠিত ৫ সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।
যে সব দেশ বাংলাদেশের নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, প্রধানমন্ত্রী তাদেরকে স¤প্রতি অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণের আহŸান জানান। যেখানে জনগণ স্বতঃস্ফ‚র্তভাবে তাদের ভোট প্রদান করেছেন। তিনি বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থীদের মেয়র নির্বাচিত করায় দেশবাসীকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। এমনিতেই ভোট পায়। আমাদের কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যতবার হারানো হয়েছে, চক্রান্ত করেই হারানো হয়েছে। বরং জনগণের ভোট ডাকাতি করেই আওয়ামী লীগকে ভোট পেতে দেয়া হয়নি। আওয়ামী লীগ সভাপতি বলেন, যখনই এ দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পেয়েছে, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তার প্রমাণ ২০০৮ সালের তত্ত¡াবধায়ক সরকারের অধীনের নির্বাচনে। সেখানে কিন্তু বিএনপির আপনজনই ছিল।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী বিএনপিকে কেউ ভোট দেয়নি। সেটা সবাইকে মনে রাখতে হবে। তাদের সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে হবে।
শেখ হাসিনা বলেন, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি। কক্সবাজার মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন... এই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা, কোনো অভিযোগ করতে পারবে না।
বিএনপি আমলের নির্বাচনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে নির্বাচন মানে কী ছিল? প্রত্যেকটা উপনির্বাচন মানে ছিল, ‘দশটা হোন্ডা, ২০টা গুÐা, নির্বাচন ঠাÐা’।
তিনি বলেন, ভোট ডাকাতি করেই তাদের (বিএনপি) জন্ম, ভোট ডাকাতি করাই তাদের অভ্যাস। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। জনগণকে সচেতন করেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এটা আমাদের ¯েøাগান। আওয়ামী লীগ গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে।
এ সময় রিজার্ভের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাঁচ মাসের খাবার কেনার মতো সক্ষমতা এখনো আছে। আর খাদ্যের অভাবও নেই। রিজার্ভের টাকা দিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাÐে ব্যয়ের ফান্ডের কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সেটা রিজার্ভের হিসাবে আনা যায় না। সেটা আনলে আমাদের রিজার্ভ আরও বেশি হয়। সেগুলো বাদ দিয়ে আমরা রিজার্ভ হিসাব করব। তাতে কিছুু আসে যায় না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত