টাঙ্গাইলের হাট কাঁপাতে প্রস্তুত বস ব্লাক টাইগার লাল বাদশা
২৪ জুন ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
বস, কোনো সিনেমার নাম নয়। কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি লালন-পালন করছেন টাঙ্গাইলের কালিহাতীর হাতেম আলী তালুকদার। বসের মতো ভূঞাপুরের ব্লাক টাইগার ও লাল বাদশাও কাঁপাবে এবার কুরবানির হাট। দেশীয় খাবার খাইয়ে বড় করে তোলা হচ্ছে তাদের। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন গরুগুলো কেনার জন্য। দাম হাঁকা হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত।
সরেজমিনে জানা যায়, প্রায় ২৮ মন ওজনের ব্রাহমা জাতের দানব আকৃতির গরুটির নাম টাঙ্গাইলের বস। ২ বছর আগে ছোট বাছুর কিনেছিলেন টাঙ্গাইলের কালিহাতীর সল্লা ইউনিউনের দেউপুর গ্রামের হাতেম আলী তালুকদার। এরপর থেকেই নিজ খামারে অনান্য গরুর সাথে দেশিও দানাদার খাদ্য খাইয়ে লালন-পালন করা হচ্ছে গরুটিকে। দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
হাতেম আলী তালুকদার জানান, ৮-১০ বছর আগে প্রাবাস থেকে ফিরে গাভীর খামার করেন। পরে সেখানে শখের বসে একটি করে ষাঁড় লালন-পালন করেন তিনি। তার খামারের এই বড় গরুকে প্রতিদিন ২৫কেজি ঘাস, ভুট্টার সাইলেস ২০ কেজি, খড়, ভূষি ও সোলা খাওয়ানো হয় ১০ কেজি। গরুর জন্য তিনি করেছেন টিনসেট ভবন। এর পাশেই বড় গরুর জন্য দেয়াল করে একটি মাঠ তৈরি করেছেন। বড় গরু বাইরে বের না করে মাঠেই ছেড়ে রাখেন। খামারের ভেতরে বিশাল আকৃতির গরুটির জন্য লাগানো রয়েছে ৩টি ফ্যান। কোনো কারণ বসত একদিন বিদ্যুত না থাকলে সেদিন গরুকে একাধিক গোসল করানো হয়। গতবছর কোরবানিতে বিশাল আকৃতির গরু বিক্রি করে বেশ লাভবান হওয়ায় এবছরও বড় গরু বানানো হয়েছে।
তিনি আরো জানান, ২ বছর আগে ব্রাহমা জাতের ছোট বাছুর কিনেছিলেন। এরপর থেকে নিজ খামারে অন্যান্য গরুর সাথে দেশিও ঘাস দানাদার খাদ্য খাইয়ে লালন করা হচ্ছে গরুটিকে। গতবছরও বিশাল আকৃতির একটি গরু বানিয়েছিলেন তিনি। পরে কোরবানির সময় প্রায় সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি করেছিলেন। তখন বেশ লাভ হওয়ায় এবছর আবারো এই গরু বানিয়েছেন তিনি। এবছর দাম ভালো পেলে সামনের বার একসাথে একাধিক বড় গরু বানানোর কথা বলছেন তিনি।
এদিকে বসের মতো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আল-মোত্তাকিন এগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছে ব্লাক টাইগার ও লাল বাদশা। ব্লাক টাইগারের ওজন ১৮ মন ও লাল বাদশার ওজন ১৬ মন। এছাড়াও খামারটিতে রয়েছে আরো ৩০টি গরু। সম্পূর্ণ দেশীয় প্রাকৃতিক খাবার খাইয়ে তাদের লালন-পালন করা হচ্ছে।
আল-মোত্তাকিন এগ্রো ফার্মের মালিক মো. ওহাব আলী জানান, তার খামারে ব্লাক টাইগার ও লাল বাদশাসহ ৩০ টি গরু রয়েছে। গরুগুলো প্রাকৃতিক খাবার খৈল, গমের ভূষি, ভাত, চালের গুড়া খাইয়ে বড় করা হচ্ছে। দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় কাঙ্খিত দাম না পেলে লোকসান গুনতে হবে।
জেলার সবচেয়ে বড় গরুর খামার ভূঞাপুরের গোবিন্দাসীর চকদার গরুর খামার। খামারটিতে বিভিন্ন জাতের ১৫০টি গরু লালন-পালন করা হয়। ইতোমধ্যে ৫০টি গরু বিক্রি করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত গরু রয়েছে।
চকদার গরুর খামারের স্বত্বাধিকারী রাফি চকদার জানান, খামারের সব গরু প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। ৫০টি গরু বিক্রি করা হয়েছে। খামার থেকে বাকি গরু বিক্রি করতে না পারলে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ১২ টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৬ শতাধিক খামার রয়েছে। খামারগুলোতে কোরবানিপশু রয়েছে প্রায় ১ লাখ ৮০হাজার আর চাহিদা রয়েছে দেড় লাখ। জেলার চাহিদা মিটিয়ে ৩০ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। সবুজ ঘাস, খড়, ভূষি, ভাত, খৈল আর ভিটামিন খাইয়ে এসব পশু লালন-পালন করা হচ্ছে।
গো-খাদ্যের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু রয়েছে। ভারত থেকে যাতে চোরাই পথে গরু আসতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঢাকা ফাইট নাইট ৪.০-এ মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদের জয়
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা