বায়োফার্মা নিয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠন করতে চিঠি
২৩ জুন ২০২৩, ১২:১৬ এএম | আপডেট: ২৩ জুন ২০২৩, ১২:১৬ এএম
ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তদন্তে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন কোম্পানির শেয়ার হোল্ডারবৃন্দ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর পাঠানো লিখিত আবেদনে বায়োফার্মা লিমিটেডের চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু ও কোম্পানির অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডারবৃন্দের পক্ষ থেকে লিখিত অভিযোগে বলা হয়েছে, বায়োফার্মার সদ্য প্রয়াত চেয়ারম্যান ডা. সওকাত আলী লস্কর প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স দেখানোর কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যে কারণে কোম্পানির অনেক শেয়ার হোল্ডার ও প্রয়াত চেয়ারম্যানের পরিবারের সদস্যবৃন্দ তার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এবং তার মৃত্যুর ব্যাপারে দুর্নীতিবাজ পরিচালকদের হাত আছে বলে মনে করছেন। তার মৃত্যুর পরপরই প্রয়াত চেয়ারম্যানের সময় অডিট বিভাগ তদারকি করার দায়িত্বপ্রাপ্তÍ কোম্পানির সম্মানিত শেয়ার হোল্ডার ডা. মো. জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়ার ঘটনা এবং পূর্বের চেয়ারম্যান কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের ছাটাই সেই ইঙ্গিতই বহন করে।
অভিযোগে বলা হয়েছে, মানিকগঞ্জের সিংগাইরসহ বিভিন্ন স্থানে বসে গোপনে সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা মিটিং করে ডা. সওকাত আলী লস্করকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া এমনকি প্রাণনাশের মতো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ইতোমধ্যে বায়োফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচার এবং বিশেষ গোষ্ঠিকে টাকা দিয়ে পৃষ্টপোষকতার অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যনের প্রতি এ নির্দেশ দেয়ো হয়েছে।
অভিযোগে আরো বলা হয়েছে, কোম্পানির অন্যতম পরিচালক লকিয়তুল্লাহর বিরুদ্ধে লন্ডণে তারই এক পরিচিত ব্যাক্তির বাড়ি দখলের অভিযোগ উঠেছে এবং লন্ডণে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মুলতঃ সে বায়োফার্মার টাকা নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গ্রহণ করে লন্ডণে পাচার করেছেন। যদিও তিনি মামলার কারণে লন্ডণ যেতে পারছেন না। এছাড়া লকিয়তুল্লাহর বিরুদ্ধে চট্টগ্রামে খুনসহ একাধীক মামলা আছে বলে জানা যায়। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
লিখিত আবেদনে বলা হয়েছে, বায়োফার্মা পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচারসহ অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের মহাপরিচালক বরাবর গত ২ এপ্রিল আবেদন জমা দেন তিনজন শেয়ারহোল্ডার। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম, মোর্শেদ উদ্দিন আকন ও আবদুল্লাহ হেল কাফি। পরবর্তীতে জাহাঙ্গীর আলমসহ তিনজন শেয়ারহোল্ডার বায়োফার্মা লিমিটেডের কর ফাঁকি, ব্যাংক হিসাবের তথ্য গোপনের অভিযোগ নিয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন দেন। ওই সকল ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ