জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে কৃষিতে
২৬ জুন ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে পড়ছে শেরপুর জেলার কৃষি। অসময়ে বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, শীতে দিনে গরম রাতে শীত। গরমে মাত্রাতিরিক্ত তাপদাহ। বৈরী আবহাওয়ায় মানুষ অতিষ্ঠ। কৃষিতেও পড়েছে এর প্রভাব। মেঘালয় সীমান্তের গারো পাহাড় শেরপুরের কৃষি বিপর্যস্ত হয়ে পড়েছে।
শেরপুরে পূর্ব ও দক্ষিণাঞ্চলে পুরাতন ব্রহ্মপুত্র বেষ্টিত। পাহাড়ি নদী মহারশি, ভোগাই, চেল্লাখালি, সোমেশ্বরী, মালিঝি, নিতাই, মৃগী, দশানীসহ ১৬টি নদী ছিল। এখন মাত্র ৮টি নদীর অস্তিত্ব মেলে। জলবায়ু পরিবর্তনে কৃষি ও কৃষকের ওপর বিরূপ প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন। শেরপুরের ৮০% মানুষ কৃষি নির্ভর। জেলাটি খাদ্য উদ্বৃত্ত জেলা। ২০ বছরে ধানের সঙ্গে যোগ হয়েছে সবজি ও ফল উৎপাদন। ব্রহ্মপুত্র নদে বন্যায় তীরবর্তী জমিতে পলি পড়ে উৎপাদন বৃদ্ধি পেতো। বোরো আবাদ ছাড়া ফসল বা সবজি উৎপাদনে সেচ দেয়ার প্রয়োজন হতো না। বন্যাপরবর্তী নদ-নদীতে এবং বর্ষায় বৃষ্টিতে মাঠ-ঘাট, খালে-বিলে অথৈ পানি থাকতো। ওই পানিতেই কৃষকরা আমন, পাটসহ সবজি ফলাতো। পাট পঁচাতেও পানি থাকতো। এতো বছর বৃষ্টির পানিতে আমনসহ সবজি আবাদ করা হলেও এবার দিতে হয়েছে সেচ। তেলের দাম বৃদ্ধি-লোডশেডিংয়ে বাড়তি খরচ যোগ হচ্ছে যে কোন আবাদে।
শেরপুর গারো পাহাড়ি অঞ্চলের কৃষকরা ইনকিলাবকে বলেন, গত ৩০ বছরে আবহাওয়ার এমন বৈরি আচরণ দেখিনি। বর্ষায় বৃষ্টি নেই, খরা চলে ২ মাস। বন্যার আতঙ্কে থাকতাম। এবার কাঙ্খিত বৃষ্টি হয়নি। পাটের আবাদ ভালো হয়েছিল। জাগ দেয়ার পানি পাইনি। চার হাজার টাকায় খাল ভাড়ায় সেচে জাগ দিতে হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, জেলার সর্বত্র গতবছর আমন আবাদেও সেচ দিতে হয়েছে। বোরো মৌসুমে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়। সেচ দিতে কৃষকের বাড়তি খরচ হয়।
অবকাশ পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আ. রহিম ইনকিলাবকে বলেন, অবকাশ পর্যটন কেন্দ্রের গাছগুলোও আবহাওয়ার বৈরিতায় শুকিয়ে মরে যাচ্ছে। শেরপুর জেলার খামাবাড়ী কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ হুমায়ুন কবির দৈনিক ইনকিলাবকে বলেন, সারা বিশ্বের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে শেরপুর জেলার সর্বত্রই। এর প্রভাবে শেরপুর ও গারো পাহাড়ে কাঙ্খিত বৃষ্টি হয়নি। এই প্রথম শেরপুর ও গারো পাহাড়ে কৃষকরা সেচে আমন আবাদ করেছে। শুধু ধান-পাট নয় গাছপালা, প্রাণি বৈচিত্রেও এর প্রভাব পড়ছে। প্রবীণ কৃষক শতবর্ষী ডা. আব্দুল বারী ও আলহাজ¦ শরীফ উদ্দিন সরকার বলেন, জীবনেও পানি সেচে আমন আবাদ করিনি। এবার সেচে আমন আবাদ করতে হয়েছে। গাছপালা ও মরে যাচ্ছে। ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার ইনকিলাবকে বলেন, শুধু সারা দেশেই নয়, সারা বিশে^ই জলবায়ুর বিরুপ প্রভাব পড়েছে। এ অবস্থা যে শুধু গরো পাহাড়ি অঞ্চলেই হয়েছে তা নয়। এ ব্যাপারে কারো কোন হাত নেই তবে এর হাত থেকে রেহাই পেতে কৃষি বিশেষজ্ঞগণ গভীরভাবে চিন্তাভাবনা করছেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, শুধু শেরপুর বা গারো পাহাড়েই নয় সারা বিশ^ এবং সারা দেশেই জলবায়ুর বিরূপ প্রভাব পড়েছে। এ ব্যাপারেতো কারো হাত নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে