ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

জীবিত থেকেও তারা ‘মৃত’

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০১ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম

কিভাবে যে মারা গেলেন-বুঝতেই পারছেন না পাবনার সুজানগর গুপিনপুর গ্রামের লোকমান হোসেন ম-ল (৭০) । নিজের মৃত্যুর ঘটনা স্মরণে আসছে না কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট গ্রামের রাজিয়া সুলতানারও (৩৩)। খেয়ে-পরে দিব্যি স্বামীর সংসার করছেন তিনি। কিন্তু মানুষজন বলাবলি করছে রাজিয়া নাকি মারা গেছেন ! এটিও কি সম্ভব ? কেমন করে মারা গেলেন ভেবে পাচ্ছেন না যশোর ঝিকরগাছা সেন্ট লুই স্কুলের অবসরে যাওয়া সহকারি শিক্ষক বজলুর রহমান (৬৫)। একই গোলক ধাঁধাঁয় রয়েছেন বগুড়া শেরপুর বনমরিচা গ্রামের আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদি, সিলেট জকিগঞ্জ ভটপাড়ার স্কুল শিক্ষক আব্দুল কাদির, জামালপুর বকশীগঞ্জ আবুল পাড়া গ্রামের জোহরা বেগম, তেঁতুলবাড়িয়া গ্রামের শারীরীক প্রতিবন্ধী নজরুল ইসলামও। তারা দিব্যি বেঁচে আছেন। হাটা-চলা করছেন। স্বাভাবিক জীবন যাপনও করছেন। কিন্তু কিছুতেই প্রমাণ করতে পারছেন না যে তারা এখনও জীবীত। বেঁচে থাকা এই ‘মৃত’ মানুষগুলোর বেঁচে থাকাটা প্রমাণ করতেই অবতীর্ণ হতে হয়েছে ভিন্নরকম এক লড়াইয়ে। তারা যে বেঁছে আছেন-এটি প্রমাণে চলছে প্রাণান্ত লড়াই।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্রসহ সরকার যে ক’টি ডাটাবেজ অনুসরণ করছে তার মধ্যে অনেক জীবীত ব্যক্তিদের ‘মৃত’ দেখানো হচ্ছে। প্রথম বিষয়টিকে তথ্যগত ত্রুটি হিসেবে মামুলি মনে করা হতো। কিন্তু তত্ত্ব-তালাশে বেরিয়ে আসছে অনেক রহস্য। উদ্ধার হচ্ছে অনেক চাঞ্চল্যকর তথ্য।
জীবীত থেকেও মৃত-এমন বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করে জানা গেছে, ঘটনার নেপথ্যে রয়েছে লোভী ও চতুর মানুষদের জাল-জালিয়াতি। রয়েছে অন্যের সহায়-সম্পত্তি আতœসাৎ, উত্তরাধিকার থেকে বঞ্চিতকরণ এবং নানামুখি স্বার্থ হাসিলের নির্মম প্রয়াস। এই হীন কর্মকা-ে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন কতিপয় ডাটাবেজ প্রণয়নসংশ্লিষ্টতা। তাদের অদক্ষতা,অসতর্কতার সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি ও জাল-জালিয়াতি। তাদের অসতর্কতা কিংবা লোভের কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন রেকর্ডপত্রে মৃত বাস্তবে জীবীত মানুষ-জন।
শতায়ু-উত্তীর্ণ লোকমান হোসেন ম-লের বয়ষ্কভাতা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। কারণ অনুসন্ধানে জানা গেলো, হালনাগাদ ভোটার তালিকায় তিনি মৃত। তথ্য সংগ্রহকারীরা তালিকা হালনাগাদের সময় ভুল তথ্য সন্নিবেশিত করেন। ভোটার তালিকায় ‘মৃত’ লোকমান হোসেন ম-ল বলেন, ‘কীভাবে যে আমি মারা গেলাম বুঝতে পারছি না !’ লোকমান ম-লের স্বজনরা জানান, তিনি ছিলেন কৃষক। এনআইডি নং-৭৬১৮৩৭৬৩৩৫৫২৬। তার দুই ছেলের মধ্যে একজন মারা গেছেন। মৃত ছেলের স্ত্রীকে নিয়ে চলে তার সংসার। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ৮ বছর আগে তাকে একটি বয়স্ক ভাতার কার্ড দেয়া হয়। সেটির বিপরীতে মাসে ৫শ’ টাকা করে ভাতা পেতেন। গতবছর সেপ্টেম্বর সেটি বন্ধ হয়ে যায়। সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, লোকমানের মতো ভোটার তালিকায় কণিকা রাণী সাহাকেও ‘মৃত’ দেখানো হয়েছে।
জকিগঞ্জ ভটপাড়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক আব্দুল কাদির টিকা নিতে পারেন নি। তার বেতনও বন্ধ হয়ে গেছে। ফিক্সেশন সম্ভব হচ্ছে না। কারণ ভোটার তালিকার ডাটাবেজ অনুযায়ী তিনি মারা গেছেন !
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের খাদেমুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা। কোনো নির্বাচনেই তিনি ভোট দিতে পারছেন না। ব্যাংক একাউন্ট খুলতে পারছেন না। ব্যাংক কর্মকর্তারা সন্দেহ করেন তিনি অন্যের আইডিকার্ড ব্যবহার করছেন কি না। মোবাইলের সিম কিনতে গিয়েও পড়েন একই দুর্ভোগে। করোনা টিকাও নিতে পারেন নি। পরে স্থানীয় নির্বাচন কমিশনে গিয়ে জানতে পারেন, নির্বাচন কমিশনের ডাটাবেজে তার ‘স্ট্যাটাস’ দেখাচ্ছে ‘মৃত’। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে রাজিয়া সুলতানাকে মৃত দেখানো হয়েছে। তার এনআইডি নং- ৫০১৭৯৫০১৯৯২০৯।
কথিত এই ‘মৃত’দের তালিকায় ছিলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা বদিউজ্জামানও। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ছিলেন ইউপি মেম্বার প্রার্থী। ভোটার তালিকায় তাকে ‘মৃত’ দেখানো হয়। এ জন্য তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সোবহান এবং সংরক্ষিত মহিলা সদস্য হেলেনা বিবিকে দায়ী করেন। এ বিষয়ে থানায় যে জিডি করা হয় তাতে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালে গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের আব্দুল মোত্তালেব নামের একজন মারা যান। সেই নামের সঙ্গে আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদির নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর জুড়ে দিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটা হয়। আর এটি করেছেন তথ্যদাতা আব্দুস সোবহান। এ বিষয়ে বদিউজ্জামানের বক্তব্য হচ্ছে, নির্বাচন থেকে আমাকে দূরে রাখতেই এই কূটকৌশলের আশ্রয় নেয়া হয়েছে।
সার্টিফিকেটে নাম তার মো. বজলুর রহমান। এনআইডিতে লেখা শুধু ‘বজলুর রহমান’। নামে ‘ মো:’ শব্দটি জুড়তে যান স্থানীয় তথ্য সেবাকেন্দ্রে। কিন্তু সার্ভারে এ নামে পাওয়া তথ্যগুলো মিলছে না। অগত্যা ছুটলেন উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে। ওখান থেকে জানতে পারেন,বেশ কয়েক বছর আগেই তিনি ‘মারা গেছেন’। এ কারণে হালনাগাদ সার্ভারে তার নাম নেই। যশোর ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বজলুর রহমান।
মেহেরপুর গাংনি তেঁতুলবাড়িয়া গ্রামে শিলিলপাড়ার প্রতিবন্ধী নজরুল ইসলামের এনআইডি থাকলেও তাকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া হয়। তার স্বজনরা জানান, এনআইডি জালিয়াতি করে সম্পত্তি হাতিয়ে নিতে কিংবা কোনো অসদুদ্দেশ্যে অপরাধীচক্র তার নাম দিয়ে থাকতে পারে।
‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, এমন অদ্ভুত কা-কারখানা কেবল এদেশেই সম্ভব। এনআইডি’র মতো গুরুত্বপূর্ণ ও সিরিয়াস একটি দলিল প্রণয়নে চরম দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনারই বহি:প্রকাশ। সামান্য একটি ‘আ-কার’- ‘ই-কার’ একজন নাগরিকের কত বড় সঙ্কট হয়ে দাঁড়াতে পারে-জীবীত ব্যক্তিদের ‘মৃত’ উল্লেখ করাই এর প্রমাণ। এনআইডি কার্ডের সামান্য সংশোধনী করতে গিয়ে নাগরিককে কত দুর্ভোগ পোহাতে হয়-আমরা সংবাদ মাধ্যমের কল্যাণে প্রায়ই দেখে থাকি। অথচ এটির কোনো প্রতিকার নেই। এনআইডি কার্ডে পরিকল্পিতভাবে ত্রুটি রাখছে অপরাধী চক্র। তাই শুধু ভুক্তভোগীর এনআইনি সংশোধনই নয়-প্রয়োজন অপরাধীচক্রকে আইনের আওতায় নিয়ে আসা। এনআইডি কার্ডের তথ্য সংগ্রহকারীদেরও প্রশিক্ষণ দেয়া দরকার। তারা যেন তথ্য যাচাই করে সেটি সন্নিবেশিত করে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই