কানাডা মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা দেবে না
২৬ জুন ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণার পর একই পথে হাটছে যুক্তরাষ্ট্রের পাশের দেশ কানাডা। দেশটি যুক্তরাষ্ট্রের মতো ঘোষণা না দিলেও বাংলাদেশে মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িতদের ভিসা দেবে না দেশটি। ইতোমধ্যেই এই কঠোর নীতি নিয়েছে দেশটির। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ কানাডা নিজ দেশের জন্য ক্ষতিকর এমন কাউকে ভিসা দেয় না। কেউ কানাডার ভিসার জন্য আবেদন করলে তাঁকে বিস্তারিত তথ্য দিতে হয় আবেদনের সঙ্গে। সেই আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেই ভিসা দিয়ে থাকে দেশটি। দেশটি যদি মনে করে, তাদের দেশের নাগরিকত্ব নেই এমন কেউ কানাডা গিয়ে থেকে যাবে বা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত; ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকাসহ বিভিন্ন কারণে ভিসা আবেদন প্রত্যাখ্যান করে থাকে দেশটি।
মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বাংলাদেশ নিয়ে কানাডার অবস্থান জানতে চাইলে নাম না প্রকাশের শর্তে ঢাকার হাইকমিশনে কর্মরত একজন গণমাধ্যমকে বলেন, আমাদের অবস্থান হচ্ছে মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িতদের আমরা ভিসা দিই না। তবে যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলো আমরা ঘোষণা দিয়ে করি না।
তাহলে সংশ্লিষ্টরা কীভাবে বুঝবে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে যারা জড়িত, তাদের আমরা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছি। বিষয়টি আমরা ঘোষণা দিইনি। ঠিক সেভাবেই সংশ্লিষ্টরা যখন ভিসা পাবেন না, আর সেই সংখ্যা যখন উল্লেখযোগ্য হারে বাড়তে থাকবে, তারা তখন নিজেরাই টের পাবে কেন ভিসা দেওয়া হচ্ছে না। সূত্র জানায়, বাংলাদেশি কেউ কানাডার ভিসা আবেদন করলে তার বিস্তারিত তথ্য হাইকমিশন থেকে চাওয়া হয়। এ সময় কানাডা সরকারের পক্ষ থেকে প্রতিটি আবেদন খতিয়ে দেখা হয়, সেই ব্যক্তি কোনো রকম মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িত ছিল কিনা। এর পরই ভিসা দেওয়া হয়। কানাডা আগে থেকেই একটি অবস্থান নিয়ে রেখেছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং চিহ্নিত অপরাধীদের ভিসা দেবে না।
সূত্র জানায়, কানাডার ভিসা নীতির আওতায় পড়ে এরই মধ্যে অনেকেই ভিসা পাননি দেশটির। এ নিয়ে তাঁদের পক্ষ থেকে ঢাকার কানাডা হাইকমিশনকে অভিযোগ করে বলা হয়েছে, তারা এবং তাঁদের পরিবারকে ভিসা দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে তাঁদের সঙ্গে বৈঠক করে ঢাকার কানাডা হাইকমিশন। বৈঠক করে তাঁদের ভিসার প্রক্রিয়াগুলো বুঝিয়ে বলা হয়।
কানাডার মানবাধিকার লংঘনের সংজ্ঞার মধ্যে নির্বাচনে ভয়ভীতি দেখানো, সহিংসতার সঙ্গে জড়িত বা গণতান্ত্রিক ব্যবস্থাকে অবজ্ঞা বা ক্ষতিগ্রস্ত করার মতো বিষয়গুলো রয়েছে কিনা জানতে চাইলে এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি হাইকমিশনের সূত্র। তবে তারা জানান, বিশ্বের দেশগুলোর ভিসা নিয়ে যা জানানো হয়, তা হলো কীভাবে ভিসা পাওয়া যাবে। কানাডার সরকারি ওয়েবসাইটেও ঠিক এমনটিই দেওয়া রয়েছে, কারা কানাডার সীমানার ভেতর কী শর্তে প্রবেশ করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে বা কারা কারা ভিসা পাবেন না, তা বিশ্বের কোনো দেশই সহজে প্রকাশ করে না। বিষয়গুলো গোপনীয়।
এর আগে গত ২৪ মে বাংলাদেশ নিয়ে ভিসা নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুরে লাল মাটি কেটে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ গ্রিফিথ
শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ওরশ উদযাপিত
সাংবাদিকদের কল্যানে জাতীয়তাবাদী দল আছে থাকবে : জিএস সুমন
মতলবে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
কিশোরগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি, নিঃস্ব পাঁচ ব্যবসায়ী
কালিগঞ্জের কুল এখন ঢাকা সহ দেশের সর্বত্রে ,চাষীরাও হচ্ছে লাভবান
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
বর্ষসেরা টেস্ট দল ঘোষণা, নেই বাংলাদেশের কেউ
১০৫ ইনভয়েসে অগ্রিম স্বাক্ষর, টাঙ্গাইল খাদ্য কর্মকর্তাকে শোকজ
দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়
জামায়াত ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে হবে : দেলওয়ার হোসাইন
বিস্ময়কর বর্ষসেরা ওয়ানডে একাদশ
পোশাক শিল্পে নারীর ক্ষমতায়ন : সাভারে কর্মশালা অনুষ্ঠিত
সিয়াং নদীতে বাঁধ নির্মাণ, পানি নিয়ে ভারত-চীনের নতুন উত্তেজনা
গারো পাহাড় সীমান্তাঞ্চলে উৎপাদিত মিষ্টি আলু যাচ্ছে জাপানে
বার্সার সঙ্গে আরাউহোর চুক্তি নবায়ন
কাপ্তাই সুইডিশ মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
আজাহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে বাজারে উপচে পড়া ভিড়
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু