রাজধানীসহ পাঁচ জেলায় নিহত ১১
০১ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
রাজধানীসহ পাঁচ জেলায় পৃথক দুর্ঘটনায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০ জন আহত হন। গত বুধবার ও শনিবার বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
ঢাকা : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী ও নারীসহ মোট ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন কলেজ শিক্ষার্থী জান্নাত ও তার চাচাতো ভাই শামীম মৃধা। এছাড়া এ ঘটনায় সাদিয়া নামে এক শিশু আহত হয়েছে। নিহত জান্নাত বরগুনার বেতাগি উপজেলার মো. বাহাউদ্দিনের মেয়ে। তারা পরিবারসহ কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন। নিহত জান্নাত কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে গত শুক্রবার ভোরে জান্নাতের মৃত্যু হয় এবং এদিন সকাল সাড়ে ১০টার দিকে শামীমেরও মৃত্যু হয়। এদিকে গতকাল বিমানবন্দর এলাকায় বাসচাপায় মিনারা বেগম ও মনি বেগম নামে দুই নারী নিহত হয়েছেন। বেলা ১১টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা বেগমের স্বামীর নাম আব্দুল হাকিম। বর্তমানে দক্ষিণখান এলাকায় থাকতেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, বাসটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় পিতা জয় কুমার দাস নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরো ৩ জন আহত হন। গত শুক্রবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখ স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই অটোরিকসার যাত্রী ছিলেন। নিহত জয় কুমার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ কুমার দাসের ছেলে।
এদিকে, বিজয়নগরে ছাগলবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গত বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত দুই জনের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। সে জেলার নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া। এ ঘটনায় আহতরা হলেন হবিগঞ্জ জেলার জলভাঙ্গা গ্রামের খালেক মিয়া ও নাসির মিয়া নামে দুই জন আহত হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে রহিমা বেগম নামে এক নারী নিহত হন। গতকাল শনিবার ভোরে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে হোসেনপুর আসার পথে বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক হোসেন্দী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলা উদ্দিনের ছেলে।
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ ২জন নিহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার রাতে শেরপুর-নন্নী সড়কের ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের মোনাকুশা গ্রামের আবদুর রফিকের ছেলে রবিউল ইসলাম ও বন্দপাড়া গ্রামের সাইদুর ইসলাম। নিহতদের মধ্যে সাইদুর ইজিবাইক চালক ছিলেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ীগামী যাত্রীবাহী একটি বাস কদমতলী বাজার এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচ্চর এলাকার মোল্লার বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে ঘটনাটি ঘটে।
বগুড়া ও নীলফামারীতে ট্রেনে কাটায় ২জনের মৃত্যু :
আদমদীঘি ও ডোমার উপজেলা সংবাদদাতা জানান, সান্তাহার রেলওয়ে থানার বগুড়ার কৈাইচর রেলক্রসিং (গেটে) ট্রেনে কাটা পরে আরাফাত ওরফে জাহিদ হাসান নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সান্তাহার রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সে বগুড়া সদর উপজেলার কৈাইচর গ্রমের আলী হোসেনের ছেলে বলে জানাগাছে। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত বুধবার ঈদের আগের দিন রাত ১১টার টারদিকে বগুড়া সদর উপজেলার কৈাইচর রেলগেটে বগুড়া থেকে সান্তাহারগামী আন্তঃনগড় ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মূত্যু হয়। এদিকে, নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বাকডোকরা প্রধানপাড়া এলাকায় ঘটে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের বেতগারা গ্রামের শমসের আলীর ছোট ছেলে মনিরুল ইসলাম। জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন (বাবু) মৃত্যুর বিষয়টি জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ