চট্টগ্রামে বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড়
০১ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। সর্বত্র উপচেপড়া ভিড়। দেশের অন্যতম বিনোদন কেন্দ্র পতেঙ্গা সৈকতে মানুষের ঢল অব্যাহত আছে। গতকাল শনিবার ঈদের তৃতীয় দিনেও দিনভর সেখানে লাখো পর্যটকের ভিড় দেখা যায়। বিকেলে আদিগন্ত বিস্তৃত সৈকত এবং সাগর তীরের সিটি আউটার রিং রোডে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যতদূর চোখ যায়-শুধু মানুষ আর মানুষ। নানা বয়সের মানুষের মিলনমেলায় পরিনত হয় পতেঙ্গা। সৈকতে আছড়ে পড়া সাগরের ঢেউ, দূরে সারি সারি জাহাজ সেখানে এক অন্যরকম আবহ সৃষ্টি করে। সাগরে গোসল করা, সৈকতের ফুটবল খেলায় মেতে উঠেছেন অনেকে। অনেকে সৈকতের বসে দল বেধে গান গাইছেন, ছবি তুলছেন। কেউ চড়ছেন ঘোড়ায়। পতেঙ্গা থেকে শুরু করে আউটার রিং রোড, টোল রোড হয়ে পর্যটকের ভিড় ছিল কাট্টলী সৈকত পর্যন্ত।
এদিকে নেভাল সৈকত থেকে শুরু করে বিমানবন্দর হয় বোট ক্লাব-সর্বত্রই পর্যটকের আনাগোনা। মহানগরীর বাসিন্দাদের পাশপাশি জেলার প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসে সৈকতে। একই চিত্র নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। সীতাকু-ের গুলিয়া খালী সৈকত, বাঁশবাড়িয়া সৈকত আর আনোয়ারার পারকি সৈকতেও পর্যটকের ঢল। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা আনন্দঘন সময় পার করতে মানুষ ছুটছে সাগর সৈকত আর পাহাড় ঝর্ণায়।
সীতাকু- ও মীরসরাইয়ের পাহাড় ঝর্ণায় এখন উৎসবের আবহ। পর্যটকেরা ভিড় করছেন সেখানে। ঈদ উৎসবকে পূর্ণতা দিতে মানুষের ছুটে চলা এখানকার বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের রূপ দিয়েছে। নগরীর ফয়’সলেক, চিড়িয়াখানা ও শিশু পার্কগুলোও পর্যটকে মুখর। নগরীর বাইরে দূর-দূরান্ত থেকেও লোকজন আসছেন। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী লোকজনের আনাগোনায় বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বরাবরের মতো এবারও বিনোদনপ্রেমীদের আগ্রহের শীর্ষে ফয়’সলেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। লেকের শেষ প্রান্তে আছে পানির রাজ্যে বিচরণের রোমাঞ্চকর স্থান ‘সি ওয়ার্ল্ড’। হাজারো মানুষের পদচারণায় মুখর সি ওয়ার্ল্ড। এছাড়া সেখানে রয়েছে সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইড।
ফয়’সলেকের পাশে আরেক বিনোদনকেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানায় রীতিমতো মানুষের ঢল নামে। সেখানে প্রতিদিন ১০-১২ হাজার দর্শনার্থীর সমাগম হচ্ছে। চিড়িয়াখানায় প্রায় ৭৩ প্রজাতির ছয় শতাধিক পশু-পাখি আছে। সাদা, বাঘ, সিংহ, ক্যাঙারু, ওয়াইল্ড বিস্ট-বৈচিত্র্যময় প্রাণির সম্ভার চিড়িয়াখানায়। মেরিন ড্রাইভ সড়কে জেলা প্রশাসনের ফ্লাওয়ার পার্ক, নগরীর পতেঙ্গায় বাটারফ্লাই পার্ক, কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট, কাজির দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্ক, জাম্বুরি পার্ক, নেভাল পার্ক, সিআরবি, ডিসি হিল পার্ক, কর্ণফুলী সেতু, বায়েজিদ লিং রোড়ের দৃষ্টিনন্দন পাহাড়ী এলাকা সর্বত্রই পর্যটকের ভিড়।
ঈদের ছুটিতে গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় বিপাকে পড়েছেন বেড়াতো আসা লোকজন। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোতে খাবারের দাম বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় বিনোদন কেন্দ্রগুলো জমজমাট হয়ে উঠেছে। এই খাতের ব্যবসা-বাণিজ্যও বেশ চাঙ্গা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর