এবারও পানি দরে চামড়া
০১ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
এবারও পানির দরে কোরবানি পশুর চামড়া বিক্রি হয়েছে। তিন লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩০০ টাকায়। অনেকে দাম না পেয়ে বিনামূল্যে চামড়া দিয়ে দিয়েছেন। ফলে এবারও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন মওসুমি ব্যবসায়ীরা। আর চামড়ার দাম না পাওয়ায় বঞ্চিত হয়েছে মাদরাসা এতিমখানাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিম-মিসকিনেরা। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন জানিয়েছেন, গতকাল শনিবার বিকেল পর্যন্ত তিন লাখ ১৯ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৫০ হাজার। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার জন্য তিনি এবার কোরবানির সংখ্যা কমাকে দায়ী করেছেন। তিনি বলেন, আমরা যতটুকু খবর পেয়েছি এবার একদিকে গরুর দাম বেশি ছিল অন্যদিকে মানুষের ক্রয়ক্ষমতাও কমে গেছে। এ কারণে আগে যারা একা গরু কোরবান দিতেন তারা ভাগে কোরবানি দিয়েছেন। এর ফলে গরুর সংখ্যা কমে গেছে।
নগরীতে গরু-ছাগলের চামড়ার একমাত্র আড়ত আতুরার ডিপো এলাকায়। মৌসুমি সংগ্রহকারী, এতিমখানা ও মাদরাসা কর্তৃপক্ষ চামড়া সংগ্রহ করে থাকে। এরপর তা আতুরার ডিপোর আড়তদারদের কাছে বিক্রি করেন। আর আড়তদারেরা তা সংরক্ষণ করে পরে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন। এবার অন্তত ২৫ জন আড়তদার মৌসুমি সংগ্রহকারীদের কাছ থেকে চামড়া কিনেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন লাখ ১৯ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। দাম পাননি কোরবানিদাতারা। গরু যত বড়ই হোক, চামড়ার দাম ৩০০ টাকার বেশি হয়নি। ঈদের আগে সরকারিভাবে চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছিল। এতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭-৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০-৪৪ টাকা নির্ধারণ করা হয়। তবে সরকারের নির্ধারিত দামও পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম বিভাগে এবার ২০ লাখ ৫১ হাজার ৭৭৭টি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে ২০২২ সালে ৮ লাখ ১৩ হাজার ৫০টি পশু কোরবানি করা হয়। ২০২১ সালে কোরবানি হয় ৭ লাখ ৪২ হাজার ৪৫৫টি পশু। এবছর ৮ লাখ ৭৯ হাজার ৭১৩টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যার মধ্যে গরু ৫ লাখ ২৬ হাজার ৩২৫টি, মহিষ ৭১ হাজার ৩৩৩টি, ছাগল ও ভেড়া দুই লাখ ৪৪ হাজার ৪০৫টি। অবশ্য পরবর্তীতে এই সংখ্যা কমিয়ে আনা হয় ৮ লাখ ৭৪ হাজারে। জেলা প্রাণিসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, সামগ্রিকভাবে কোরবানির সংখ্যা বেশি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম কোরবানি হয়েছে বলে ধারণা করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি