হাতকড়া নিয়ে পালিয়েছে মাদক মামলার আসামি
০১ জুলাই ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
মাদারীপুরের ডাসারে পুলিশের হাতে গ্রেফতার হওয়া মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি হাতকড়া লাগানো অবস্থায় পালিয়ে গেছেন। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আসামিকে থানায় নেয়ার পথে ডাসার উপজেলার বয়াতিবাড়ি এলাকা থেকে তিনি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামির নাম খোকন মুনশি (৩২)। তিনি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকার মোতালেব মুনশির ছেলে। ঘটনার পরপরই পুলিশ তার সন্ধানে অভিযানে নেমেছে।
জানা গেছে, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি খোকন দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি খোকন ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই সুশীল চন্দ্র একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আসামিকে ধরতে অভিযান নামেন। আসামিকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে সুশীল তার মোটরসাইকেলে তোলেন। এ সময় মোটরসাইকেলের মাঝে আসামিকে বসিয়ে পেছনে বসেন ওই কনস্টেবল। আসামি বহন করা পুলিশের মোটরসাইকেলটি ডাসার থানার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় এক কিলোমিটার পথ সামনে বয়াতিবাড়ি এলাকায় আসার পরেই সুযোগ বুঝে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেয়। পরে একটি পরিত্যক্ত ইটভাটা মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে পুলিশের মোটরসাইকেলটি ধীরগতিতে চলছিল। এই সুযোগে ওই আসামি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে এক দৌড়ে পরিত্যক্ত ইটভাটার মধ্য দিয়ে পালিয়ে যায়। তাছাড়া যখন লাফ দেয় তখন রাস্তা খালি ছিল। এ কারণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পালিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি।
জানতে চাইলে ডাসার থানার এসআই সুশীল চন্দ্র ঘটনা অস্বীকার করে বলেন, আমার এক আসামিকে খোঁজ করছি। তবে হাতকড়া নিয়ে কেউ পালিয়ে যায়নি। তাছাড়া সে ওয়ারেন্টভুক্ত নয়। এমনি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার খোঁজখবর নিতে অভিযান শুরু করেছি।
এদিকে হাতকড়া নিয়ে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান ও ডাসার থানার ওসি হাসানুজ্জামান।
ওসি হাসানুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ওই আসামির বাড়িতে আমরা অবস্থান করছি। তার সম্পর্কে বিস্তারিত নিচ্ছি। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর থেকে বেশি কিছু বলা যাবে না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন। কীভাবে আসামি পালিয়ে গেছে, তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী