শেষ মুহূর্তের আশায় ব্যবসায়ীরা
২৫ জুন ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০১ এএম
রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গায় কোরবানির পশুর হাট ইতিমধ্যে জমে উঠেছে। ওই হাটে আসা বেশিরভাগ গরুই মাঝারি আকারের। ক্রেতারা বলছেন, গরুর দাম অনেক বেশি হাঁকছেন বিক্রেতারা। অন্যদিকে শেষ মুহূর্তের আশায় আছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এখন বিক্রি কিছুটা কম হলেও শেষ মুহূর্তে সব গরু বিক্রি হয়ে যাবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের এই হাটে ছোট-বড় সব ধরনের যথেষ্ট সংখ্যক গরু এসেছে। মোটাতাজা ষাঁড়ও এসেছে অনেক। তবে ক্রেতাদের কাছে মাঝারি গরুর চাহিদাই বেশি। হাটে আসা রাজা বাবু নিয়ে উৎসুক জনতার বেশ আগ্রহ। ৩৫ লাখ টাকা হলে বিক্রি করব। এখন পর্যন্ত ২০ টাকা দাম উঠেছে। জানালেন রাজা বাবুর মালিক।
সিরাজগঞ্জের এক ব্যবসায়ী বলেন, ২১টি গরু নিয়ে হাটে এসেছি। এখন পর্যন্ত একটিও বিক্রি হয় নাই। তবে ক্রেতা আসছে। গরু দেখে চলে যাচ্ছে। কেউ কেউ দাম করছে। কিন্তু যে দাম বলছে সেই দামে বিক্রি করলে লস হবে।
গাবতলীর হাটের ক্রেতাদের অভিযোগ, অনেক বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বিক্রেতাদের পাল্টা অভিযোগ, বড় গরুর ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। দামদর করছেন, ঘুরছেন বেশি, কম ক্রেতাই কিনছেন। তাদের আশা মঙ্গলবার থেকে বাড়বে বেচাকেনা।
গতকাল রোববার হাটে গিয়ে দেখা যায়, পুরোদমে জমে উঠেছে রাজধানীর প্রধান ও স্থায়ী গাবতলী পশুর হাট। ক্রেতার সমাগম বেড়েছে, বিক্রিও হচ্ছে। তবে আড়াই লাখ থেকে নিচের দামের গরু বেশি বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও পিকআপ ভরে এ হাটে আসছে কোরবানির পশু। হাটের প্রধান ফটক সাজানো হয়েছে। হাসিল ঘরও সব প্রস্তুত করা হয়েছে। সড়কে যেমন তৎপর ট্রাফিক পুলিশ, তেমনই তৎপর হাটের ভলান্টিয়াররাও। সড়কে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো কোরবানির পশুবাহী যানবাহন। আবার কোনো কোনো ক্রেতা ছবি তুলে পাঠাচ্ছেন বাসায়, ছবি দেখে পছন্দ হলে দামদর করছেন। পছন্দ হলে কিনছেন। নয়ত ঘুরছেন অন্য গরুর সেডে।
হাটের প্রধান ফটকের পাশেই কয়েক সারিজুড়ে নানা জাতের বড় বড় সব গরু। বিক্রেতাদের নজর ক্রেতার খোঁজে, রাখালরা ব্যস্ত গরুর যতœ ও খাবার খাওয়াতে।
গাবতলী অস্থায়ী পশুর হাটের ম্যানেজার আবুল হাশেম বলেন, হাট জমেছে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্রেতার সমাগম কম। তবে বিকেল ৫টা থেকে প্রচুর ক্রেতা ঢুকছে হাটে। বড় গরুর চেয়ে মাঝারি সাইজের গরুর ক্রেতা বেশি। আমাদের হাসিল ঘর সব প্রস্তুত। ভলান্টিয়াররা সব হাটে সক্রিয় রয়েছে। চাঁদরাত পর্যন্ত এখানে বেচা-বিক্রির সব বন্দোবস্ত রয়েছে। ঈদের দিনেও এ স্থায়ী হাটে মিলবে কোরবানির পশু।
বছিলা হাট পুরো দমে গতকাল রোববার থেকে শুরু হয়েছে। কিন্তু শুক্রবার থেকেই হাটে গরু আসা শুরু হয়েছে। সেদিনেই আসে আমেরিকান জাতের একটি গরু ব্রাহামা, যার ওজন ৯৭৬ কেজি। গরুটি বেশ হৃষ্টপুষ্ট। দেখতে বেশ লোকজনও ভিড় করছে। বছিলা হাটের শেষ মাথায় থাকা একটি মাদরাসার সামনে সেটিকে রাখা হয়েছে। সাথে আনা হয়েছে আরও একটি শাহীওয়াল জাতের গরু। কিন্তু ব্রাহামা জাতের গরুটির প্রতিই হাটে আসা আগত মানুষদের আগ্রহ বেশি। গরুটির মালিক গত ২৮ মাস ধরে তিনি গরুটিকে লালন-পালন করে বড় করছেন। তবে এই অল্প সময়ে সেটি হাজার কেজি ওজন ছুঁতে যাচ্ছে। কিন্তু তার দাবি, যেহেতু এটির ওজন প্রায় ১ হাজার কেজি। পুরো গায়ে গোস্ত। তাই তিনি সেটির দাম ১০ লাখ চাইছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন